Tag: বেতুয়াবাজার

  • চকরিয়ায় বেতুয়াবাজার ব্রীজে ফুটো, ঝুঁকিপূর্ণ যানচলাচল

    চকরিয়ায় বেতুয়াবাজার ব্রীজে ফুটো, ঝুঁকিপূর্ণ যানচলাচল

    কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা-বেতুয়াবাজার-বাগগুজারা সড়কের বেতুয়াবাজার ব্রীজের নিচে মাটি সরে যাওয়ার বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে এই গর্ত দৃশমান হলেও সড়ক ও জনপথ বিভাগের কোন ধরনের পদক্ষেপ না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী।

    গতকাল শনিবার বিকালে সরেজমিন দেখা যায় গত বর্ষার বন্যায় ওই সড়কের বেতুয়াবাজার ব্রীজের পশ্চিম পাশে ব্রীজের কানেকটিং সড়কের নিচ থেকে মাটি সরে যায়। এ সময় চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু বর্ষা চলে গেলেও সড়কের সংস্কার কাজ না করায় ব্রীজের উপরিভাগ থেকে মাটি সরে গিয়ে ফুটো হয়ে যায়।

    জানা যায়, চিরিঙ্গা-বেতুয়াবাজার-বাগগুজারা সড়কে প্রতিদিন বিভিন্ন যানবাহনে করে অন্তত ৫ হাজার লোকের চলাচল রয়েছে। ব্রীজের কানেকটিং সড়কে গর্তে সৃষ্টি হওয়ায় সড়ক দিয়ে যাতায়তকারী যানবাহন ও লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

    ওই সড়কে চলাচলকারী সরোয়ার আলম নামের এক ব্যক্তি বলেন, গত বর্ষাকালে মাতামুহুরী নদীর উপর নির্মিত বেতুয়াবাজার ব্রীজের কানেকটিং সড়কের নিচ থেকে মাটি সরে যায়।

    এসময় এমপি জাফর আলম ঘটনাস্থল পরিদর্শন করলেও যথাসময়ে সংস্কার কাজ না করায় নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহনে চলাচলকারী লোকজনের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।

    সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া উপবিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রাফিজ বিন মনজুর বলেন, বেতুয়াবাজার ব্রীজের কানেকটিং সড়কে মাটি সরে গিয়ে ফুটো হওয়ার বিষয়ে আমরা অবগত আছি। দুই একদিনের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।