২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ফিশারিঘাটে বৃহস্পতিবার ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বিভিন্ন হোটেলসহ অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও অন্তত ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
তথ্যটি নিশ্চিত করে ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার ভোরে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার স্টেশন থেকে ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।