Tag: বোরো ধান সংগ্রহ অভিযান

  • বোয়ালখালীতে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

    বোয়ালখালীতে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

    বোয়ালখালী প্রতিনিধি:বোয়ালখালীতে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু করেছে উপজেলা খাদ্য অধিদপ্তর।

    বুধবার (২০ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে এ ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। এ সময় ২জন কৃষকের কাছ থেকে ৪ টন ধান ক্রয় করা হয়।

    চলতি এ বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ২১৬ মেট্রিক টন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য অধিদপ্তর।

    এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিকুল্লাহ, পৌর কাউন্সিলর সোলায়মান বাবুল, উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. আবু নঈম ভূইয়া, কৃষক মো. আবসার ও কৃষাণী কোহিনূর আকতার প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উপলক্ষে লটারী

    ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উপলক্ষে লটারী

    ২৪ ঘণ্টা ডট নিউজ।গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উপলক্ষে লটারী অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৩ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এ লটারী অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইছ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা
    অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    মোট ৪৬ হাজার চাষীর মধ্যে লটারীর মাধ্যমে ৪ হাজার ৯৫১ জন চাষী নির্বাচন করা হয়। প্রত্যেকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম