২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে এবার মরণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জনতা ব্যাংকের সীতাকুণ্ড শাখার এক সহকারী ব্যবস্থাপক। তার বয়স ৪০।
চট্টগ্রাম নগরীর হালিশহর থানা নয়াবাজার চুনা ফ্যাক্টরির মোড়ে তার বাসা। শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের দুটি ল্যাবে মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করে যে ২ জনের করোনা পজেটিভ আসে, তার মধ্যে তিনি একজন।
এছাড়া একই দিনে আক্রান্ত অপর ব্যাক্তিটিও একই থানা এলাকার আগ্রাবাদ শান্তিবাগ আবাসিকের বাসিন্দা। বয়স ৩০। তিনি নগরীর কোতোয়ালী থানার তিন পুলের মাথায় ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন বলে জানা গেছে।
তথ্যগুলো নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, গতকাল শনিবার রাতে চট্টগ্রামে যে দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দুজনই হালিশহর থানা এলাকার।
এর মধ্যে একজন জনতা ব্যাংকের সীতাকুণ্ড শাখার সহকারি ব্যবস্থাপক। তিনি গত ৭ এপ্রিল সর্বশেষ কর্মস্থলে গিয়েছিলেন বলে পারিবারিক ভাবে জানানো হয়।
অপর শনাক্ত ব্যাক্তিটি ব্যবসায়ি। নগরীর তিন পুলের মাথায় তার ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান আছে। তিনিও গত ২৫ মার্চের পরে আর দোকান খুলেননি।
শনিবার রাত ১১টার সময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের দুটি ল্যাবে মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০টি নমুনা পরীক্ষা করা হলেও সেখানে সবকয়টি ফলাফল নেগেটিভি আসে।
তবে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ ১৬৯টি নমুনায় দুজন করোনায় আক্রান্ত হয়।
চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে জানা গেছে, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ করোনা রোগীর নমুনা পরীক্ষা শুরু হয় গত ২৬ মার্চ। সেখানে গতকাল ২৫ এপ্রিল পর্যন্ত মোট ২ হাজার ৪শ ২১ জনের নমুন পরীক্ষা হয়।
এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৪ জনের । চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন। এর মধ্যে এক শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন।
এছাড়া লক্ষ্মীপুরের ২৯ জন, নোয়াখালীর চারজন, বান্দরবানের তিনজন এবং ফেনীর দুজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
এদিকে গতকাল ২৫ এপ্রিল থেকে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)র ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে ২০টি নমুনা পরীক্ষা করা হলেও সেখানে সবকয়টি ফলাফল নেগেটিভি আসে।
২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স