Tag: বিয়ের আগেই সন্তান প্রসব

  • ফটিকছড়িতে অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ের আগেই সন্তান প্রসব: সমঝোতার চেষ্টা!

    ফটিকছড়িতে অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ের আগেই সন্তান প্রসব: সমঝোতার চেষ্টা!

    ফটিকছড়িতে অষ্টম শ্রেণির এক ছাত্রী বিয়ের আগেই পুত্র সন্তান প্রসব করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও ফটিকছড়ি সিনিয়র মাদ্রসার অষ্টম শ্রেণীর ছাত্রী কুলসুম(ছদ্মনাম) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র মুহাম্মদ ইমরান কাদের(১৮)। ইমরান কাদের ওই ইউনিয়নের মোখলেসুর রহমান বাড়ীর প্রবাসী হারুনের পুত্র ।

    ইমরান বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হয়।
    একপর্যায়ে গত ৯ অক্টোবর মেয়েটি একটি পুত্র সন্তান প্রসব করে।

    তখন ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্য সৃষ্টি হয়। গত ২০ অক্টোবর এ বিষয়ে সামাজিকভাবে উভয়ে পক্ষের উপস্থিতিতে একটি বৈঠক হয়। বৈঠকে ছেলে-মেয়ে উভয়ে ঘটনার স্বীকারোক্তি দেন।

    এরপরেও ছেলের পক্ষ প্রভাবশালী হওয়ায় মেয়ের পক্ষকে টাকা দিয়ে ঘটনাটি সমঝোতার চেষ্টা চালাচ্ছে বলে মেয়েটির পরিবার দাবী করেছে।

    সরেজমিন গেলে মেয়েটির পরিবার জানায়, ছেলেপক্ষের কিছু প্রভাবশলী ব্যক্তি টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপার জন্য আমাদের চাপ সৃষ্টি করছে।

    মেয়েটির বড় ভাই বলেন,
    আমরা গরীব মানুষ হতে পারি, আমাদেরতো একটা মানসম্মান আছে। আমার বোনের এত বড় একটা সর্বনাশ করেছে। আমার বোনকে বৌ হিসেবে ঘরে তুলে নিতে হবে ছেলে পক্ষকে।

    এ বিষয়ে অভিযুক্ত ইমরান কাদেরের বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি। ঘরে তার মা থাকলেও তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

    স্থানীয় ইউপি সদস্য মুজিব মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি জঘন্য অপরাধ বলে আমি মনেকরি। দু’জনেই এখনো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

    সমঝোতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি পক্ষ টাকার বিনিময়ে সমঝোতার চেষ্ঠা করছে বলে আমিও শুনেছি।

    এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা খানম বলেন, ঘটনাটির ব্যাপারে আমি অবগত নই, তবে দুইজনেই যখন অপ্রাপ্তবয়স্ক আইনি জটিলতা আছে। এটা আদালতের মামলা করতে হবে। আদালত যা সিদ্ধান্ত দেয়।

    এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ঘটনাটির বিষয়ে কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি,অভিযোগ বা মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।