Tag: বুলগেরিয়া

  • বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

    বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

    বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাক থেকে অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে এক শিশুর মরদেহও আছে। এছাড়া, এ ঘটনায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বুলগেরিয়ার সরকারের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    পরিত্যক্ত গাড়িটি প্রায় ৪০ জন অভিবাসীকে অবৈধভাবে পরিবহন করছিল বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধারকৃত জীবিতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

    বিবিসি বলছে, পরিত্যক্ত ওই ট্রাকের লোকেরা ঠাণ্ডা, ভেজা অবস্থায় ছিল এবং তারা কয়েকদিন ধরে কিছুই খায়নি বলে জানিয়েছেন বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী। এটিকে বুলগেরিয়ায় অভিবাসীদের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে মারাত্মক ঘটনা বলে মনে করা হচ্ছে।

    তুরস্ক থেকে বিপুলসংখ্যক লোক ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করে থাকেন। এ কাজে তারা রুট হিসেবে বুলগেরিয়াকে ব্যবহার করে থাকে। আর তাই বুলগেরিয়া দীর্ঘদিন ধরে তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টাকারী বিপুলসংখ্যক লোককে ঠেকাতে কার্যত লড়াই করছে।

    বিবিসি বলছে, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল (২০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত লোকরস্কো গ্রামের কাছে পরিত্যক্ত ওই ট্রাকটি খুঁজে পাওয়া যায়। এই ট্রাকটি কাঠের নিচে লুকিয়ে থাকা অভিবাসীদের অবৈধভাবে পরিবহন করছিল বলে বলকান এই রাষ্ট্রটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

    বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আসান মেদঝিদিভ ট্রাকের ভেতরের অবস্থা বর্ণনা করে বলেছেন: ‘এই ট্রাকে তালাবদ্ধ অবস্থায় থাকা ব্যক্তিরা অক্সিজেনের সংকটে ছিল। ঠান্ডায় তারা জমে ছিল, ভেজা অবস্থায় ছিল, তারা বেশ কয়েক দিন ধরে খায়নি।’

    ট্রাকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায় ১৪ জনকে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর এবং পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া আরো ১০ জনকে আশপাশে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া গেছে এবং পরীক্ষার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন আসান মেদঝিদিভ।

    পুলিশ মানব পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

     

  • মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

    মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

    মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাইরে বের হলেই মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিজ্ঞানীরা। এদিকে সেই পরামর্শ অমান্য করে মাস্ক না পরে গির্জা পরিদর্শনে যাওয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ কে জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

    আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে না চলায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে ১৭৪ ডলার জরিমানা করা হয়েছে।

    সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ নাগরিকদের ঘরোয়া আয়োজনসহ সব ধরনের পাবলিক প্লেসে মাস্ক পরার নির্দেশ দেন।
    পরের দিনই গির্জা পরিদর্শনের সময় এই বিধিনিষেধ ভঙ্গ করেন প্রধানমন্ত্রী নিজেই।

    সেসময় বোরিসোভসহ অন্যান্যরা মাস্ক না পরায় তাদেরকে জরিমানা করা হয়।

    এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী কিরিল বলেন, ‘রিলা মোনাসটারি গির্জায় যারা মাস্ক ছাড়া গিয়েছেন তাদের সবাইকে জরিমানা করা হবে।

    বোরিসোভ ছাড়াও সাংবাদিক, ফটোগ্রাফার যারাই মাস্ক ছাড়া গির্জায় গেছেন প্রত্যেককে জরিমানা করা হবে। কঠোর লকডাউন ও মাস্ক বাধ্যতামূলকসহ অন্যান্য বিধিনিষেধের কারণে বুলগেরিয়ায় করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এই মাসে নিষেধাজ্ঞা শিথিল করা শুরু করে দেশটি। তবে গত সপ্তাহে নতুন করে ৬০৬ জন আক্রান্ত হওয়ার পর বিধিনিষেধ আরোপ করা হয়। এতে আবারও ট্রেন, বাসসহ সব ধরনের পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে দেশটির স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত বুলগেরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৪ জন। এর মধ্যে মারা গেছেন ২০৮ জন।

    ২৪ ঘণ্টা/এম আর