Tag: বেলজিয়াম

  • বেলজিয়ামের পথে প্রধানমন্ত্রী

    বেলজিয়ামের পথে প্রধানমন্ত্রী

    বেলজিয়াম সফরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টার সময় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) রওনা হন তিনি।

    ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম সফরে যাচ্ছেন তিনি। আগামী ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    মঙ্গলবার বেলা ১১টার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলজিয়ামের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ছবি: ফোকাস বাংলা
    বেলজিয়াম সফরকালে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেওয়ার ফাঁকে বিভিন্ন ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ২৫ অক্টোবর সকালে ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫ কোটি ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে। ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশনের মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরো অনুদান চুক্তিও স্বাক্ষরিত হবে।

    প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। একই দিন বিকালে শেখ হাসিনা বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন। টিভি চ্যানেল ইউরোনিউজ এবং পলিটিকো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেবে। আগামী ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

     

  • ২৪ অক্টোবর ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ২৪ অক্টোবর ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস সফরে যাবেন।

    বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং‌য়ে এ তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

    পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর ব্রাসেলস সফর করবেন। সেখানে তিনি ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন।

    তি‌নি ব‌লেন, ওই বৈঠকে বিশ্বের অনেক নেতা যোগ দেবেন। আমরা এই বৈঠকের সুযোগ কাজে লাগাতে চাই। সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইইউ এর ঋণদাতা সংস্থা–ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) সঙ্গে ৩৯৫ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অনুদান হিসেবে ৪৫ মিলিয়ন ইউরো এবং বাকি ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দেবে ইআইবি।

    ব্রা‌সেলস সফ‌রে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের স‌ঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠ‌কের বিষ‌য়ে জান‌তে চাইলে মো‌মেন ব‌লেন, বৈঠক হবে কিনা তা আমার জানা নেই।

    সফর শেষে আগামী ২৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

  • ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি

    ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি

    তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে।

    সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে আসলেন তিনি।

    মাথিল্ডে বেলজিয়ামের প্রথম রানি যিনি ঢাকা সফরে আসলেন।

    তিন দিনের এই সফরে রানি মাথিল্ডে বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে।

    বাংলাদেশ সফরে রানি মাথিল্ডে একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন।

    তিনি ওই কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানবেন। এছাড়া নারায়ণগঞ্জে জাতিসংঘের সহযোগী সংস্থা ‘ইউনিসেফ’ পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন তিনি।

    সফরসূচি অনুযায়ী, চট্টগ্রামের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন রানি মাথিল্ডে, সেখানে তিনি নারী রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করবেন। এছাড়া তিনি খুলনায় যাবেন।

    সেখানে ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে এর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন তিনি। মাথিল্ডে তাদের কাছে জানতে চাইবেন কীভাবে ওই প্রকল্প থেকে তারা সুবিধা পাচ্ছেন।

  • বেলজিয়ামের বিদায়, দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়া

    বেলজিয়ামের বিদায়, দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়া

    বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের এটিই ছিল শেষ বিশ্বকাপ। ডি ব্রুইনা, লুকাকু, হ্যাজার্ডদের মত একঝাঁক তারকায় ঠাসা বেলজিয়াম দল ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হয়ে এ বিশ্বকাপে ভালো করার আশা নিয়ে এসেছিল। কিন্তু কাতার বিশ্বকাপে মাত্র এক ম্যাচে জয় আর বাকি দুটিতে হেরে চোখের জলে বিদায় নিতে হলো তাদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বহুবার সুযোগ সৃষ্টি করেও গোলের দেখায় পায়নি বেলজিয়াম। ক্রোয়েটদের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হন লুকাকু, ডি ব্রুইনরা। ফলে গোলশূন্য ড্রতে খেলা শেষ হলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বেলজিয়ামের।

    ১০ বারের মোকাবিলায় বেলজিয়ামের বিপক্ষে মাত্র দুবার পরাজিত হয় ক্রোয়েশিয়া। এমন দাপুটে পরিসংখ্যান নিয়ে বেলজিয়ামের বিপক্ষে শুরু থেকে খেলতে থাকে গতবারের রানার্সআপ দলটি। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় বেলজিয়াম। কিন্তু কারাসকোর শট রুখে দেন ক্রোয়েট গোলরক্ষক। ১৩ মিনিটে বেলজিয়ামের হয়ে ম্যাচের সহজ সুযোগ মিস করেন মার্টেনস। ডি ব্রুইনের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও বল গোলবারের উপর দিয়ে মারেন তিনি।

