২৪ ঘণ্টা খেলাধুলা ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যুর পরেও ফুটবল প্রেমিদের জন্য সুখবর শোনালেন জার্মানি। দেড় লক্ষেরও বেশি আক্রান্ত হওয়ার পরেও দেশে ফুটবল ফেরাতে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিল হিটলারের দেশ।
শিথিলতা জারি হওয়ায় লকডাউনের ধাক্কা সামলে সেদেশের সরকার জানিয়েছিল খুব শীঘ্রই দেশে ফিরতে চলেছে ফুটবল। দেশের ফুটবল সংস্থাকে মে’র মাঝামাঝি প্রিমিয়র ডিভিশন লিগ শুরুর অনুমতি দেওয়া হয়। সেই অনুমতি মোতাবেক বুন্দেসলিগা পুনরায় চালুর নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করল জার্মান ফুটবল লিগ।
আগামী ১৫ মে শুক্রবার থেকে ফের শুরু হতে যাচ্ছে জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগা। খেলা শুরু করার জন্য দেশটির শীর্ষ লিগ বুন্দেসলিগা ও দ্বিতীয় লিগ বুন্দেসলিগা ২ এর ৩৬ ক্লাবকে নির্দেশনা দিয়েছে দ্য জার্মান ফুটবল লিগ (ডিএফএল)। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত সপ্তাহ থেকে খেলোয়াড়রাও অনুশীলন করছেন নিয়মিত। অপেক্ষা ছিল সরকারী সিদ্ধান্তের। অবশেষে তাও মিলেছে।
রয়টার্স জানিয়েছে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল টেলিকনফারেন্সে রাজ্য নেতাদের সঙ্গে আলোচনার পর ১৫ মে থেকে লিগ শুরুর অনুমতি দিয়েছেন। তবে খেলা হতে হবে বন্ধ দরজায় দর্শকশূন্য মাঠে। আর সব ম্যাচ এবং লিগ শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়-স্টাফের করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক।
কিন্তু এরমধ্যেই দুই বিভাগের ৩৬ ক্লাবের ১ হাজার ৭২৪ জনের পরীক্ষার পর ১০ জনের কভিড-১৯ পজিটিভ ফলাফল এসেছে। তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
দুই প্রতিবেশী দেশ নেদারল্যান্ড এবং ফ্রান্স যখন ঝুঁকি এড়িয়ে মাঝপথেই লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, তখন ১৫মে থেকে ফের শুরু হচ্ছে বুন্দেসলিগা। তবে ম্যাচগুলি অবশ্যই ক্লোজ-ডোর অনুষ্ঠিত হবে।
বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড সহ বুন্দেসলিগার অন্যান্য ক্লাবগুলি দলের ফুটবলারদের কার্যত নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা এবং পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। তাই ফুটবলারদের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই বলেই জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
এদিকে কোভিড ধাক্কা জার্মানি যেভাবে সামলেছে, তুরস্কও তাদের সমকক্ষ। তাইতো জার্মানদের সিদ্ধান্ত থেকে অনুপ্রেরণা পাচ্ছে দেশটি। নিজেদের ফুটবল লিগের স্থগিতাদেশ তুলে নিতে পারে যেকোনো দিন। শুধু তাই নয়, ইউরোপিয়ান ফুটবল পিপাসুদের অন্যতম আগ্রহের আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের ব্যাপারেও ইতিবাচক তুরস্ক।
২৪ ঘণ্টা/আর এস পি