Tag: বৃদ্ধের মৃত্যু

  • রাউজানে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

    রাউজানে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

    চট্টগ্রামের রাউজানে সড়ক দূর্ঘটনায় নুরুল ইসলাম প্রকাশ বুরুম সওদাগর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার রাতে নোয়াপাড়া পথেরহাটস্থ খায়েজ আহমেদ শপিং সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত বুরুম সওদাগর রাউজান নোয়াপাড়া ১৩ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাবুল মিয়া মেম্বার বাড়ীর মৃত আব্দুল বারীর পুত্র। সে তিন মেয়ে ও এক ছেলের জনক। নিহত নুরুল ইসলাম নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম মুরাদের চাচা।

    স্থানীয় ব্যবসায়ীরা জানান, ২২ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় নোয়াপাড়া পথেরহাটস্থ খায়েজ আহমেদ শপিং সেন্টারের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পার হতে গেলে কাপ্তাই অভিমুখী লরি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    চুয়েট পুলিশ ফাঁড়ি পালিয়ে যাওয়ার সময় গাড়ীটি আটক করেছে বলে জানা যায়। ২৪ ঘন্টা ডট নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নোয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার।

  • সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

    সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

    চট্টগ্রামের সাতকাতিয়াতে সড়ক দুর্ঘটনায় আশি বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কেরানিহাট বাইতুল ইজ্জত এলাকায় একটি দ্রুতগতির মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত বৃদ্ধের নাম রহিম বক্স। তিনি বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা মৃত মনসুর আলীর ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন দুপুরে সাতকানিয়া কেরানিহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।