Tag: বোলিং

  • আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং

    আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং

    ঘোষণা নিয়ে অপেক্ষা ছিল পুরো একদিন। আইসিসির বিধান বলছিল, আপাতত ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা হচ্ছে না সাকিব আল হাসানের। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাই বিসিবি জানালো রোববার রাতে। আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে, সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না।

    মূলত আইসিসির বোলিং অ্যাকশন সংক্রান্ত আইনের কারণেই এই নিষেধাজ্ঞা। যেখানে ১১.৩ ধারায় বলা হয়েছে, ‘একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ-বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’

    বিসিবির ভাষ্য, আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের বিধি ১১.৩ অনুযায়ী, যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন একজন খেলোয়াড়কে তাদের ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করে, তবে এই নিষেধাজ্ঞা আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলোর ঘরোয়া প্রতিযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। এটি আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার পরপরই প্রযোজ্য হয়, কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না।

    তবে বিধি ১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। আর তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে, সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন। এই ব্যাপারে ইসিবি, আইসিসি এবং সাকিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

  • টস জিতে রাজশাহীর বিরুদ্ধে বোলিংয়ে খুলনা

    টস জিতে রাজশাহীর বিরুদ্ধে বোলিংয়ে খুলনা

    বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স৷ ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

    ঢাকা পর্বে সেরা ফর্মে ছিল দুদলই। রাজশাহী তাদের দুই ম্যাচের একটিতে ৮ উইকেটে ও আরেকটিতে ৯ উইকেটে তাই নিজেদের দুর্দান্ত এই ফর্ম কাজে লাগিয়ে আজকেও জয় তুলে নিতে চাইবে তারা।

    অন্যদিকে ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেই ৮ উইকেটের বর জয় তুলে নিয়েছে খুলনা তাদের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবারের বিপিএলের দ্রুততম ফিফটির মালিক অন্যদিকে রাইলো রুশোও রয়েছেন দুর্দান্ত ফর্মে। সুতরাং, বলাই যায় দুর্দান্ত একটি ম্যাচ দেখার অপেক্ষায় আছে চট্টগ্রামবাসী

  • টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

    টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

    সিরিজ জয়ের মিশনে নাগপুরে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

    একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের বদলে মোহাম্মদ মিথুনকে একাদশে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ।

    ভারত একাদশেও এসেছে এক পরিবর্তন। ক্রুনাল পান্ডিয়ার বদলে মনীশ পান্ডেকে একাদশে অন্তর্ভুক্ত করেছে ভারত।

    ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ের, রিশাব পান্ত (উইকেটরক্ষক), মনেশ পান্ডে, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুযবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলীল আহমেদ।

    বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

     

  • টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

    টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

    ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নয়াদিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

    প্রথমবারের মতো ভারতের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। আর ঐতিহাসিক এই সফরে নেই টাইগার দুই পাণ্ডব সাকিব আল হাসান ও তামিম ইকবাল। খেলছেন না তরুন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচে টাইগারদের আরো এক প্রতিপক্ষ দিল্লির দুষণ।

    ৩ পেসার ও ১ স্পিনার নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে মোহাম্মদ নাইমের।

    ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ের, রিশাব পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুযবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলীল আহমেদ।

    বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।