Tag: বোয়ালখালীতে

  • বোয়ালখালীতে ২৫ চিকিৎসক-নার্স পেলেন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

    বোয়ালখালীতে ২৫ চিকিৎসক-নার্স পেলেন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পেয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৫ জন চিকিৎসক ও নার্স।

    এছাড়া মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্ল্যাভসসহ নানা সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    আজ সোমবার (২৩ মার্চ) উপজেলা প্রাণি সম্পদ অধিদফতরের সহযোগীতায় এসব ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছিয়া খাতুন।

    এতে করে কর্মরত চিকিৎসক ও নার্সরা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের মাধ্যমে পূর্ণ সুরক্ষা পাবেন এবং হাসপাতালে চিকিৎসা সেবা নির্দ্বিধায় দিতে পারবেন বলে জানিয়েছেন ইউএনও আছিয়া খাতুন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. সুলতান মাহমুদ ।

    উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন , উপজেলা হাসপাতালে কর্মরত ২৫ জন চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পেয়েছেন। আরো ২০ জন নার্স, ২ জন ওয়ার্ডবয়সহ ৩১ জনের জন্য এসব সরঞ্জাম প্রয়োজন ।

    ২৪ ঘন্টা/পূজন সেন/আর এস পি

  • বোয়ালখালীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

    বোয়ালখালীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযানে ১৬০লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    আজ রবিবার (২২ মার্চ) ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা ও পশ্চিম শাকপুরা এলাকায় মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ মদ ও ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা সূর্যব্রত বিল এলাকায় অভিযান চালিয়ে সুধীর দের ছেলে কাজল দে (৩৪) ও কড়লডেঙ্গা নতুন বাজার এলাকার শামসুল আলমের ছেলে সাবের আহমেদকে (৫০) মদ পাচারের সময় গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৬০ লিটার পরিমাণ চোলাই মদ জব্দ করে পুলিশ।

    এছাড়া পৃথক অভিযানে পশ্চিম শাকপুরার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আহমদ সৈয়দের ছেলে নুরুল আমিনকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে ১০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

    ২৪ ঘন্টা/পূজন সেন/ আর এস পি

  • বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত‌্যু

    বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত‌্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে জাওয়াত আল মারুফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    শনিবার (২১ মার্চ) দুপুরে বোয়ালখালী পৌরসভার পূর্ব গােমদন্ডী ডিলার বাড়ীতে এ ঘটনা ঘটে। মারুফ ওই এলাকার আবদুর করিমের ছেলে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মারুফ নামের এক শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

    মারুফ হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

    ২৪ ঘন্টা/পূজন সেন/ আর এসপি

  • বোয়ালখালীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর করলো আ.লীগ নেতা

    বোয়ালখালীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর করলো আ.লীগ নেতা

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকে বেধরক মারধর করে আহত করেছে আওয়ামী লীগ নেতা।

    বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার আকুবদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষক রাশেদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

    বোয়ালখালীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর করলো আ.লীগ নেতা
    উপজেলার আকুবদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রাশেদুল ইসলাম

    এ ব্যাপারে পোপাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।

    তিনি বলেন, বুধবার বিকেল ৪টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে কাজ করা সময় সৈয়দ নজরুল ইসলাম এসে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ জানালে চড় থাপ্পরসহ কিল ঘুষি মারতে শুরু করে। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসলে সে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দীন ফারুকী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বোয়ালখালী এসএমসির ভোটার তালিকাতে নাম না আসায় অভিযোগ

    বোয়ালখালী এসএমসির ভোটার তালিকাতে নাম না আসায় অভিযোগ

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন ৩০ মার্চ।

    গত ১১ মার্চ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহেদা বেগম নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

    তবে এ নিয়ে প্রকাশিত ভোটার তালিকায় মো. হাফিজুর রহমান নামের এক অভিভাবকের নাম না আসায় গত ১৫ মার্চ তিনি উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

