Tag: বেতন

  • বেতন-বোনাসের দাবীতে সীতাকুণ্ডের হাফিজ জুট মিল শ্রমিকদের মহাসড়কে মানববন্ধন

    বেতন-বোনাসের দাবীতে সীতাকুণ্ডের হাফিজ জুট মিল শ্রমিকদের মহাসড়কে মানববন্ধন

    কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি : বকেয়া বেতন, ঈদ বোনাসসহ ১০ দফা দাবীতে সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ রাষ্ট্রায়ত্ব পাটকল হাফিজ জুট মিল শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন।

    আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টা থেকে এক ঘন্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন শেষে বিশাল একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

    মানববন্ধনকে ঘিরে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাফিজ জুট মিলস এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সীতাকুণ্ড মডেল থানা ও ইন্ড্রাস্টিরিয়াল পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হয়।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেল এএসপি শম্পা রানী সাহা, মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লাসহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    এসময় বক্তরা বলেন, সরকার সারাদেশের ২৫ টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তার আগে স্রমিকদের সকল পাওনা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত দেওয়ার কোন খবর নেই। অন্যদিকে আর কয়েকদিন পর ঈদুল আযহা অথচ বেতন, বোনাসোর কোন খবর নেই। একদিকে করোনা ভাইরাস অন্যদিকে হঠাৎ করে মিলের উৎপাদন বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন ধারণ করছে।

    এ অবস্থায় বিজেএমসি’র এমন আচরণে জুট মিলের কর্মরত অস্থায়ী, দৈনিক, বদলী শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও উত্তেজনা বিরাজ করছে।

    দাবীগুলোর মধ্যে রয়েছে ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বদলী, অস্থায়ী, দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের সাধারণ ছুটির মজুরী প্রদান। মজুরী কমিশন ২০১৫ অনুযায়ী বদলী, অস্থায়ী,দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের গ্রেড ভিক্তিক মূল মুজরী অনুযায়ী বোনাস প্রদান করা। সকল বয়েয়া সপ্তাহের মজুরী ঈদের বন্ধের আগে প্রদান করা।স্থায়ী শ্রমিকদের ন্যায় বদলী, অস্থায়ী, দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের বৈশাখী ভাতা প্রদান এবং মজুরী কমিশন ২০১৫ চালু হওয়ার পূর্বের প্রাপ্য বকেয়া মজুরী এরিয়ার প্রদান করা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পাটকল জাতীয় শ্রমিক লীগ নেতা ও হাফিসজুট সিবিএ সাধারণ সম্পাদক মাহবুবুল আলমসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।

    বক্তারা ঈদের আগে ঈদ বোনাস, বকেয়া বেতনসহ সকল পাওনা বুঝিয়ে দেওয়ার দাবী জানান। অন্যতায় কঠোর আন্দোলনের ঘোষণার দেওয়া হবে বলে জানান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বেতন বন্ধ দুই মাস, গোল্ডেন সান লিমিটেড কারখানা শ্রমিকদের বিক্ষোভ

    বেতন বন্ধ দুই মাস, গোল্ডেন সান লিমিটেড কারখানা শ্রমিকদের বিক্ষোভ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বেতন ভাতা সব বন্ধ, ঘরে খাবার নাই। সংসার চালামু কী দিয়ে? বাসার ভাড়া দিতে পারতেছি না। এমন অসংখ্য অভিযোগ নিয়ে বিক্ষোভ করছে বেশ কিছু শ্রমিক।

    আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার গোল্ডেন সান লিমিটেড কারখানার সামনে চলে এ শ্রমিক আন্দোলন। করোনা পরিস্থিতি উপেক্ষা করে পেট বাচাঁতে ঈদের আগে বেতন ভাতার পরিশোধের দাবীতে তারা আন্দোলন করছে কারখানাটির সামনে।

    তাদের সাথে কথা বলে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ গত দুই মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ রেখেছে। মাঝখানে তাদেরকে এক মাসের বেতন প্রদানের আশ্বাস দিলেও তার কোন প্রতিফলন ঘটেনি। ফলে বাধ্য হয়ে তারা আজ সবাই জড়ো হয়ে আন্দোলনে নামে।

    কয়েকজন শ্রমিক দুঃখ করে বলেন, করোনার প্রভাবে আমাদের উপার্জন নেই। সামনে ঈদ, আমাদের পরিবার আছে, সন্তান আছে। এই সময়ে এসে কাজ করার পরও যদি বেতন না পাই, খুব মনে কষ্ট লাগে।

    তাই ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। ঈদের আগে কষ্টার্জিত পরিশ্রমের মজুরি হিসেবে দুই মাসের বেতন পরিশোধের দাবী তারা জানিয়েছে কর্তৃপক্ষের কাছে।

    ঈদ বোনাসের বিষয়টা উদ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কারখানার ম্যানেজার ওমর হায়দার বলেন, বেতন ভাতা নিয়ে শ্রমিকদের সাথে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। তবে তাদের সাথে সমঝোতা হয়েছে।

    আগামী ১৭ মে প্রত্যেক শ্রমিকের অনলাইন মাধ্যম রকেট অ্যকাউন্টে পৌছে দেওয়া হবে গত মার্চ মাসের বেতন। তাছাড়া এপ্রিল মাসের বেতনও চলতি মাসের ২০ থেকে ২১ মে’র মধ্যে একইভাবে পরিশোধ করা হবে।

    ২৪ ঘণ্টা/আর এস পি