Tag: বোয়ালখালীতে

  • বোয়ালখালীতে গ্রেফতার ৪, মদ-ইয়াবা উদ্ধার

    বোয়ালখালীতে গ্রেফতার ৪, মদ-ইয়াবা উদ্ধার

    চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ২শত ইয়াবা ট্যাবলেট ও ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

    সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার জ্যৈষ্ঠপুরা ও পৌর সদরে এ অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলমকে (৩০) আটক করা হয়।

    তার দেহ তল্লাশী করে কোমড়ে লুঙ্গির সাথে মোড়ানো গোলাপী রঙের ২শত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জাহাঙ্গীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ফতেয়ারখীল এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে।

    এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মো. আরিফুর রহমান সরকার বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করেছেন।

    এর আগে বিকেল ৫টার দিকে জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি সড়কের ৩নং ব্রীজ এলাকা থেকে মোটর সাইকেলে করে চোলাই মদ পরিবহণের সময় পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা চালায় ৩ আরোহী। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ মোটর সাইকেল আরোহী উপজেলার বিদ্রগ্রাম এলাকার বিশু মেম্বার বাড়ীর মৃত প্রিয়জিৎ মিত্রের ছেলে পাপ্পু মিত্র (২২) ও শিব মহাজনের ছেলে রনি মহাজনকে (২০) আটক করে ।

    তাদের সাথে থাকা ৫লিটার চোলাই মদ ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন থানার উপ-পরিদর্শক বাসু দেবনাথ।

    এছাড়া রাত ৯টার দিকে পৌর সদরের গোমদন্ডী ফুলতল এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

    এ সময় নোয়াখালী জেলার সুধারাম থানার দিনমনির হাট এলাকার আনোয়ার হোসেনর ছেলে আইয়ুব খানকে (২১) গ্রেফতার করা হয়। এব্যাপারে বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • বোয়ালখালীতে স্কুল ছাত্রী অপহরণের চেষ্টা, ৪ যুবক আটক

    বোয়ালখালীতে স্কুল ছাত্রী অপহরণের চেষ্টা, ৪ যুবক আটক

    চট্টগ্রামের বোয়ালখালীতে ১৪ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধি এক স্কুল ছাত্রীকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ৪ যুবক। তাদের গণধোলাই দিয়ে বোয়ালখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন জনতা।

    সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কড়লডেঙ্গা মৌলভী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে সোমবার রাতে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।

    মামলা সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার সময় জেএসসি পরীক্ষার প্রবেশপত্র আনতে ঘর থেকে বের হয় বুদ্ধি প্রতিবন্ধি ওই স্কুল ছাত্রী। প্রবেশপত্র নিয়ে তাকে বাড়ী ফেরার পথে উপজেলার উত্তর ভূর্ষি দক্ষিণ পাড়া শহীদ মতিলাল সংঘের পূর্ব পাশে ফাঁকা রাস্তায় দাঁড়ানো একটি অটো রিকশায় (থ-১২-৩৯৮১) তুলে নেয় ৪ জন যুবক।

    এরপর ওই স্কুল ছাত্রীর চিৎকার চেঁচামেচিতে কড়লডেঙ্গা মৌলভীবাজার এলাকায় স্থানীয়রা তাদের আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

    আটককৃতরা হলো, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকার আবুল খায়েরের ছেলে আবুল হাসনাত জনি (২৩), আবুল মুছার ছেলে জয়নাল হাসান (২১), আব্দুল সেলিমের ছেলে মো. শরীফ (২১) ও আব্দুল খালেকের ছেলে বোরহান উদ্দিন (২৬)।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ওই প্রতিবন্ধি ছাত্রীর পিতা এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • কমিউনিটি পুলিশিং ডে, বোয়ালখালীতে আলোচনা ও পুরস্কার বিতরণ

    কমিউনিটি পুলিশিং ডে, বোয়ালখালীতে আলোচনা ও পুরস্কার বিতরণ

    সমাজে অপরাধমূলক কর্মকান্ড রুখে দিতে হলে সবাইকে সচেতন হতে হবে। মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসসহ সকল সামাজিক অপরাধ দমনে আইন শৃঙ্খলাবাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

    শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বোয়ালখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

    কমিউনিটি পুলিশিং কমিটি বোয়ালখালী থানা চট্টগ্রাম আয়োজিত এ অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, জাসদ সভাপতি মনির উদ্দীন আহমদ খান, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, কাজল দে, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সাংবাদিক সিরাজুল ইসলাম ও প্রলয় চৌধুরী মুক্তি।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • বোয়ালখালীতে দুই বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

    বোয়ালখালীতে দুই বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

    চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধ বালুর মহাল করার দায়ে দুই বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলার জ্যৈষ্ঠপুরা ভারাম্বার ঘাট এলাকায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

    এ সময় নদী থেকে উত্তোলণকৃত বালু বিক্রির উদ্দেশ্যে স্তুপ করে রাখার অপরাধে বালু ব্যবসায়ী মো. শওকত হোসেনকে ৫০ হাজার টাকা ও স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সায়েরা বেগমের স্বামী আবু সৈয়দকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনসহ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় জরিমানা করা হয়েছে।

  • বোয়ালখালীতে ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্র চুরি!

    বোয়ালখালীতে ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্র চুরি!

    চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ একভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরের দল।

    বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী রাজার বাড়ীর জাহাঙ্গীর আলমের ঘরে এ ঘটনা ঘটেছে।

    জাহাঙ্গীর আলম বলেন, গত সপ্তাহে স্ত্রী’র অসুস্থতার কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। এ নিয়ে হাসপাতালের দৌড়ঝাঁপ নিয়ে ব্যস্ত ছিলেন। গত রবিবার বাড়ীতে এসে দেখতে পায় ঘরের পেছনের দরজা খোলা।

    অন্যান্য জিনিসপত্র ঠিক থাকলেও আলমিরায় রক্ষিত ব্যাংকের চেকবই, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জায়গাজমির দলিলপত্রসহ আনুমানিক একভরি স্বর্ণালংকার খোয়া গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

    স্থানীয় পৌর কাউন্সিলর নজরুল ইসলাম ননী বলেন, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরার্মশ দেওয়া হয়েছে।

  • বোয়ালখালীতে লক্ষীপূজার দিনে পুকুরে ভাসল ছোট্ট শিশুর নিথর দেহ

    বোয়ালখালীতে লক্ষীপূজার দিনে পুকুরে ভাসল ছোট্ট শিশুর নিথর দেহ

    বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে প্রদীপ নাথ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম শাকপুরা নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।

    নিহত প্রদীপ নাথ একই এলাকার শচীন্দ্র নাথের ছেলে। সে পশ্চিম শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

    নিহতের নিকটাত্মীয় পলাশ নাথ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বাড়িতে লক্ষীপূজা উপলক্ষে সবাই যখন আনন্দে মেতে ছিলেন ঠিক তখনই হারিয়ে গিয়েছে ছোট্ট শিশু প্রদীপ। বিকেল থেকে প্রদীপকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করা হয়। পরবর্তীতে সন্ধ্যার সময় বাড়ির পাশের একটি পুকুরে ভেসে উঠে প্রদীপের নিথর দেহ।

    বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সন্ধ্যার সময় প্রদীপ নামের এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • বোয়ালখালীতে ফটোসেশনে ধুন্ধমার, ছাত্রলীগ নেতা আহত

    বোয়ালখালীতে ফটোসেশনে ধুন্ধমার, ছাত্রলীগ নেতা আহত

    কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর ফটোসেশন করতে গিয়ে ধুন্ধমার খেয়েছে এক ছাত্র নেতা।

    বুধবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে স্যার আশুতোষ সরকারি কলেজ ক্যাম্পাসের প্রবেশপথে এ ঘটনা ঘটেছে। আহত একাদশ ২য় বর্ষের ছাত্র মো. ইয়াছিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কলেজ ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন বাবলু ও আমির হোসেন অভি জানায়, সকালে কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়। এরপর ছাত্রলীগ নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসের প্রবেশ পথে ফটো সেশন করতে যান। ফটোসেশনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগ নেতা শিমুল সর্দার ও মো. ইয়াছিনের মধ্যে কথা কাটাকাটি হয়।

    এর এক পর্যায়ে শিমুল সর্দার ও তন্ময় দে মিলে ইয়াছিনকে ধুন্ধমার দেয়। এতে গুরুতর আহত ইয়াছিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে চমেক হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

    তবে এটি পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন কলেজ ছাত্রলীগ নেতা মো. রাশেদুল হাসান।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ফারুকী বলেন, ছাত্রলীগের কয়েকজন কর্মীদের মধ্যে মারামারি হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বোয়ালখালীতে মূল্য তালিকা না রাখায় ৬ দোকানিকে জরিমানা

    বোয়ালখালীতে মূল্য তালিকা না রাখায় ৬ দোকানিকে জরিমানা

    চট্টগ্রামের বোয়ালখালীতে মূল্য তালিকা না রাখায় ৬ দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার আছিয়া খাতুন।

    উপজেলা সদরের মুদির দোকানদার মো. ইকবাল হোসেন, হামিদুর রহমান, অধীর চৌধুরী, সেকান্দর আলম ও খাজা স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। একই আইনে মো. বাহাদুরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    উপজেলা নিবার্হী অফিসার আছিয়া খাতুন বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখায় এ জরিমানা করা হয়েছে। পেঁয়াজসহ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

  • বোয়ালখালীতে বিষপান,৭ দিন পর ঢাকায় গৃহবধূর মৃত্যু

    বোয়ালখালীতে বিষপান,৭ দিন পর ঢাকায় গৃহবধূর মৃত্যু

    চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপানের ৭দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৈশাখী দে (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

    নিহত বৈশাখী দে উপজেলার দক্ষিণ জৈষ্ঠ্যপুরা গ্রামের প্রবাসী সুজন দে এর স্ত্রী। তাদের সংসারে অংকন দে নামের ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

    তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

    স্থানীয়রা জানায়, বৈশাখী দে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে তার ছেলেকে মারধর করে। এ নিয়ে বৈশাখীর শ্বশুড় রণজিৎ দে ও দেবর সুমন দে বকাবকি করেন। এতে বৈশাখী অভিমান করে কীটনাশক খেয়ে ফেলেন।

    মুমূর্ষ অবস্থায় স্বজনরা বৈশাখীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে বৈশাখীর উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় বৈশাখী শনিবার ভোরে মারা যান।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফরুকী বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে আবদুল আলম নামের এক কৃষক।

    আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    নিহত প্রবাসী আবদুল আলম উপজেলার উত্তর কড়লডেঙ্গার ছদর আলী চৌকিদার বাড়ীর মৃত হাকি মিয়ার ছেলে। তিনি ৪ কন্যার সন্তানের জনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    স্থানীয়রা জানান আবদুল আলম গত ৫ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন এবং ব্রুনাইয়ের যাওয়ার জন্য ভিসা আসায় আগামী মাসে আবারো বিদেশ যাওয়ার কথা ছিলো।

    আজ বুধবার ভোরে নিজের জমি দেখতে গিয়ে হাতির পালের কবলে পড়ে যান। হাতির পদদলিত হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

    তথ্যটি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘন্টা/পুজন সেন/রাজীব..