    এর ঠিক ৩ মিনিট পরেই ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে বেলজিয়ান ডি বক্সের ভেতর। ক্রোয়েশিয়ার ফ্রি কিক থেকে বল ডি বক্সের ভেতর ঢুকলেও সেখানে ক্রামারিচকে ফাউল করে বসেন কারাসকো। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু ভিএআর এর মাধ্যমে দেখা যায় পেনাল্টির আগেই অফসাইডে ছিলেন লভরেন। যে কারণে পেনাল্টি বাতিল করে দেন রেফারি।

    ৩৩ মিনিটে আবারো গোলের সুযোগ পায় ক্রোয়েশিয়া। এবার লিভায়ার শট গোলবারের দিয়ে চলে যায়। ম্যাচ শেষের ১ মিনিট আগে সসার শট আবারো চলে যায় গোলবারের বাইরে দিয়ে ফলে গোলশূন্য ড্র অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই রোমেলু লুকাকুকে মাঠে নামায় রেড ডেভিলরা। ৫১ মিনিটে গোলের সুযোগ পায় ডি ব্রুইন। তার বুলেট গতির শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৫৪ মিনিটে এবার ক্রোয়েশিয়ার আক্রমণ থেকে ব্রজোভিচের শট রুখে দেন কুর্তোয়া। ৬০ মিনিটে প্রায় গোলের দেখায় পেয়ে গিয়েছিল বেলজিয়াম কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোলবার। লুকাকুর ডান পায়ের শট গোলরক্ষকে পরাস্ত করলেও গোলবারে লেগে বাইরে চলে যায়।

    ৬৪ মিনিটে আবারো গোলের সুযোগ পায় লুকাকু। এবার তার হেড চলে যায় গোলবারের সামান্য উপর দিয়ে। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে আবারো গোলের সুযোগ হাতছাড়া করেন লুকাকু। এবারও তার শট দেখা পায়নি গোলের। ৯০ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন ইন্টার মিলানে ধারে খেলতে যাওয়া লুকাকু। থোরান হ্যাজার্ডের বাড়ানো বলে ফাঁকা জায়গায় বল পেয়েও তা গোল মুখে ঢুকাতে পারেননি তিনি। মূলত লুকাকুর এতগুলো গোল মিসেই কপাল পুড়ে বেলজিয়ামের। খালি হাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বেলজিয়ামকে। অন্যদিকে ড্র করে গ্রুপের রানার্সআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে ওঠে ক্রোয়েশিয়া।

  • মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

    মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

    বিশ্বকাপে মরক্কোর কাছে ২-০ গোলে বেলজিয়াম হেরে যাওয়ার পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধেছে। ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মরক্কোর কাছে হারের পর ক্ষুব্ধ লোকজন ব্রাসেলসে গাড়ি জ্বালিয়ে দেন। ইট ছুড়ে গাড়ি ভাঙচুর করেন।

    পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেছেন, লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এ সময় একজন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় কিছু এলাকায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

    দাঙ্গার পর সিটি সেন্টার থেকে লোকজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে।

    ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্লোজ আরও বলেন, ‘পুলিশ ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছে। আমি ভক্তদের শহরের কেন্দ্রে না আসতে বলছি। পুলিশ সর্বজনীন শৃঙ্খলা রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।’

    ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দাঙ্গার ঘটনায় কতজনকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর মেট্রো স্টেশন ও বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

    এদিকে নেদারল্যান্ডস, আমস্টারডাম ও হেগ শহরেও ফুটবল ঘিরে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

  • বেলজিয়ামকে ধসিয়ে দিল মরক্কো

    বেলজিয়ামকে ধসিয়ে দিল মরক্কো

    বিশ্বকাপের ফেবারিটের তালিকায় যেন ‘শনির দৃষ্টি’ লেগেছে। আর্জেন্টিনা, জার্মানি অপ্রত্যাশিত হারের স্বাদ পেয়েছে। ডেনিসরা এখনও স্বরূপে ফেরেনি। কানাডার বিপক্ষে জিতলেও ফেবারিট তকমা নিয়ে কাতারে পা দেওয়া বেলজিয়াম সেরা দল ছিল না। এবার মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হারল বেলজিয়াম।

    আল থুমামা স্টেডিয়ামে রোববার ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। মরক্কো অবশ্য প্রথমার্ধে গোল করে উদযাপন শুরু করেছিল। কিন্তু নেদারল্যান্ডসকে না করে মরক্কোয় খেলার সিদ্ধান্ত নেওয়া হাকিম জায়েখের ফ্রি কিক থেকে করা গোল অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায়। তার নেওয়া শটে থিবো কর্তোয়া বোকা বনলেও অফসাইড থেকে হেডে গোল করার চেষ্টা করায় গোলটি বাতিল হয়।

