Tag: ব্যবসায়ীকে জরিমানা

  • বোয়ালখালীতে জুতা-কাপড়ের দোকানে ভীড় জমানোয় ৪ ব্যবসায়ীকে জরিমানা

    বোয়ালখালীতে জুতা-কাপড়ের দোকানে ভীড় জমানোয় ৪ ব্যবসায়ীকে জরিমানা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে স্বাস্থ্য বিধি না মেনে জুতা-কাপড়ের দোকানে ক্রেতার ভীড় জমানোয় ৪ ব্যবসায়ী জরিমানা গুনেছেন ভ্রাম্যমাণ আদালতে।

    মঙ্গলবার (১৯ মে) বোয়ালখালী পৌরসভা চৌধুরী হাটে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হোক চৌধুরী।

    তিনি জানান, পৌর এলাকার কধুরখীল চৌধুরী হাটের জুতা ও কাপড়ের দোকানগুলোতে স্বাস্থ্য বিধি না মেনে শিশু নিয়ে নারীদের ভীড় দেখা যায়।

    এসময় স্বাস্থ্য বিধি না মানায় ব্যবসায়ী মো.তালেবকে ৫ হাজার টাকা, মো.ইউনুছকে ১০ হাজার টাকা, আব্দুল হানিফকে ৩ হাজার ও নাছির উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    পরে স্বাস্থ্য বিধি না মানায় ব্যাপক সংক্রমনের আশংকায় দোকান মালিক সমিতির সাথে কথা বলে ঈদ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতীত সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • বোয়ালখালীতে ২ ব্যবসায়ীকে জরিমানা

    বোয়ালখালীতে ২ ব্যবসায়ীকে জরিমানা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ২ ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    শনিবার (২১ মার্চ) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের নুরুল্লা মুন্সীর হাট ও কেরানী বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

    এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির করায় কেরানী বাজারের ব্যবসায়ী সুজন দে কে ১০হাজার ও আব্দুর রহমান ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

    তিনি জানান, করোনা ইস্যুতে কেউ যাতে দ্রব্য মূল্য বাড়াতে না পারেন সেই লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে মজুদ না করার জন্য ক্রেতাদের অনুরোধ জানিয়েছেন তিনি।