    মো. হাফিজুর রহমান বলেন, আমার ছেলে এসএম তৌফিকুর রহমান গত ৪ জানুয়ারি প্রাক-প্রাথমিক ভর্তি হয়েছে। ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী অভিভাবকদের নাম ভোটার তালিকায় আসার কথা থাকলেও তা আসেনি।

    এছাড়া বিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীর পিতা-মাতা উভয়ে ভোটার হওয়ার নিয়ম থাকলেও প্রধান শিক্ষক শুধুমাত্র একজন করে ভোটার তালিকায় রেখেছেন।

    ভোটার তালিকায় আমার ছেলের সাথে একই সময়ে ভর্তি হওয়ায় অন্যান্য শিক্ষার্থীর অভিভাবকের নাম ভোটার তালিকায় এসেছে। অথচ প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে এ অনিয়ম তৈরি করেছেন ভোটার তালিকায়।

    বিধিমালা অনুসরণ না করে তিনি অসৎ উদ্দেশ্যে এ কর্মকান্ড পরিচালনা করছেন বলে অভিযোগ করেছেন হাফিজুর রহমান।

    এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিফাত ফাতেমা জানান, হাফিজুর রহমানের ছেলে ভর্তি হয়েছে ৪ জানুয়ারি। যারা ভোটার হয়েছেন তারা ১ জানুয়ারি পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিভাবকগণ।

    তার ছেলের ৫ বছর পূর্ণ হয়নি, নিয়মানুযায়ী ৫ বছর না হলে প্রাক-প্রাথমিকে ভর্তি হওয়া যায় না। এরপরও তিনি প্রভাব খাটিয়ে তার ছেলেকে ভর্তি করিয়েছেন।

    উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহেদা বেগম বলেন, অভিযোগ এখনো হাতে পাইনি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘন্টা/পূজন সেন/ আর এস পি..

  • বোয়ালখালীতে শিশুকে বলৎকার : মুদি দোকানদারের বিরুদ্ধে থানায় মামলা!

    বোয়ালখালীতে শিশুকে বলৎকার : মুদি দোকানদারের বিরুদ্ধে থানায় মামলা!

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে এক মুদির দোকানদারের বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক শিশুকে বলৎকার করার অভিযোগ পাওয়া গেছে।

    এ ঘটনায় গতকাল ১৫ মার্চ রবিবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে মুদির দোকানদার আবদুল আজিজ সওদাগরের (৪২) বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।

    আবদুল আজিজ সওদাগর উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর ৯নং ওয়ার্ডের সুলতান সওদাগর বাড়ীর মৃত অলি সওদাগরের ছেলে। তিনি ওই এলাকার মুদির দোকানদার। শিশুটি স্থানীয় হেফজখানার ছাত্র।

    অভিযোগে বলা হয়, গত ১১মার্চ স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ীর জন্য রুটি নিয়ে ফেরার পথে মুদির দোকানদার আবদুল আজিজ শিশুটিকে ডেকে নেয়।

    অশ্লীল ভিডিও দেখিয়ে দোকানের ভেতরে জোরপূর্বক বলৎকার করে এবং এ ঘটনা কাউকে না জানানো জন্য ভয় দেখিয়ে দোকান থেকে বের করে দেয়। পরবর্তীতে সে অসুস্থ বোধ করলে বিষয়টি জানাজানি হয়।

    শিশুটির চাচাতো ভাই মো. রুবেল জানান, এ ঘটনা পর থেকে আবদুল আজিজ পলাতক রয়েছে। সে আরো এ ধরণের অনেক ঘটনা ঘটিয়েছে। মান সম্মানের ভয়ে কেউ মুখ খোলেনি।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ঘটনার ৫দিন পর শিশুটির পিতা বাদী হয়ে আবদুল আজিজকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে ঘটনা তদন্ত ও আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।

    ২৪ ঘন্টা/পূজন সেন/ আর এস পি

  • বোয়ালখালীতে কৃষি জমি রুপান্তর হচ্ছে ডোবায়! বেহালদশা রাস্তাঘাটের

    বোয়ালখালীতে কৃষি জমি রুপান্তর হচ্ছে ডোবায়! বেহালদশা রাস্তাঘাটের

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে শুষ্ক মৌসুমে কৃষি জমির মাটি কাটার হিরিক পড়ে প্রতি বছরই। স্ক্যাভেটর দিয়ে মাটি কেটে কৃষি জমিকে ডোবায় পরিণত করছে একশ্রেণির ব্যবসায়ীরা।

    ট্রাকে, পিক-আপে করে এসব মাটি সরবরাহ করা হয় ইট ভাটায়। ভরাটের কাজেও ব্যবহার হয় এসব মাটি। এতে পাশ্ববর্তী কৃষি জমিও ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে দিনের পর দিন চাষের উপযোগীতা হারাচ্ছে চাষাবাদযোগ্য জমিগুলো। মাটি সরবরাহের ট্রাক-পিকআপে চলাচলে রাস্তাঘাট ধেবে গিয়ে বেহালদশার সৃষ্টি হচ্ছে। এনিয়ে এলাকাবাসীরও অভিযোগের শেষ নেই।

    খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পশ্চিম গোমদণ্ডী, পোপাদিয়া, কধুৃরখীল, সারোয়াতলী, আমুচিয়া, কড়লডেঙ্গা ইউনিয়নের বিভিন্ন বিলে স্ক্যাভেটর দিয়ে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে মাটি কাটার মহোৎসব। দিনে রাতে সমান তালে চলছে মাটি কাটার এ কর্মযজ্ঞ।

    এ নিয়ে এলাকাবাসীর অভিযোগই সীমাবদ্ধ। এতে আরেকটি মহল এলাকাবাসীর অভিযোগকে পুঁজি করে মাটির ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ও করেন বলে জানা গেছে।

    পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাতগড়িয়া পাড়া এলাকায় চলছে মাটি কাটার মহোৎসব। তবে এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

    স্থানীয় পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘মাটির কাটার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে ছিলেন।’

    উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, যে হারে বছরের পর বছর কৃষি জমির মাটি কাটা হচ্ছে এতে কোনো এক সময় চাষাবাদই বন্ধ হয়ে যাবে। একটি জমি এতো গভীর করে কাটা হয় যে, তাতে পাশবর্তী প্রায় জমিই চাষের উপযোগীতা হারাচ্ছে।

    এ ব্যাপারে উপজেলা কৃষি অফিস কৃষকদের বোঝানো ছাড়া আইনী ব্যবস্থা গ্রহণের সক্ষমতা নেই। এরপরেও সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে ব্যবস্থা নিতে জানানো হয়েছে।

    কৃষি জমির উর্বর মাটি কাটা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, অসাধু মাটি ব্যবসায়ীরা প্রশাসনের নজরে না পড়তে মাটি কাটার সময় পাল্টিয়েছে। এসব অসাধু মাটি ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের আইনের আওতায় আনা হবে। তবে এ ব্যপারে জন প্রতিনিধিদের আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি।

    ২৪ ঘন্টা/পূজন সেন/আর এস পি

  • বোয়ালখালীতে ছাত্রলীগের কমিটি গঠন-স্থগিত-বিলুপ্তির ঘোষণায় অসন্তোষ

    বোয়ালখালীতে ছাত্রলীগের কমিটি গঠন-স্থগিত-বিলুপ্তির ঘোষণায় অসন্তোষ

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন, স্থগিত এবং বিলুপ্তির ঘোষণা নিয়ে বিরাজ করছে অসন্তোষ।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কাদাছোঁড়াছুড়ি। ছাত্রলীগের নেতা-কর্মীরা এতোদিন ফেসবুকে নেতাদের সাথে সেলফি পোস্ট দিলেও হঠাৎ করে একে অপরের বিরুদ্ধে সক্রিয় হয়ে দিচ্ছে স্ট্যাটাস। সেইসব স্ট্যাটাসের কমেন্টে ঝড় তুলছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

    দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করে মিছিল
    দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করে মিছিল

    এনিয়ে গত ১৪ মার্চ সকালে ছাত্রলীগের একটি অংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ২৭৬ সদস্য বিশিষ্ট নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিনকে বোয়ালখালীতে অবাঞ্চিত ঘোষণা করে। বিকেলে পোড়ানো হয় কুশপুত্তলিকা।

