বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে স্বাস্থ্য বিধি না মেনে জুতা-কাপড়ের দোকানে ক্রেতার ভীড় জমানোয় ৪ ব্যবসায়ী জরিমানা গুনেছেন ভ্রাম্যমাণ আদালতে।
মঙ্গলবার (১৯ মে) বোয়ালখালী পৌরসভা চৌধুরী হাটে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হোক চৌধুরী।
তিনি জানান, পৌর এলাকার কধুরখীল চৌধুরী হাটের জুতা ও কাপড়ের দোকানগুলোতে স্বাস্থ্য বিধি না মেনে শিশু নিয়ে নারীদের ভীড় দেখা যায়।
এসময় স্বাস্থ্য বিধি না মানায় ব্যবসায়ী মো.তালেবকে ৫ হাজার টাকা, মো.ইউনুছকে ১০ হাজার টাকা, আব্দুল হানিফকে ৩ হাজার ও নাছির উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে স্বাস্থ্য বিধি না মানায় ব্যাপক সংক্রমনের আশংকায় দোকান মালিক সমিতির সাথে কথা বলে ঈদ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতীত সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়।
২৪ ঘণ্টা/এম আর/পূজন