    কাউন্টার অ্যাটাকে খেলা মরক্কো দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে প্রথম গোলের দেখা পায়। গোলের লক্ষ্যে দ্বিতীয় শট নিয়ে প্রথম গোলের দেখা পায় ফ্রান্সের প্রতিবেশি দেশটি। জালে বল জড়িয়ে দেন ইতালির ক্লাব সাম্পাদোরিয়ায় খেলা মিডফিল্ডার আব্দেলহামিদ সাবেরি। তার গোলটি চলতি আসরে ফ্রি কিক থেকে সরাসরি করা প্রথম গোল।

    এরপর যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে মরক্কো। ১৯৯৮ বিশ্বকাপের পর বিশ্বকাপে দেশকে প্রথম জয়ের উল্লাসে ভাসান আবুখালাল। তার গোলটি আসে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে। ম্যাচে ৩৩ শতাংশ বল পায়ে নিয়েও গোলে ও লক্ষ্যভ্রষ্ট শট নেওয়ার বিচারে সেরা দল হিসেবেই জিতেছে মরক্কো। কেভিন ডি ব্রুইনারা ৬৬ শতাংশ বল পায়ে রেখে গোলে মাত্র তিনটি শট নিতে পারে। যা মুনির মোহামেদি ফিরিয়ে দেন। অন্যদিকে মরক্কো লক্ষ্যে চারটি ও বাইরে শট নিয়েছে ছয়টি।

    কানাডার বিপক্ষে একটি পেনাল্টিসহ ১৫টি গোলে আসা শট ফিরিয়ে দলকে ১-০ গোলে জিতিয়েছিলেন বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়া। এবার মরক্কোর বিপক্ষে হারায় রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলটির গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে বেলিসদের। অন্যদিকে মরক্কো প্রথম ম্যাচে ক্রোয়াটদের আটকে দিয়েছিল। কানাডার বিপক্ষে শেষ ম্যাচে এই ধারা ধরে রাখতে পারলেই নকআউটে চলে যাবেন আশরাফ হাকিমি-সাবেরিরা।

  • কানাডার দাপট সামলে জিতল বেলজিয়াম

    কানাডার দাপট সামলে জিতল বেলজিয়াম

    চোটের কারণে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন রোমেলু লুকাকু। গ্যালারিতে হতাশ বদনে দেখছিলেন খেলা। তার বদলে মিচি বাতসুয়াইকে খেলান কোচ রবের্তো মার্টিনেজ। কোচের আস্থার প্রতিদান দিয়ে বাতসুয়াই করেছেন গোলও। তাতে মাঠের লড়াইয়ে কানাডার বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে বেলজিয়াম।

    বুধবার আহমাদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলার বার্তা দেয় বেলজিয়াম। প্রথম মিনিটেই দূরপাল্লার শট নেন বাতসুয়াই। বল অবশ্য দাঁড়িয়েই ধরেন কানাডার গোলরক্ষক মিলান বোরজান।

    অষ্টম মিনিটে তাজন বুকাননের শট ইয়ানিক কারাসকোর হাতে লেগে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্ত্তয়ার গ্লাভসে জমা পড়ে। কানাডার ফুটবলাররা হ্যান্ডবলের দাবিতে পেনাল্টির আবেদন করলেও রেফারি সাড়া দেননি। গোল কিকের পর খেলা চলার কয়েক সেকেন্ড গড়ালে ভিএআরের শরণাপন্ন হন রেফারি। পরে তিনি পেনাল্টির বাঁশিও বাজান এবং ইচ্ছাকৃতভাবে বলে হাত লাগানোয় কারাসকোকে হলুদ কার্ড দেখান।

    স্পট কিক নিতে আসেন কানাডার তারকা ফরোয়ার্ড আলফনসো ডেভিস। ১০ মিনিটের সময় বায়ার্ন মিউনিখে খেলা ফুটবলারের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান কোর্ত্তয়া। ফিরতি বলে ডেভিস শট নিলেও তাতে কাজের কাজ হয়নি।
    ম্যাচের ১৩ মিনিটে অন্তত তিনটি গোলের সুযোগ পেয়েও কানাডা কাজে লাগাতে পারেনি। বারবার আক্রমণে আসা ডিফেন্ডার রিচি লারেয়ার শট প্রথমে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খানিক পর জোনাথন ডেভিডের কিক প্রতিপক্ষের এক ডিফেন্ডার ব্লক করেন। শেষে ডেভিড বল জালে জড়ানোর চেষ্টার আগ মুহূর্তে তাজন বুকানন অফসাইডে থাকায় রেফারি বাঁশি বাজান।

