Tag: বৃদ্ধের

  • চট্টগ্রামে বৃদ্ধের আত্মহত্যা

    চট্টগ্রামে বৃদ্ধের আত্মহত্যা

    নিজস্ব প্রতিনিধি : স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে আত্মহত্যা করেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে নগরীর ডবলমুরিং থানা এলাকার দক্ষিণ ডেবারপার দুবাই কলোনী থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

    নিহত বৃদ্ধের নাম তোফাজ্জল সিকদার নামে (৬৫)। অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ডবলমুরিং থানার এসআই নুরুল ইসলাম।

    নিহত বৃদ্ধের পরিবারের বরাতে তিনি বলেন, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন, কিন্তু ব্যয়বহুল এ চিকিৎসা করানোর মত অর্থ তার বা তার পরিবারের ছিলো না।

    মানসিক দুশ্চিন্তা থেকে হতাশাগ্রস্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এর আগেও বৃদ্ধ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তিনি জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আনোয়ারায় বৃদ্ধকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মারল বন্যহাতি

    আনোয়ারায় বৃদ্ধকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মারল বন্যহাতি

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় বন্যহাতির আক্রমনের শিকার হলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

    নিহত বৃদ্ধের নাম মো. সোলাইমান সর্দার (৭৫)। তিনি উপজেলার বটতলী গ্রামের নুরপাড়ার মৃত এরশাদ আলীর ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ জানান, সোলায়মান সর্দার মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন।

    রুস্তমহাট এলাকার একটি দোকানের সামনে গিয়ে বন্যহাতির আক্রমনের শিকার হন সোলায়মান। ভয়ে পালানোর চেষ্টা করলেও হাতির শুঁড় দিয়ে তাকে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    এর আগে গত বছরের শেষের দিকে ১৪ই ডিসেম্বর আনোয়ারার বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্থ ২০ পরিবারকে বন বিভাগের মাধ্যমে আর্থিক অনুদান দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

    জানা যায় গত ৩ বৎসরে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমনে ৮ জনের মৃত্যু ও শতাধিক লোক আহত এবং কৃষিক্ষেত ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

  • মিরসরাইতে গাছ থেকে পড়ে নিহত বৃদ্ধ

    মিরসরাইতে গাছ থেকে পড়ে নিহত বৃদ্ধ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গাছ থেকে পড়ে মারা গেছেন মো. নুরুল আলম নামের এক বৃদ্ধ। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ২টার সময় উপজেলার গাছবাড়িয়া গ্রামের মিজান কোম্পানির বাড়িতে দূর্ঘটনাটি ঘটে।

    নিহত নুরুল আলম মিরসরাই উপজেলার গাছবাড়িয়া মিজান কোম্পানির বাড়ির নুরুল হকের ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, মিরসরাই উপজেলার গাছবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ৭০ বছর বয়সী বৃদ্ধ নুরুল আলম।

    গুরুতর আহত অবস্থায় বাড়ির অন্যান্য স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।