    আবার বিকেলে ছাত্রলীগের আরেকটি অংশ উপজেলা ছাত্রলীগ ও এর আওতাধীন সকল ইউনিট কমিটি বিলুপ্ত করায় দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করে। উভয়পক্ষ মূলত শক্তির জানান দিতেই এ কর্মসূচি পালন করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

    উপজেলা ও এর আওতাধীন সকল ইউনিট কমিটি বিলুপ্ত করায় দক্ষিণ জেলা সভাপতি-সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের মিছিল

    জানা গেছে, গত ১১ মার্চ দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ মহিন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত একপত্রে বোয়ালখালী পৌরসভা এবং বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

    ওইদিন বিকেলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত আরেক পত্রে তা স্থগিত করা হয়। এ নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। এরই ধারাবাহিকতায় ১২ মার্চ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আরেকটি পত্রে পোপাদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কমিটি গঠন করলে পরদিন ১৩মার্চ দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে উপজেলা ছাত্রলীগ এবং এর আওতাধীন শাখাগুলো বিলুপ্ত ঘোষণা করে।

    উপজেলা জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ মহিন জানান, উপজেলা ছাত্রলীগ কমিটিকে না জানিয়ে কোনো কারণ ছাড়াই নিয়ম বর্হিভূতভাবে পৌরসভা ও কলেজ শাখা ছাত্রলীগ কমিটি স্থগিত করতে পারে না দক্ষিণ জেলা কমিটির সভাপতি।

    কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া উপজেলা কমিটি স্থগিত করে বিশালকায় ও বিরল দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাংগঠনিক নিয়ম ভঙ্গ করেছে। সে ছাত্রসেনা থেকে ছাত্রলীগে অনুপ্রবেশ করে ছাত্রলীগকে ধ্বংস করার পাঁয়তারা করছে। জাতির পিতার আর্দশের সৈনিক ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রাণের সংগঠন নিয়ে কোনো অনুপ্রবেশকারীকে চিনিমিনি খেলতে দেবে না।

    এ ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    ২৪ ঘন্টা/পূজন সেন/আর এস পি

  • বোয়ালখালীতে ৮ ফার্মেসীকে জরিমানা, বিক্রয় নিষিদ্ধ ঔষধ ধ্বংস

    বোয়ালখালীতে ৮ ফার্মেসীকে জরিমানা, বিক্রয় নিষিদ্ধ ঔষধ ধ্বংস

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৮ ফার্মেসীকে ১লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ হাজার টাকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ঔষধ জব্দ করে ধ্বংস করেছেন আদালত।

    সোমবার (৯ মার্চ) বোয়ালখালী পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী।

    তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন মহোদয়ের নির্দেশে এ আদালত পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স বিহীন, ড্রাগিস্ট ও কেমিস্ট বিহীন বিভিন্ন ফার্মেসীতে বিক্রয় নিষিদ্ধ, ঔষধের স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করতে দেখা যায়। এছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় রাখার ঔষধ সংরক্ষণ না করে গুনগত মান নষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও তা বিক্রয় করছিলো ফার্মেসীগুলো।বোয়ালখালীতে ফার্মেসীকে জরিমানা

    ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ধারা ২৭ মোতাবেক পৌর এলাকার জব্বার মার্কেটের নিলু ফার্মেসীর লিটন মজুমদারকে ২৫ হাজার টাকা, মনোয়ারা ফার্মেসীর রঞ্জন ভট্টাচার্যকে ১০ হাজার টাকা, বাবুল দেকে ২৫ হাজার টাকা, হক ফার্মেসীর মো.ফরিদুল আলমকে ১৫ হাজার টাকা, শাহ আমানত মার্কেটের সিকদার ফার্মেসীর বাদল সিকদারকে ১৫ হাজার টাকা, চৌধুরী ফার্মেসীর লিটন কান্তি চৌধুরীকে ১৫ হাজার টাকা, গোমদণ্ডী ফুলতল এলাকার মেসার্স গ্রামীন ডি সি ফার্মেসী এর মুহা. জাহাঙ্গীর আলমকে ১৫ হাজার টাকা এবং গ্রামীন মেডিসিন কর্নারের সাইফুল আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় প্রায় ৫০ হাজার টাকার অবৈধ ঔষধ জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ধ্বংস করা হয়।