    কানাডার রক্ষণে বারবার ত্রাস ছড়াতে থাকেন কেভিন ডি ব্রুইন ও এডেন হ্যাজার্ড। তাতে অবশ্য ৩৬ বছর পর বিশ্বকাপে আসা দলটি দমে যায়নি। চোখে চোখ রেখে দিয়েছে পাল্টা জবাব। ২৩ মিনিটে ইউরি টেলেসমানসের পাসে বল পেয়ে মিচি বাতসুয়াইয়ের শট বাধাপ্রাপ্ত হলে বেলজিয়াম লিড পায়নি।

    আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা খেলার ২৭ মিনিটে ডেভিসের পাসে বল আদায় করা আতিবা হাচিনসনের শট অল্পের জন্য জালে জড়ায়নি। কানাডার কপালেও জোটেনি গোল। তিন মিনিট পর লারেয়ার পাসে বল পাওয়া অ্যালিস্টেইর জনস্টনের শট ঠেকান কোর্ত্তয়া।

    প্রথম আধা ঘণ্টায় কানাডা পোস্ট বরাবর শট নেয় ১০টি, বিপরীতে বেলজিয়াম দুটির বেশি নিতে পারেনি। র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা দলের বিপক্ষে কানাডা কতটা দাপট দেখিয়েছে, এটি তার বড় প্রমাণ।

    ম্যাচের ৪৪ মিনিটে ভাঙে ডেডলক। নিজেদের অর্ধ থেকে টবি আলডেরউইরেল্ডের লম্বা পাসে বক্সের কাছে চলে যাওয়া বল নিয়ে বাঁ-পায়ের শটে গোল করেন মিচি বাতসুয়াই। লিড পায় বেলজিয়াম।

    যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লারেয়ার ক্রসে বল পাওয়া বুকাননের বাঁ-পায়ের শট অল্পের জন্য জালে ঢোকেনি। কানাডার সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া হয়।

    দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার দুদলেরই কমে যায়। ৮০ মিনিটে কাইল লারিনের শট কোর্ত্তয়া দারুণভাবে ঝাঁপিয়ে ধরে দলকে রক্ষা করেন। শেষদিকে দুদলই কিছু আক্রমণ হানলেও পায়নি জালের দেখা।

  • বেলজিয়ামের রাজকুমার পার্টিতে গিয়ে করোনায় আক্রান্ত

    বেলজিয়ামের রাজকুমার পার্টিতে গিয়ে করোনায় আক্রান্ত

    মহামারি করোনায় বিপর্যস্ত স্পেন। একের পর এক লকডাউনে স্থবির অর্থনীতির চাকা।

    সেই পরিস্থিতিতে লকডাউন চলাকালীন এক পার্টিতে যোগ দিয়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বেলজিয়ামের রাজকুমার জোয়াচিম (২৮)। তিনি বেলজিয়ামের রাজা ফিলিপের ভাতিজা।

    শনিবার (৩০ মে) দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, স্পেনের রাজপ্রাসাদ নিশ্চিত করেছে যে, প্রিন্স জোয়াচিম গত ২৬ মে ইন্টার্নশিপের জন্য বেলজিয়াম থেকে স্পেন গিয়েছিলেন। তার দুই দিন পরে তিনি দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরে একটি পার্টিতে যোগ দেন। এরপরই তার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। ওই পার্টিতে অংশ নিয়েছিলেন ২৭ জন।

    পার্টিতে যারা অংশ নিয়েছিলেন, তাদের সবাইকেই সঙ্গনিরোধে থাকতে বলা হয়েছে।

    কর্ডোবার লকডাউন নিয়মের অনুযায়ী, ১৫ জনের বেশি লোকের সমাগম হওয়া বা পার্টি করার অনুমতি নেই। স্প্যানিশ পুলিশ বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। লকডাউন বিধি-নিষেধ লঙ্ঘণের প্রমাণ পেলে তাদের ১০ হাজার ইউরো জরিমানা করা হতে পারে।

    কর্ডোবায় স্পেন সরকারের প্রতিনিধি রাফায়েলা ভ্যালেনজুয়েলা এই পার্টি করার জন্য নিন্দা জানিয়েছেন এবং যারা উপস্থিত ছিলেন তাদের দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন।

    তিনি বলেন, আমি অবাক এবং ক্ষোভ প্রকাশ করছি। করোনা মহামারির মধ্যে জাতি যখন শোকের মধ্যে রয়েছে, তখন এই ধরনের ঘটনা ঘটলো।

    রাজকুমার জোয়াচিম স্পেনেই থাকেন এবং ভিক্টোরিয়া অর্টিজ নামের এক স্পেনীয় নারীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

    করোনা ভাইরাস স্পেনকে বেশ ভালোভাবে কাবু করেছে। এ পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ২২৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৭ হাজার ১২৫ জন।

    ২৪ ঘণ্টা/এম আর