Tag: বিয়ের

  • বিয়ের আশ্বাসে বন্ধুর সাথে হোটেলে উঠে গণধর্ষণের শিকার তরুণী, হোটেল ম্যানেজারসহ গ্রেফতার ৬

    বিয়ের আশ্বাসে বন্ধুর সাথে হোটেলে উঠে গণধর্ষণের শিকার তরুণী, হোটেল ম্যানেজারসহ গ্রেফতার ৬

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে বিয়ের করার কথা বলে হোটেলে নিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ঘটনায় পুলিশ হোটেল ম্যানেজারসহ অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে।

    গত শনিবার বিকেলে থেকে রোববার রাত ২টা পর্যন্ত সীতাকুণ্ডের জলসা আবাসিক হোটেলে গণধর্ষণের ঘটনাটি ঘটে।

    থানায় মামলা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার মধ্যম ভাটেরখীল গ্রামের কাসেম মিস্ত্রির ছেলে নয়নের (২২) সাথে এক মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় মিরসরাই উপজেলার ওই তরুণীর।

    এরপর থেকে মোবাইল ফোনে নয়নের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। নয়ন গত শনিবার বিকাল ৪টার সময় মোবাইলে বিয়ে করার কথা বলে ওই তরুণীকে সন্ধ্যা ৬ টার মধ্যে সীতাকুণ্ডে আসতে বলে।

    তরুণী সীতাকুণ্ডে আসলে বিশ্রামের কথা বলে নয়ন তাকে পৌর সদরের জলসা আবাসিক হোটেলের ৪র্থ তলার ৪০১ নম্বর কক্ষে নিয়ে যায়। এসময় নয়ন তরুণীকে জোর করে নেশা জাতীয় ট্যাবলেট খাওয়ায়। এরপর তাকে পর পর তিনবার ধর্ষণ করে।

    রাত ১০ টার দিকে নয়ন খাবার আনার কথা বলে হোটেলের নিচে যায়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে আরো ৫ যুবক পর্যায়ক্রমে রুমে গিয়ে রাত দেড়টা পর্যন্ত তাকে ধর্ষণ করে। এরপর তারা বাহিরে চলে যায়।

    রাত দুইটার দিকে হোটেল ম্যানেজার তরুণীকে জানান, আরো তিনজন যুবক হোটেলে আসবে। এ কথা শুনার পর তরুণী আরেকটি রুমে গিয়ে লুকিয়ে থাকে। তিন যুবক তখন তরুণীকে না পেয়ে নিচে চলে যায়।

    মামলা সুত্রে আরো জানা যায়, রাত দুইটার পর ঐ তরুণী হোটেল থেকে বের হয়ে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দিলে গভীর রাত হওয়াতে বাড়ি যাওয়ার গাড়ি না পেয়ে সারারাত পৌরসদর বাসস্ট্যান্ডেই কাটায়। পরদিন সকালে বাড়ি ফিরে যায়।

    এরপর আজ সোমবার সকালে তরুণী সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম হোটেল জলসা ও পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

    আটকরা হলেন- উপজেলার ভাটেরখীল গ্রামের মো. নুর নবীর ছেলে মোহাম্মদ আলীম হোসেন (২২), গুলিয়াখালী খালিদ মেম্বারের বাড়ির মোহাম্মদ জামাল উল্লাহ মোহাম্মদ রিফাত (১৯), দক্ষিণ ভাটেরখীল গ্রামের আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমন ইসলাম (২০), একই এলাকার নেছার আহমেদের ছেলে রনি (২০), জসিম উদ্দিনের ছেলে বারেক (২২), আবুল কাসেম মিস্ত্রির ছেলে নয়ন (২২) এবং জলসা হোটেলের ম্যানেজার নুর উদ্দিন (৩৮)।

    এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, ধর্ষণের শিকার তরুণীর সাথে এক মাস আগে বিয়ের অনুষ্ঠানে নয়নের পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মোবাইল ফোনে ডেকে এনে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে নয়নসহ তার বন্ধুরা পালাক্রমে ধর্ষণ করে।

    ভুক্তভোগী তরুণীর অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সীতাকুণ্ড’র নিজের বিয়ের জমানো টাকায় ত্রাণ দিলেন ছাত্রলীগ নেতা টিটু

    সীতাকুণ্ড’র নিজের বিয়ের জমানো টাকায় ত্রাণ দিলেন ছাত্রলীগ নেতা টিটু

    ২৪ ঘণ্টা ডট নিউজ।কামরুল দুলু,সীতাকুণ্ড : কিছু দিন পরই নতুন জীবন শুরু করবেন, তাই বেশ কয়েক বছর ধরে কিছু টাকা জমা করছিলেন তিনি।

    রমজানের ঈদের পরই বিয়ের পিরিতে বসতে চাইছিলেন টিটু। কিন্তু বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে সব কিছু। ঈদের পরে বিয়ে করবেন সেই সিদ্ধান্ত থেকে সরে গেলেন তিনি।

    বিয়ের জন্য জমানো টাকা দিয়ে ত্রাণ কিনে তা বিতরণ করছেন কর্মহীন হয়ে পড়া গরীব-অসহায় মানুষদের মাঝে।

    সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ শেয়ারীপুল এলাকার আবদুর রহমানের পুত্র এবং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহিম টিটু টুকিটাকি ব্যবসা করে পরিবার নিয়ে জীবন যাপন করেন।

    নিজের বিয়ের জন্য অল্প অল্প করে টাকা সঞ্চয় করেছিলেন তিনি কিন্তু দেশের এই দূর্যোগপূর্ণ সময়ে সেই জমানো টাকা দিয়ে ত্রাণ কিনে তা এলাকার গরীব,অসহাদের মাঝে গোপনে দান করেছেন।

    এ ব্যাপারে টিটু বলেন, এই দুঃসময়ে সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসা উচিত,কারন প্রধানমন্ত্রীও বলেছেন, এসময়ে যে যার মতো সামর্থনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে।

    তাই এটা বিবেচনায় নিয়ে বাবার সাথে পরামর্শ করে আমার বিয়ের জন্য জমানো কিছু টাকায় ত্রাণ কিনে তা গোপনে গরীব ও মধ্যবিত্তদের ঘরে পৌছে দিয়েছি।

    জীবনে বেঁচে থাকলে বিয়ে করা যাবে আগে এ দুঃসময়ে মানুষের পাশে দাড়াঁনোটা ফরজ হয়ে দাঁড়িয়েছেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি