Tag: ব্যবসায়ি

  • ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাঁশখালীতে মুরগী ব্যবসায়ির মৃত্যু

    ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাঁশখালীতে মুরগী ব্যবসায়ির মৃত্যু

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে।

    গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) রাতে ব্যাসা প্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার পথে খুনের ঘটনাটি ঘটে।

    নিহত নুরুল ইসলাম উপজেলার চাম্বল বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ওই বাজারে মুরগী ও ডিমের ব্যবসা করতেন বলে জানা গেছে।

    জানা যায়, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে কয়েকজন ছিনতাইকারী তার পথ আগলে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা ব্যবসার নগদ ৩ লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

    পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়িকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি সফিউল কবীর। তিনি বলেন, হত্যাকারীদের চিহ্নিত করার লক্ষ্যে থানা পুলিশের তৎপরতা চলছে। খুব শীঘ্রই হত্যাকারীদের গ্রেফতার করা হবে বললেন ওসি।

    ২৪ ঘন্টা/প্রিন্স

  • বাইরে থেকে বন্ধ ভেতরে বাণিজ্য, ছদ্মবেশধারী ইউএনও’র হাতে ধরা ব্যবসায়ি

    বাইরে থেকে বন্ধ ভেতরে বাণিজ্য, ছদ্মবেশধারী ইউএনও’র হাতে ধরা ব্যবসায়ি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : করোনা মহামারির কারণে সরকারি বিধি নিষেধ থাকায় পটিয়া সদরে ব্যবসা করতে না পেরে গ্রামকেই বেচে নিয়েছে অনেক ব্যবসায়ি।

    আবার অনেকেই দিনের বেলার মতোই দোকানের বাইরে থেকে বন্ধ রেখে ভেতরে জমজমাট ভাবেই বেঁচা কেনা করছে। মানছে না সামাজিক দুরত্ব। নানাভাবে বুঝিয়েও প্রশাসনের কোন কথায় কর্ণপাত করছে না এসব ব্যবসায়িরা।   

    তবে করোনা মহামারিতে ব্যস্ত প্রশাসনের সাথে এমন লুকোচুরি করা অসাধূ ব্যবসায়িদের শায়েস্তা করার লক্ষ্যে ভিন্ন পন্থা অবলম্বন করছে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

    তিনি গতকাল ভোর থেকে বুধবার বিকেল পর্যন্ত ছদ্মবেশ ধারণ করে ক্রেতা সেজে এরকম একাধিক ব্যবসায়িকে হাতেনাতে ধরেছেন। তবে সামান্য জরিমানা করে শেষবারের মত সকলকে সতর্ক ও সাবধান করে দেন।

    জানা যায়, চট্টগ্রামের পটিয়ার স্বাস্থ্য বিধি না মেনে প্রতিনিয়ত প্রসাশনের সাথে লুকোচুরি করে ব্যবসা করে যাচ্ছে পটিয়া কতিপয় কিছু ব্যবসায়ী। কেউ গভীর রাতে আবার কেউ ভোরে ক্রেতাদের সাথে ফোনে কন্ট্রাক করে দোকান খুলে ব্যবসা পরিচালনা করে আসছে।

    এদিকে পটিয়ার দোকান মালিক সমিতির প্রথমে দোকান বন্ধ রাখার ঘোষণা দিলেও নানা জটিলতায় আবারও দোকান চালু করেন একাধিক ব্যাবসায়ী। গত কিছুদিন ধরে পটিয়াতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে উপজেলা প্রসাশনের সাথে বৈঠক করে ব্যবসায়িরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

    কিন্তু আইনের তোয়াক্কা না করে প্রায় প্রতিদিন মাঝ রাতে কিংবা ভোরে ক্রেতাদের দোকানে ডেকে এনে ব্যবসা পরিচালনা করে আসছে অসাধু ব্যাবসায়ীরা। স্বাস্থ্য বিধি না মেনে জনসমাগম করে ব্যবসা করার অপরাধে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বিভিন্ন সময় অর্থদণ্ড প্রদান করলেও এসব লোভী ব্যবসায়িদের ঠেকানো যাচ্ছে না।

    এদিকে প্রশাসনের কড়াকড়িতে অনেক ব্যবসায়ী পটিয়া সদরে ব্যবসা করতে না পেরে এখন গ্রামকে বেছে নিয়েছেন এবং গ্রামে গ্রামে অস্থায়ী ভাবে দোকান খুলে স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করছে।

    আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী জনস্বার্থে অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

    তিনি আজ উপজেলার ছনহরা, দক্ষিণ ছনহরা, মুরালীঘাট বাজার, দক্ষিন বাথুয়া, আশিয়া সহ বিভিন্ন এলাকায় ভাসমান দোকান বসিয়ে জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৪ দোকানের মালিককে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভাসমান দোকানগুলো বন্ধ করে দেন।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, জনগণের স্বার্থে এধরনের অভিযান অব্যহত থাকবে।

