নিজস্ব প্রতিবেদক : “আজ আমরা বাংলাদেশী স্বাধীন নাগরিক হিসেবে নিজেকে দাবী করতে পারি। এই দেশের স্বাধীনতায় যার অবদান কখনোই ভুলবো না আমরা। বাঙ্গালী জাতীর সেই মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচনের মধ্যে দিয়ে এ উপজেলার মানুষের সামনে আরো স্পষ্ট ভাবে তুলে ধরতে এটি সহায়ক ভুমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর সাহসীকতা এ দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। শিক্ষা, সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে এবং হচ্ছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হবে।” রবিবার দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে “চেতনায় বঙ্গবন্ধু” ম্যুরাল উদ্বোধন ও সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডঃ আব্দুল মতিন খসরু এমপি।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান এর সভাপতিত্বে রবিবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে নির্মিত দৃষ্টিনন্দন “চেতনায় বঙ্গবন্ধু” মূরাল চত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, উপজেলা আওয়ামিলীগের সভাপতি এডঃ আবুল হাসেম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, মূরালের ডিজাইনার উত্তম গুহ, বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ, মোঃ লালন হায়দার চেয়ারম্যান, সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, ব্রাহ্মণপাড়া সহকারি কমিশনার ভূমি মোঃ জাফর সাদিক চৌধুরী, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, উপজেলা শিক্ষা অফিসার রৌশনআরা বেগম, প্রকৌশলী প্রণব কুমার বড়ুয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, সমাজসেবা শহিদুর রহমান খান, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহঃ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডঃ মাহাবুবুর রহমান খান, সহ সভাপতি ইন্জিনিয়ার আল আমিন, মোঃ মাহাবুব হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন (সাবেক চেয়ারম্যান), উপজেলা আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ওলিউল্লাহ অলি, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব শাহ আলম, সিরাজুল ইসলাম, লালন হয়দার, আব্দুর রহমান রব, মোঃ আব্দুল করিম, গোলাম মোস্তফা, মোঃ শাহ কামাল, ফজলুল হক মুন্সী, এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ নেতা শাহ পরান আজাদ, মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিকলীগ সভাপতি ওবায়দুল হক লিটন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ এবং জাতির বীর সন্তান ৭১’এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বুড়িচং উপজেলার সকল মুক্তিযুদ্ধাগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।