Tag: ব্যক্তিগত সুরক্ষা

  • বোয়ালখালীতে ২৫ চিকিৎসক-নার্স পেলেন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

    বোয়ালখালীতে ২৫ চিকিৎসক-নার্স পেলেন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পেয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৫ জন চিকিৎসক ও নার্স।

    এছাড়া মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্ল্যাভসসহ নানা সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    আজ সোমবার (২৩ মার্চ) উপজেলা প্রাণি সম্পদ অধিদফতরের সহযোগীতায় এসব ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছিয়া খাতুন।

    এতে করে কর্মরত চিকিৎসক ও নার্সরা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের মাধ্যমে পূর্ণ সুরক্ষা পাবেন এবং হাসপাতালে চিকিৎসা সেবা নির্দ্বিধায় দিতে পারবেন বলে জানিয়েছেন ইউএনও আছিয়া খাতুন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. সুলতান মাহমুদ ।

    উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন , উপজেলা হাসপাতালে কর্মরত ২৫ জন চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পেয়েছেন। আরো ২০ জন নার্স, ২ জন ওয়ার্ডবয়সহ ৩১ জনের জন্য এসব সরঞ্জাম প্রয়োজন ।

    ২৪ ঘন্টা/পূজন সেন/আর এস পি