Tag: বৃদ্ধার মৃত্যু

  • লামায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

    লামায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

    বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে খতিজা বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সোহরাবপাড়ার মৃত ফজর আলীর স্ত্রী। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

    শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন- উপজেলার মগবাজার এলাকার দোকানদার আমির আলী (৫০) ও জামালপাড়ার মোজাম্মেল হক বয়াতি (৬৫)। তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শী মো. জাকারিয়া ও মো. বাবলু বলেন, সকালে গৃহস্থালি কাজে বাড়ির পাশের পাহাড়ি ঝিরিতে গেলে সেখানে হাতির দলের সামনে পড়েন খতিজা বিবি। এ সময় তাকে আছাড় দিলে তার মৃত্যু হয়। এরপর মগ বাজার আমির আলীর দোকান ও জামাল পাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে ভাংচুর করে হাতির দল। এতে দু’জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

    আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

    ২৪ঘণ্টা/এসএ

  • সীতাকুণ্ডের শীতলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সীতাকুণ্ডের শীতলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে কবিতা বৈদ্য (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সোনাইছড়ি শীতলপুর রেললাইনে এই দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মহিলা একি এলাকার দৌলন বৈদ্যর স্ত্রী।

    জানা যায়,উপজেলার সোনাইছড়ি শীতলপুর এলাকার বৃদ্ধা মহিলা মঙ্গলবার সকালের দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হতে গেলে ঢাকামুখি (আপ লাইন) একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে রেলওয়ে পুলিশ স্হানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।

    এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলওয়ে পুলিশের এ.এস.আই মোঃ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সকালের দিকে আপ লাইনের একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে শরীল খন্ড-দ্বিখন্ডিত হয়ে পড়ে এক বৃদ্ধা মহিলার।

    আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরনের চেষ্টা করলে স্হানীয় গণ্যমান্য ব্যক্তির অনুরোধে উদ্ধতন স্যারদের সাথে আলাপ করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু

  • মিরসরাইয়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

    মিরসরাইয়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

    মিরসরাই প্রতিনিধি:মিরসরাইয়ে বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত মহিলার নাম মোমেনা খাতুন (৭০)। তিনি উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখেরতালুক গ্রামের শফিউল আলমের স্ত্রী।

    বুধবার (২৭ মে) দুপুর দেড়টায় এই ঘটনা ঘটে।

    স্থানীয় মো. নজরুল ইসলাম জানান, বুধবার দুপুরে গোসল করতে গেলে পুকুরঘাটে বজ্রপাতে গুরুত্বর আহত হন তিনি। উদ্ধার করে দ্রুত মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বজ্রপাতে ওই মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আশরাফ

  • চট্টগ্রামের ষোলশহর স্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    চট্টগ্রামের ষোলশহর স্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনের ৯ নং প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে তাহেরা বেগম নামে ষাটোদ্ধ বয়সের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    শনিবার সকাল সাড়ে ১০টার সময় চলন্ত একটি ট্রেনে উঠতে গিয়ে ছিটকে ট্রেনের নিচে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত বৃদ্ধা তাহেরা বোয়ালখালীর ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা খাজা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

    ট্রেনের নিচে কাটা পড়ে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক শওকত হোসেন সজল।

    তিনি বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসা একটি ট্রেন ষোলশহর রেলস্টেশনের ৯নং প্লাটফর্মে পৌছালে তাহেরা বেগম নামে এক বৃদ্ধ চলন্ত ট্রেনটিতে উঠার চেষ্টা করে। ট্রেনে উঠতে না পেরে ছিটকে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

  • সাতকানিয়ায় আগুনে পুড়ল ঘর, ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় আগুনে পুড়ল ঘর, ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল কাঁচা একটি বসতঘর। এ ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ফলাইয়াবাদ গ্রামের মো. ইউনূসের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারা ওই বাড়ির ফজল আহমেদের স্ত্রী।

    ফায়ার সার্ভিসের নগরীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে উপজেলার ফলাইয়াবাদ গ্রামের মো. ইউনূসের বাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    আগুনে কাঁচা বসতঘরটি পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয় এবং আগুনে পুড়ে যাওয়া ঘরের ভেতর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

    সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষতিগ্রস্থ পরিবারের বরাতে বলেন, বৃদ্ধা আনোয়ারা বেগম প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। তাছাড়া অগ্নিকাণ্ডের সময় বৃদ্ধা ঘুমে ছিলেন। যার কারণে আগুন লাগার পর সবাই ঘর থেকে বের হতে পারলেও তিনি দ্রুত বের হতে পারেননি। কাঁচা বসতঘরটিতেই আগুনে পুড়ে তার মৃত্যু হয়।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মাহবুব আলম।