নিজস্ব প্রতিনিধি : স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে আত্মহত্যা করেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে নগরীর ডবলমুরিং থানা এলাকার দক্ষিণ ডেবারপার দুবাই কলোনী থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত বৃদ্ধের নাম তোফাজ্জল সিকদার নামে (৬৫)। অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ডবলমুরিং থানার এসআই নুরুল ইসলাম।
নিহত বৃদ্ধের পরিবারের বরাতে তিনি বলেন, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন, কিন্তু ব্যয়বহুল এ চিকিৎসা করানোর মত অর্থ তার বা তার পরিবারের ছিলো না।
মানসিক দুশ্চিন্তা থেকে হতাশাগ্রস্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এর আগেও বৃদ্ধ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তিনি জানিয়েছেন।
২৪ ঘণ্টা/রাজীব