Tag: বুসান চলচ্চিত্র উৎসব

  • বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘বলী, দ্য রেসলার’

    বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘বলী, দ্য রেসলার’

    দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত ২৮তম ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘বলী, দ্য রেসলার’। সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী।

    শুক্রবার (১৩ অক্টোব) বাংলাদেশ সময় সকালে উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। বুসান উ’সবের অফিশয়িাল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারে তালিকা প্রকাশ করা হয়েছে।

    ‘বলী’ ছাড়া এ বিভাগে পুরস্কার জিতেছে জাপানের ‌’মোরি তাতসুয়া’। দুই সিনেমাই পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার পেয়েছে।

    ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী (দ্য রেসলার)’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানের এই ছবির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।