    ২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/ রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে জনতা ব্যাংকের কর্মকর্তা করোনায় আক্রান্ত, নমুনায় পজেটিভ ব্যবসায়ির

    চট্টগ্রামে জনতা ব্যাংকের কর্মকর্তা করোনায় আক্রান্ত, নমুনায় পজেটিভ ব্যবসায়ির

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে এবার মরণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জনতা ব্যাংকের সীতাকুণ্ড শাখার এক সহকারী ব্যবস্থাপক। তার বয়স ৪০।

    চট্টগ্রাম নগরীর হালিশহর থানা নয়াবাজার চুনা ফ্যাক্টরির মোড়ে তার বাসা। শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের দুটি ল্যাবে মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করে যে ২ জনের করোনা পজেটিভ আসে, তার মধ্যে তিনি একজন।

    এছাড়া একই দিনে আক্রান্ত অপর ব্যাক্তিটিও একই থানা এলাকার আগ্রাবাদ শান্তিবাগ আবাসিকের বাসিন্দা। বয়স ৩০। তিনি নগরীর কোতোয়ালী থানার তিন পুলের মাথায় ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন বলে জানা গেছে।

    তথ্যগুলো নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, গতকাল শনিবার রাতে চট্টগ্রামে যে দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দুজনই হালিশহর থানা এলাকার।

    এর মধ্যে একজন জনতা ব্যাংকের সীতাকুণ্ড শাখার সহকারি ব্যবস্থাপক। তিনি গত ৭ এপ্রিল সর্বশেষ কর্মস্থলে গিয়েছিলেন বলে পারিবারিক ভাবে জানানো হয়।

    অপর শনাক্ত ব্যাক্তিটি ব্যবসায়ি। নগরীর তিন পুলের মাথায় তার ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান আছে। তিনিও গত ২৫ মার্চের পরে আর দোকান খুলেননি।

    শনিবার রাত ১১টার সময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের দুটি ল্যাবে মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়।

    এরমধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০টি নমুনা পরীক্ষা করা হলেও সেখানে সবকয়টি ফলাফল নেগেটিভি আসে।

    তবে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ ১৬৯টি নমুনায় দুজন করোনায় আক্রান্ত হয়।

    চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে জানা গেছে, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ করোনা রোগীর নমুনা পরীক্ষা শুরু হয় গত ২৬ মার্চ। সেখানে গতকাল ২৫ এপ্রিল পর্যন্ত মোট ২ হাজার ৪শ ২১ জনের নমুন পরীক্ষা হয়।

    এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৪ জনের । চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন। এর মধ্যে এক শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন।

    এছাড়া লক্ষ্মীপুরের ২৯ জন, নোয়াখালীর চারজন, বান্দরবানের তিনজন এবং ফেনীর দুজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

    এদিকে গতকাল ২৫ এপ্রিল থেকে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)র ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে ২০টি নমুনা পরীক্ষা করা হলেও সেখানে সবকয়টি ফলাফল নেগেটিভি আসে।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • হাটহাজারীতে লকডাউন উপেক্ষা করে দোকান খোলায় জরিমানা

    হাটহাজারীতে লকডাউন উপেক্ষা করে দোকান খোলায় জরিমানা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণরোধে গত ১৯ এপ্রিল হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করে প্রশাসন।

    কিন্তু প্রশাসনের এ ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লকডাউন উপেক্ষা করে নানা কৌশলে দোকান খোলা রেখে ব্যবসা করে যাচ্ছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। কখনো প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে সাময়িক পালিয়ে যাচ্ছে আবার কখনো দোকানের বাইরের তালা দিয়ে ভিতরে জমজমাট ব্যবসা করছে।

    হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারে ঠিক এমন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর সন্ধান পান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান বন্ধসহ তিন দোকানীকে ৫ হাচার টাকা জরিমানা করেন।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২২ এপ্রিল) হাটহাজারী উপজেলার চৌধুরী হাট বাজার এলাকায় ইউএনও রুহুল আমিন ক্রেতা সেজে তিনটি কাপড়ের দোকানের অভিযান চালিয়ে জরিমানা করেন। এসময় অন্য দোকানদাররা অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে গেলেও ইউএনওর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ ফোর্স সাড়াশি অভিযান চালায়।

    অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক দুরুত্ব বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/মো. পারভেজ/ আর এস পি

  • করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    ২৪ ঘণ্টা ডেস্ক নিউজ || করোনা সংক্রমনে যেখানে সারাদেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে দেশের এক শ্রেনীর মুনাফা লোভী ব্যবসায়িরা বিপুল মুনাফা লাভের জন্য করোনা চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী মজুদ করে

    পিপিই সংকটে একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। অথচ মাস্ক, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজার, পিপিইসহ করোনা কালে প্রয়োজন এমন সকল সামগ্রী মজুদ রেখে বেশি দামে বিক্রি করছে মুনাফালোভীরা।

    মাত্র ১৮০ টাকার একটি মাস্ক এন নাইন্টি ফাইভ নাম দিয়ে বিক্রি হচ্ছে ১৫শ টাকায়। এ যেন দুর্যোগের সুযোগে হরিলুট।

    বৃহস্পতিবার সন্ধ্যায় (১৬ এপ্রিল)
    রাজধানীর বাংলামোটরের জহুরা স্কয়ার মার্কেটের এবিসি করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে করোনার কিট ও পিপিইর বিশাল মজুদ পাওয়া গেল এখানে। সঙ্গে আছে মাক্স, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজারসহ চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী।

    এসব সামগ্রী উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালকসহ ৩ জনকে।এন নাইনটি ফাইভ মাস্ক

    পুলিশ জানায়, প্রতিষ্ঠানটিতে নকল এন৯৫ মাস্ক তৈরি হচ্ছে এমন খবরে এ অভিযান চালানো হয়।

    ডিএমপি রমনা জোন এডিসি আজিমুল হক জানান, আমাদের চেকপোস্টে একব্যক্তি অভিযোগ করে তাকে ২০টি মাস্ক ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

    এ অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি তার মালিককে ধরতে সক্ষম হয়েছি।

    এখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাস্ক, পিপিইসহ সুরক্ষা সরঞ্জাস এবং চায়না মেডিকেল কিট উদ্ধার করেছি। এসব সামগ্রী তারা চড়া মূল্যে বিক্রি করছে।

    প্রতিষ্ঠানটির কাছে এসব সুরক্ষাসামগ্রী আমদানি ও মজুদের পক্ষে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালকসহ আটক ৩ জনের বিরুদ্ধে কালোবাজারীর অভিযোগে নিয়মিত মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে সমুদা বেগম (৪০) নামে গুলিবিদ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার বাসিন্দা মৃত নূর সালামের স্ত্রী।

    পুলিশের ভাষ্যমতে,নিহত নারী একজন ইয়াবা ব্যবসায়ী । পেটের ভিতর করে ইয়াবা পাচার করত বলে জনশ্রুতি রয়েছে । তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়েছে। নিহত নারীর বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে ।

    শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা হোয়াইক্যং ইউনিয়নে খারাংখালী লবণের মাঠ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

    এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

    তিনি বলেন, পুলিশের একটি টহল দল প্রতিদিনের মতোই টহল দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে দূর থেকে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পাওয়া যায়। পরে তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের একাধিক গুলির চিহ্ন রয়েছে । তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে । পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

    ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কারণে এ ঘটনা ঘটে পারে বলে ধারণা করা হচ্ছে । এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

  • বহদ্দারহাট থেকে ইয়াবার চালানসহ ব্যবসায়ী আটক

    বহদ্দারহাট থেকে ইয়াবার চালানসহ ব্যবসায়ী আটক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা বহদ্দারহাট এলাকা থেকে ইয়াবার একটি চালানসহ জসিম উদ্দিন সিরাজ (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব। এসময় তার কাছ থেকে ১৯ হাজার ৫শ ৭৫ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহণে ব্যবহৃত মোটর সাইকেলটি (ঢাকা মেট্্েরা ল- ২৭-৯৯৫৬) জব্দ করা হয়।

    ১১ নভেম্বর সোমবার দুপুর পৌণে ২টার সময় বহদ্দারহাটের নিউ ম্যানিলা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জসিম গাজীপুর জেলার শ্রীপুর বরমী ছিটপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

    র‌্যাবের সহকারি পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন তথ্যটি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে একটি মোটর সাইকেলে করে ইয়াবার একটি চালান নিয়ে ঢাকার উদ্দ্যেশে যাচ্ছে এমন সংবাদে বর্ণিত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‌্যাবের একটি টিম।

    সোমবার দুপুরে চেকপোস্টে একটি মোটর সাইকেলকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মোটর সাইকেলসহ জসিমকে আটক করা হয়। এসময় জসিমের দেহ তল্লাশী করে তার কাঁধে থাকা কালো ব্যাগের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ১৯ হাজার ৫শ ৭৫ পিস ইয়াবা উদ্ধারসহ মোটর সাইকেলটি জব্দ করা হয়।

    আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম দীর্ঘদিন ধরে চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করে আসছেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।