Tag: বোয়ালখালীতে

  • বোয়ালখালীতে মাথা ফাটলো সদস্যপ্রার্থীর

    বোয়ালখালীতে মাথা ফাটলো সদস্যপ্রার্থীর

    চট্টগ্রামের বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক সাধারণ সদস্যকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর লোকেরা।

    সোমবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এসে সাধারণ সদস্য প্রার্থী রেজাউল করিম শাহেদ এ হামলার শিকার হন।

    আহত শাহেদ উপজেলা স্বাস্থ্য চিকিৎসা নিলে তার অবস্থা গুরুত্বর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক।

    গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রেজাউল করিম শাহেদ উপজেলা পোপাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।

    শাহেদ জানান, উপজেলা সদরে আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিতে আসলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে একদল যুবক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পরিচয় দিয়ে আমাকে এলোপাতারি মারধর করতে থাকে।

    এসময় তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে। এতে মাঠিতে লুটিয়ে পড়লে যুবলীগ নেতা সায়েম কবিরসহ অন্যান্যরা আমাকে উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

    ২৪ ঘন্টা/পূজন/প্রিন্স

  • বোয়ালখালীতে আমনের ফলনে বাগড়া দিলো ঝড়ো হাওয়া,কৃষকের কপালে চিন্তার ভাঁজ

    বোয়ালখালীতে আমনের ফলনে বাগড়া দিলো ঝড়ো হাওয়া,কৃষকের কপালে চিন্তার ভাঁজ

    পূজন সেন, বোয়াখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে আমনের ফলনে বাগড়া দিয়েছে ঝড়ো হাওয়া। চলতি আমন মৌসুমে চাষাবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও ঝড়ো হাওয়ায় কেড়ে নিয়েছে কৃষকের মুখের হাসি। ঝড়ো হাওয়ায় জমিতে হেলে পড়া ধান শেষতক ঘরে তুলতে পারবেন কি না সেই চিন্তায় রয়েছেন কৃষকরা।

    হেমন্তের শিশির ভেজা আমনের সোনালী ধানের শীষ জমিতে জমে থাকা পানিতে ডুবে আছে। উপজেলার বেশিভাগ অঞ্চলে এ দৃশ্যে কৃষকের কপালে ভাঁজ ফেলেছে। ছিলো রোগ বালাই আর পোকা মাকড়ের আক্রমণ। এরপরও শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ।

    উপজেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে, বোয়ালখালীতে চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা ছিলো ৪হাজার ৫শত ৫০হেক্টর। আমনের চাষাবাদ হয়েছে ৪হাজার ৮শত ৫০হেক্টর জমিতে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০হাজার ৫শত মেট্রিক টন। গড় ফলন (ধানে) ৪দশমিক ৫মেট্রিক টন।

    উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ জ্যৈষ্টপুরা, আমুচিয়া, কড়লডেঙ্গা, পোপাদিয়া, কধুরখীল, চরণদ্বীপ, সারোয়াতলী, শাকপুরা ইউনিয়ন ও পৌর এলাকার বেশিরভাগ জমিতে রয়েছে জলাবদ্ধা। নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। ফলে হেলে পড়া আমন ধান শেষ পর্যন্ত ঘরে তুলতে পারবে কি না সেই শঙ্কা রয়েছে গেছে।

    জলাবদ্ধতার কারণে উপজেলার বেশিরভাগ আবাদযোগ্য জমিতে চাষ হয় না। যাও হয়েছে তা ঝড়ো হাওয়ায় জমিতে হেলে পড়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন আমন চাষীরা।বোয়ালখালী আমন ধানে ঝড়ো হাওয়ার বাগরা

    শাকপুরা ইউনিয়নের কৃষক মো. শহীদ হাসান, আবুল কাশেম ও মো. নাছের জানান, অন্যান্য বছরের চাইতে এ বছর আমনের ফলন অনেক ভালো হয়েছিলো। কিন্তু গত কয়েক দিনআগের ঝড়ো হাওয়ায় প্রায় ধানের শীষ হেলে পড়েছে। জমিতে পানি জমে থাকায় বেশিভাগ ফলন নস্ট হয়ে যাবে। এছাড়া ছিলো পোকা মাকড়ের আক্রমণ ও রোগ বালাই।

    একই কথা জানালেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের নিমাই দে, আমুচিয়ার কৃষক মাহাবুব আলম, কড়লডেঙ্গা ইউনিয়নের কৃষক মো. দেলোয়ার হোসেন ও পৌরসভার কৃষক মফিজুর রহমান।

    উপজেলা কৃষি উপ সহকারী কর্মকর্তা দূর্গা পদ দেব জানান, যেসব এলাকায় জোয়ারের পানি জমে থাকে সেইসব এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্থ হতে পারেন। কেন না প্রাকৃতিক ঝড়ো হাওয়ায় হেলে পড়া ধান জমিতে জমে থাকা পানিতে ডুবে থাকলে ফলন কম হয়।

    পানি নিষ্কাশনে ব্যবস্থা না থাকায় এ সমস্যার সমাধান করা যাচ্ছে না। তবে এমওপি সার ব্যবহার এবং কয়েকটি ধানের গোছা জড়ো করে বেঁধে দিলেও এর প্রতিকার সম্ভব। ঝড়ো হাওয়ায় দূর্বল ও লম্বা জাতের ধান গাছগুলো হেলে পড়ে।

    ঝড়ো হাওয়ায় হেলে পড়ার কারণের হতাশ হওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, শতক প্রতি কমপক্ষে ৫-৮ কেজি ধান পাওয়া যাবে। এ ক্ষেত্রে আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে উন্নত প্রজাতির ধান রোপণ করলে এ সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।

    ২৪ ঘণ্টা/পুজন/রাজীব

  • বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

    বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের কালীপ্রসন্ন সড়ক সেতুর নিচে এ লাশ পড়েছিলো। তবে লাশের পরিচয় জানা যায়নি।

    সোমবার (৫ অক্টোবর) সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ এ লাশ উদ্ধার করে।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম জানান, বোয়ালখালী-পটিয়া সীমান্তবর্তী বোয়ালখালী খালের কালীপ্রসন্ন সেতুর নিচে একটি পিলারে গোড়ায় উপুর হয়ে ছিলো।

    লাশের পড়নে কাপড়চোপড় নেই। বয়স অনুমান ৩৮-৪০ হবে। লাশে পচন ধরে গেছে। লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/রাজীব

  • বোয়ালখালীতে ১০শতক জায়গা দখলমুক্ত করলো প্রশাসন

    বোয়ালখালীতে ১০শতক জায়গা দখলমুক্ত করলো প্রশাসন

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ১০শতক সরকারি জায়গা দখলমুক্ত করছে উপজেলা প্রশাসন। এসময় ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

    রবিবার (৪ অক্টোবর) পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন ও সহকারী কমিশনার (ভুমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।

    গোমদণ্ডী ফুলতল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি স্থাপনা উচ্ছেদ করে উদ্ধারকৃত ১০শতক সরকারি জায়গায় লাল পতাকা ও সাইন বোর্ড টাঙিয়ে কাঁটা তারের ঘেরা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।

    অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ভুমি অফিসের কানুনগো আশীষ তরু চাকমা।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/রাজীব

  • বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার

    বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সুমাইয়া জান্নাতের (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    পুলিশ জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌণে ১২টার দিকে উপজেলা গোমদণ্ডী ফুলতল এলাকার খুশি ম্যানসনের ভাড়া বাসায় ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে সে গলায় ফাঁস দেয়

    পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুমাইয়া জান্নাতের মরদেহ উদ্ধার করে।

    সুমাইয়া জান্নাত বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ছমত আলী তালুকদার বাড়ীর আব্দুর রহিমের মেয়ে। সে শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলো।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/রাজীব

  • বোয়ালখালীতে মৃত প্রবাসীর ভূয়া ওয়ারিশ, প্রবাসী মন্ত্রণালয়ের টাকা হাতানোর চেষ্টা

    বোয়ালখালীতে মৃত প্রবাসীর ভূয়া ওয়ারিশ, প্রবাসী মন্ত্রণালয়ের টাকা হাতানোর চেষ্টা

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে মৃতের ভূয়া ওয়ারিশ সেজে প্রবাসী মন্ত্রণালয়ের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছেন কধুরখীলের ইউনিয়নের মোক্তার হোসেন টিপু নামের এক ব্যক্তি।

    গত বছরের ৮ ডিসেম্বর কধুরখীল ইউনিয়নের আবদুল নবী মিস্ত্রি বাড়ির ওমান প্রবাসী মো.ইউছুপ মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

    ইউছুপের মৃত্যুর পরদিন পার্শ্ববর্তী বাড়ি আবদুল লতিফ মিস্ত্রির বাড়ির হাফিজুর রহমানের ছেলে টিপু (৩০) মৃত প্রবাসীর স্ত্রী জাহেদা বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা দিয়ে ইউছুপের পাসপোর্টটি কিনতে চান। এতে ইউছুপের পরিবার প্রথমে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তা ইউছুপ লোভ দেখিয়ে তা হাতিয়ে নেন।

    এরপর টিপু আবেদন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডে মৃত্যু পরবর্তী সরকার ঘোষিত ৩ লাখ টাকার মৃত্যু দাবি। তাতে তিনি নিজেকে মৃত প্রবাসী মো. ইউছুপ মিয়ার একমাত্র ওয়ারিশ দাবি করেন এবং এতদ সংক্রান্ত সকল কাগজপত্র সংযুক্ত করেন।

    চলতি বছরের গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ৩শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে সর্বশেষ টাকা প্রাপ্তির ঘোষণাপত্রে স্বাক্ষর নিতে আসেন স্থানীয় চেয়ারম্যানের কাছে।

    তাতে চেয়ারম্যান সব কাগজপত্র যাচাই করতে গিয়ে সন্দেহ হলে স্বাক্ষর না করায় টিপু চেয়ারম্যান ও ইউএনও’র স্বাক্ষর জাল সই দিয়ে তার ব্যাংক স্টেটম্যান্টসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জমা দেন।

    তিন লাখ টাকা প্রাপ্তির চুড়ান্ত পর্যায়ে এসে ঘটে বিপত্তি। মৃতের বাড়ির ঠিকানা আবদুল ‘নবী’ মিস্ত্রি ও মৃতের একমাত্র ওয়ারিশ টিপুর বাড়ির ঠিকানা আবদুল ‘লতিফ’ মিস্ত্রি বাড়ি উল্লেখের কারণে।

    বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসলে গত ১৮ সেপ্টেম্বর সরেজমিনে তদন্তে বেরিয়ে আসে ‘থলের বিড়াল’। স্থানীয়রা জানান, টিপু প্রবাসী মৃত ইউছুপের পুত্র কিংবা আত্মীয় স্বজন কেউ নন।

    এ বিষয়ে মৃত প্রবাসীর একমাত্র ভূয়া ওয়ারিশ দাবি করায় টিপুর বিরুদ্ধে গত ১৭সেপ্টেম্বর বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর ছেলে মো. আসিফ।

    অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শরীফ উদ্দিন বলেন, মৃতের ওয়ারিশ সেজে জাল জালিয়াতির মাধ্যমে মৃত প্রবাসীর টাকা হাতিয়ে নিতে চেয়েছিলো ইউছুপ। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু বলেন, টিপু আমার স্বাক্ষর জাল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েছে বলে জানতে পেরেছি।

    তিনি বলেন, টিপুর বিরুদ্ধে এরকম জালিয়াতির আরো অনেক অভিযোগ রয়েছে। টিপু মৃত প্রবাসী ইউছুপ মিয়ার পুত্র নয় এবং একই বাড়িতেও তার বাড়ি নয়। তাকে আইনের আওতায় আনার দাবি করছি।

    ২৪ ঘণ্টা/পুজন/রাজীব

  • চট্টগ্রাম জেলার গ্রীণ জোন বোয়ালখালীতে করোনা আক্রান্ত দেড়শ ছুঁই ছুঁই, সুস্থ ২৫

    চট্টগ্রাম জেলার গ্রীণ জোন বোয়ালখালীতে করোনা আক্রান্ত দেড়শ ছুঁই ছুঁই, সুস্থ ২৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম জেলার গ্রীণ জোনে ভাগ করা বোয়ালখালী উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দেড়শ ছুঁই ছুঁই।

    খোজ নিয়ে জানা যায়, ১৪৫ দশমিক ৪৪ বর্গ কি.মি. আয়তনের বোয়ালখালীতে জনসংখ্যা হলো প্রায় ২ লাখ ৮৭ হাজার। গত ১৪ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় চট্টগ্রামের এ উপজেলায়।

    গতকাল মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪৭ জন। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমানসহ, চিকিৎসক, ২ সাংবাদিক, বোয়ালখালী থানায় কর্মরত ২৪জন পুলিশ সদস্য রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫ জন এবং মৃত্যু ২ জনের।

    তবে এ উপজেলার জনসংখ্যার তুলনায় আনুপাতিক হারে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, ১৪ এপ্রিল থেকে আজ বুধবার ১০ জুন পর্যন্ত উপজেলার ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৯ জন ও বোয়ালখালী পৌরসভায় ৮০ জন।বোয়ালখালী এসি ল্যাণ্ড স্ট্যাটাস

    এছাড়া উপজেলার কধুরখীলে ৭, শাকপুরায় ৭, সারোয়াতলীতে ৯, পোপাদিয়ায় ৩, চরণদ্বীপে ৫, শ্রীপুর-খরণদ্বীপে ৬, আমুচিয়ায় ৪, আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে ২ জন এবং নগরীতে থাকা বোয়ালখালীর বাসিন্দা ৫ জন।

    এদিকে আক্রান্তের হার বাড়লেও বোয়ালখালী উপজেলা এখনো রয়েছে গ্রীণ জোনে। অথচ বোয়ালখালীর চেয়ে তিনগুণ জনসংখ্যার পার্শ্ববর্তী কয়েকটি উপজেলাকে রেড ঘোষণা করেছে প্রশাসন।

    চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের পরিসংখ্যান দেখে বোয়ালখালীর স্থানীয় অনেকের মনেই এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তা তা হল উপজেলায় কতজন করোনা রোগী শনাক্ত হলে রেড জোন ঘোষণা করবে প্রশাসন?

    ২৪ ঘণ্টা/পূজন সেন/আর এস পি

  • বোয়ালখালীতে ২শত পরিবারে খাদ্য সামগ্রী উপহার

    বোয়ালখালীতে ২শত পরিবারে খাদ্য সামগ্রী উপহার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ২শত পরিবারে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়া সমাজ সমিতি ও মুজাহিদ আদর্শ সংঘ ক্লাব।

    সোমবার (২৭ এপ্রিল) সংগঠন দুইটির যৌথ উদ্যােগে এ খাদ্য সামগ্রী পবিত্র রমজান ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অসহায় হয়ে পড়া পরিবারগুলোর মাঝে দেওয়া হয়।

    প্রতিটি পরিবারকে ১৫কেজি চাউল, ৩ কেজি আলু,১কেজি সেমাই, ১ কেজি পেঁয়াজ, ১লিটার সয়াবিন,১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১কেজি চিনি, ১কেজি মুড়ি উপহার হিসেবে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

    এ খাদ্য সামগ্রী বিতরণে অংশ নেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার ম্যানেজার, মুক্তিযোদ্ধা আমির হোসেন, ইসমাইল হোসেন চৌধুরী মুন্সি, মো.শহিদুল্লাহ চৌধুরী, সংগঠনের সভাপতি হাজী মো. ইসহাক চৌধুরী, সহ-সভাপতি মো.একরাম, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর, সেলিম, সাধারণ সম্পাদক মো.আলী আকবর, সদস্য ইউছুফ, মাসুদ,আবুল কাসেম,বাহাদুর শাহ, সাদ্দাম,পারভেজসহ সকল সদস্যবৃন্দ।

    সংগঠনের সভাপতি হাজী মো. ইসহাক চৌধুরী বলেন, এ সংকটময় সময়ে যার যার অবস্থান থেকে ব্যক্তিগত বা সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবতার হাত বাড়াতে হবে অসহায় পরিবারগুলোর দিকে। এ দূর্যোগ থেকে পরিত্রানের জন্য পবিত্র মাহে রমজানের উছিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে প্রার্থনা করুন।

    ২৪ ঘণ্টা/পূজন/আর এস পি

  • বোয়ালখালীতে ৮ দফায় ত্রাণ বরাদ্দ, পৌরসভার ১২শ পরিবারের বিশেষ কার্ড!

    বোয়ালখালীতে ৮ দফায় ত্রাণ বরাদ্দ, পৌরসভার ১২শ পরিবারের বিশেষ কার্ড!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া অসহায়, দুঃস্থ পরিবারের জন্য চট্টগ্রামের বোয়ালখালীতে ৮ দফায় এসেছে চাউল, নগদ টাকা, গুড়োদুধ ও শিশুখাদ্য ক্রয়ের জন্য অর্থ।

    এছাড়া এবার বোয়ালখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২শ পরিবার পাচ্ছেন বিশেষ ওএমএস কার্ড। এ কার্ডের মাধ্যমে ১০টাকা কেজি দরে ওএমএসের চাউল কিনতে পারবেন তারা।

    পৌর প্যানেল মেয়র শাহজাদা মিজানুর রহমান বলেন, পৌর এলাকার ১২শ পরিবারকে ১০টাকা কেজি দরে চাউল কিনতে বিশেষ ওএমএস কার্ড দেওয়া হচ্ছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দরিদ্র-মেহনতি মানুষকে খাদ্য সহায়তা প্রদানে এই সুবিধার আওতায় আনা হচ্ছে।

    জানা গেছে, বর্তমানে পৌরসভা ছাড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে ১হাজার ৬শত ৪১জন চরম দরিদ্র ও দুস্থ মানুষ খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সরকারের রেশন কার্ড সুবিধায় ১০ টাকা কেজি দরে চাল পেয়ে আসছেন।

    এছাড়া ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ের ১ হাজার জন হতদরিদ্র ব্যক্তি বিনামূল্যে ৩০কেজি করে চাউল পাচ্ছেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

    একই সাথে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন, হতদরিদ্র, অসহায় পরিবারগুলোর জন্য এ পর্যন্ত ৮ম দফায় বোয়ালখালীতে চাউল ও নগদ অর্থ বরাদ্দ এসেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

    জানা গেছে, বোয়ালখালীতে ১ম দফায় উপজেলার জন্য ৫ দশমিক ৫ মেট্রিক টন চাউল ও শুকনো খাদ্য ক্রয়ের জন্য নগদ ৪০ হাজার টাকা বরাদ্দ আসে। ২য় দফায় বরাদ্দ আসে ৬ দশমিক ৫ মেট্রিক টন চাউল।

    ৩য় দফায় ৮ দশমিক ৫ মেট্রিক টন চাউল ও পৌরসভার জন্য নগদ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। ৪র্থ দফায় উপজেলার জন্য ৬ দশমিক ৫ মেট্রিক টন চাউল, নগদ ৩২ হাজার টাকা, শিশু খাদ্য ক্রয়ের জন্য নগদ ১১ হাজার টাকা ও পৌরসভার জন্য ৯ মেট্রিক টন চাউল এবং নগদ ৪৫ হাজার টাকা বরাদ্দ আসে।

