Tag: বৈদ্যুতিক শর্ট

  • চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ স্থাপনা

    চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ স্থাপনা

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সুত্রপাত হওয়া আগুনে পুড়ল ১৭টি স্থাপনা।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে মঙ্গলবার মধ্যরাত ৩টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ও বায়েজিদ ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আজ ১৮ মার্চ বুধবার ভোর পৌনে ৬টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মকর্তা অতীশ চাকমা অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ঠ আগুন নিয়ন্ত্রণে আনার আগে ৫টি দোকান ও ১২টি গুদাম পুড়ে ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া ১২টি গুদামে বিভিন্ন মালামাল মজুদ ছিলো বলেও তিনি জানান।

    ২৪ ঘন্টা/আর এস পি…

  • বোয়ালখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু

    বোয়ালখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :  চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ বসতঘরে আগুন লেগে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় মারা গেছে নুরুল আজিম (৩০) নামের এক যুবক।

    শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী কোরবান আলী সওদাগর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

    নিহত নুরুল আজিম ওই এলাকার মো. হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি বেকারীতে চাকুরী করতেন। তার ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে।

    নিহত আজিমের মা জাহানারা বেগম জানান, রাতের খাবার সেরে যার যার ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়লে আজিমকে অনেক ডাকাডাকি করে জাগাতে না পেরে তার স্ত্রী ছেলেকে নিয়ে বের হয়ে পড়ে।

    বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কীরীটী রঞ্জন বড়ুয়া।

    তিনি জানান অগ্নিকান্ডে আজিম ও শাহ আলম মাঝির বসত ঘর পুড়ে গেছে। আগুনে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও নুরুল আজিম নামের এক যুবক এ ঘটনায় মারা গেছেন।

    অগ্নিকান্ডের ঘটনায় বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।