Tag: বেশি গরম অনুভূত হচ্ছে

  • ১৭৪ বছরে সবচেয়ে গরম ছিল এ বছরের জুন মাস

    ১৭৪ বছরে সবচেয়ে গরম ছিল এ বছরের জুন মাস

    গত ১৭৪ বছরের মধ্যে— ২০২৩ সালের জুন মাস সবচেয়ে গরম ছিল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) ও জাতীয় মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় প্রশাসনের (নোয়া) বিশ্লেষক ও বিজ্ঞানীরা জানিয়েছেন এ তথ্য।

    গত ১৭৪ বছর ধরে বিশ্বের তাপমাত্রার যে রেকর্ড রাখা হচ্ছে তাতে দেখা গেছে, এ বছরের জুনে অসহনীয় গরম পড়েছিল।

    নোয়া গবেষণায় আরও খুঁজে পেয়েছে, এটি প্রায় ১০০ শতাংশ নিশ্চিত, ২০২৩ সালটি রেকর্ডবুকে লিপিবদ্ধ ‘বিশ্বের সবচেয়ে উষ্ণতম ১০ বছর’-এর মধ্যে একটিতে থাকবে। এছাড়া এ বছরটির উষ্ণতম পাঁচটি বছরের থাকার সম্ভাবনা রয়েছে ৯৭ শতাংশ।

    এল নিনো জলবায়ু প্যাটার্নের কারণে বর্তমানে এমন উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে বলে জানিয়েছে নোয়া।

    এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের পানি সাধারণের তুলনায় বেশি উত্তপ্ত থাকে। আর এ বাড়তি তাপমাত্রা বিশ্বের আবহাওয়া পরিবর্তন করে দেয় এবং বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি করে।

    নোয়ার ন্যাশনাল সেন্টার ফর এনভাইরনমেন্ট ইনফরমেশনের (এনসিইআই) বিজ্ঞানীরা দেখেছেন জুনের বৈশ্বিক পৃষ্ঠতলের তাপমাত্রা— ২০ শতকের গড় তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

    নোয়া জানিয়েছে, এবারই প্রথমবার জুনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী গড় তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

    সংস্থাটি আরও বলেছে, ‘আবহাওয়ার বিশেষ পরিস্থিতি এল নিনো মে মাসে দুর্বল ছিল; কিন্তু সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের তাপমাত্রায় ফিরে যাওয়ায়, জুনে এটির শক্তি বৃদ্ধি পেয়েছে।’

  • যে কারণে তাপমাত্রার তুলনায় বেশি গরম অনুভূত হচ্ছে

    যে কারণে তাপমাত্রার তুলনায় বেশি গরম অনুভূত হচ্ছে

    একদিকে বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধাবমান ঘূর্ণিঝড় ‘আম্ফান’-এর কারণে আতঙ্ক, অন্যদিকে দিনব্যাপী তাপদাহে নাভিশ্বাস উঠেছে মানুষের। ঘূর্ণিঝড়ের কারণে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি, একারণে দৃশ্যমান তাপমাত্রার তুলনায় বেশি তাপ অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

    আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়- ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, নোয়াখালী, রাজশাহী, পাবনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে এটি অব্যাহত থাকতে পারে।

    জানা যায়, রবিবার (১৭ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ৩৬, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৪ দশমিক ৭, সিলেটে ৩৪ দশমিক ১, রংপুরে ৩৪, রাজশাহীতে ৩৮, খুলনায় ৩৭.৮ এবং বরিশালে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘একদিকে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব, অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে আর্দ্রতা বেশি। এ কারণে তাপমাত্রার তুলনায় গরম বেশি অনুভূত হচ্ছে। তবে ঝড় যত এগিয়ে আসবে, ততই বৃষ্টির সম্ভাবনা আছে।’

    এদিকে পূর্বাভাসে আরও বলা হয়, ‘আগামী ২৪ ঘণ্টায় আম্ফানের প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে কমে আসতে পারে তাপমাত্রা।’

    ২৪ ঘণ্টা/এম আর