ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধানের দায়িত্বে বসার মাত্র ২ দিনের মাথায়ই ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিসহ বেশ কজন সিনিয়র ক্রিকেটারের সাথে বৈঠকে বসেন গাঙ্গুলি। এ সময় প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানো প্রসঙ্গে কথা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রথম শ্রেণির ম্যাচ চলাকালে প্রতিদিন ৫০ হাজার রুপি করে পাবেন ভারতের ক্রিকেটাররা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকা।
এতদিন প্রথম শ্রেণির ম্যাচ চলাকালে প্রতিদিন ৩৫ হাজার রুপি করে ভাতা পেতেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা। ক্রিকেটারদের চাহিদের প্রেক্ষিতে সেই ফি বাড়ানোর কথা ভাবা হচ্ছিল অনেকদিন ধরেই। তবে সৌরভ ক্রিকেটারদের ইচ্ছা পূরণে বিলম্ব করেননি। বোর্ড প্রধানের দায়িত্ব পেয়ে প্রথম সিদ্ধান্তই নিলেন খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারে।
এখন একেকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে একজন ভারতীয় ক্রিকেটার ২ লাখ রুপি বা প্রায় সোয়া দুই লাখ টাকা পারিশ্রমিক পাবেন।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) একটি ম্যাচের জন্য প্রথম স্তরে ৩৫ হাজার টাকা এবং দ্বিতীয় স্তরে ২৫ হাজার টাকা করে পান। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) টাকার অঙ্কটা এনসিএলের প্রথম স্তরের ফি’র চেয়ে সামান্য বেশি।