    অভিযান পরিচালনায় আদালতকে সহযোগীতা করেন ঔষধ প্রশাসন চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন এম ইমরান ও বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান সরকার।

  • বোয়ালখালীতে এসি ল্যাণ্ডের তৎপরতায় অর্ধ কোটি টাকার সরকারি জায়গা রক্ষা

    বোয়ালখালীতে এসি ল্যাণ্ডের তৎপরতায় অর্ধ কোটি টাকার সরকারি জায়গা রক্ষা

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরীর তৎপরতায় বেদখল হওয়ার হাত থেকে রক্ষা পেল প্রায় অর্ধ কোটি টাকার সরকারি সম্পত্তি।

    বৃহস্পতিবার ( ৫ মার্চ) উপজেলার সারোয়াতলী খিতাপচর এলাকায় ১নং খাস খতিয়ানভুক্ত ২৪ শতক সরকারি জমিতে মাটি ভরাট করে দখলের চেষ্টা চালায় স্থানীয় নাজিম উদ্দিন(৪০) নামের এক ব্যক্তি।

    খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী তাতে বাধা প্রদান করেন এবং সরকারি ওই জায়গার সীমানা চিহ্নিত করে লাল পতাকা উড়িয়ে দেন।বোয়ালখালীতে এসি ল্যাণ্ডের তৎপরতায় অর্ধ কোটি টাকার সরকারি জায়গা রক্ষা

    সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করার অপচেষ্ঠা চালানোয় স্থানীয় আবু সিদ্দিকের ছেলে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারি জমিতে মাটি ভরাট করে অবৈধভাবে দখল করার চেষ্ঠার খবর পেয়ে তাতে বাধা প্রদান করা হয়েছে। ২৪ শতক পরিমাণের এই জায়গার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা হবে।

  • বোয়ালখালীতে জমির মাটি কেটে জরিমানা গুনলেন ব্যবসায়ী, স্ক্যাভেটর জব্দ

    বোয়ালখালীতে জমির মাটি কেটে জরিমানা গুনলেন ব্যবসায়ী, স্ক্যাভেটর জব্দ

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষি জমির মাটি কেটে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনেছেন এক ব্যবসায়ী। এ সময় মাটি কাটার একটি স্ক্যাভেটর জব্দ করেন আদালত।

    বুধবার (৪ মার্চ) উপজেলা পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষি জমির মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে স্থানীয় এসএম দুদু মিয়ার ছেলে এসএম মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত ও মাটির কাটার একটি স্ক্যাভেটর জব্দ করে পোপাদিয়া ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়।

    কৃষি জমির সয়েল কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ পেয়ে উপজেলা নিবার্হী অফিসার আছিয়া খাতুনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

  • বোয়ালখালীতে মা আনন্দময়ী ধামে শ্রীমন্দির উদ্বোধন বৃহস্পতিবার

    বোয়ালখালীতে মা আনন্দময়ী ধামে শ্রীমন্দির উদ্বোধন বৃহস্পতিবার

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী কধুরখীল দক্ষিণ পাড়ায় মা আনন্দময়ী ধামের নব-নির্মিত শ্রীমন্দির এর শুভ উদ্বোধন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।

    তাছাড়া মন্দিরে শ্যামা মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুদিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

    অনুষ্ঠানমালায় রয়েছে বৃহস্পতিবার মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরজিৎ চৌধুরী।

    নবনির্মিত শ্রীমন্দিরের উদ্বোধন করবেন সমাজসেবক অদুল চৌধুরী। শুক্রবার শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ, মহানাম সংর্কীতন ও লীলা কীর্তন। এ আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন শ্রীমন্দির উদ্বোধন উদযাপন কমিটির সভাপতি শরদিন্দু চৌধুরী।