    ৫ম দফায় ১৬ মেট্রিক টন চাউল ও নগদ ৪০ হাজার টাকা এবং পৌরসভার জন্য ১৩ মেট্রিক টন চাউল সরকারি বরাদ্দ আসে। ৬ষ্ঠ দফায় ৮দশমিক ৫ মেট্রিক টন চাল, নগদ ৩০ হাজার টাকা ও শিশুখাদ্য ক্রয়ের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।

    ৭ম দফায় ৮০ প্যাকেট গুড়োদুধ এবং ৮ম দফায় ৮ দশমিক ৫ মেট্রিক টন চাউল, নগদ ৩০ হাজার টাকা ও শিশুখাদ্য ক্রয়ের জন্য নগদ ১০ হাজার টাকা বরাদ্দ পাওয়ার কথা নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

    উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, বরাদ্দ পাওয়া ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।

    ২৪ ঘণ্টা/পূজন সেন/আর এস পি

  • হালদা নদীর মোহনায় অভিযান, নিষিদ্ধ জাল ধ্বংস

    হালদা নদীর মোহনায় অভিযান, নিষিদ্ধ জাল ধ্বংস

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর মোহনায় অভিযান চালিয়ে ৮টি নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।

    আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত হালদা নদীর মোহনার বোয়ালখালী অংশে নৌ পুলিশে সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

    উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছের অবাধ চলাচল ও প্রজনন নিশ্চিত করতে জেলা মৎস্য কর্মকর্তা মহোদয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

    অভিযানে ৮টি নিষিদ্ধজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/ পূজন সেন/ আর এস পি

  • বোয়ালখালীতে দুই ইটভাটা বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত

    বোয়ালখালীতে দুই ইটভাটা বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি :
    চট্টগ্রামের বোয়ালখালীতে দুইটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    এ সময় ইটভাটা দুইটিকে অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের ইটভাটা চালু রাখায় ২০হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

    মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার পূর্ব কালুরঘাট এলাকার মুন ব্রিকস ও কর্ণফুলী ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

    সহকারী কমিশনার (ভূমি) মো.মোজাম্মেল হক চৌধুরী এ আদালত পরিচালনা করেন।

    তিনি জানান, গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষনা করা হলেও ইটভাটা দুইটি আদেশ না মেনে উৎপাদন চালিয়ে যাচ্ছিলো। এ ইটভাটাগুলোতে প্রায় ২০০ শ্রমিক অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকত।

    এই বিষয়ে মালিক পক্ষের কোন সদুত্তর না পাওয়ায় ২০হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ সময় শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়, সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধিসমূহ জানানো হয়। একই সাথে মালিককে শ্রমিকদের ছুটি দেওয়ার পূর্বে পাওনা পরিশোধ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয় এবং শ্রমিকরা নিজ এলাকায় ফিরে যেতে চাইলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/আর এস পি

  • বোয়ালখালীতে মা ও শিশুকণ্যা’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবা পুলিশ হেফাজতে

    বোয়ালখালীতে মা ও শিশুকণ্যা’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবা পুলিশ হেফাজতে

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ভাড়া বাসা থেকে দেড় বছর বয়সী শিশুকন্যা সহ মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার পূর্বগোমদণ্ডী হাজিরহাট এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ।

    বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দীন ফারুকী বলেন, শারমিন আক্তার (২৭) ও তার দেড় বছর বয়সী মেয়ে তাসলিমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শারমিন আক্তার উপজেলার পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার মো. সেলিমের ২য় স্ত্রী। তারা হাজিরহাট এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

    উদ্ধার করা মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা হেলাল উদ্দীন ফারুকী বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছে না। শারমিনের স্বামী সেলিমকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, মা ও মেয়েকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। তবে পুলিশ এখন এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হতে পারেনি।

    ২৪ ঘন্টা/পূজন সেন/ আর এসপি