Tag: ব্যাংক এশিয়া

  • সীতাকুণ্ডে ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ

    সীতাকুণ্ডে ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ব্যাংক এশিয়া। তারই অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা অডিটোরিয়ামে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আশরাফুল হক চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ব্যাংক এশিয়ার চট্টগ্রাম জোনাল হেড জাহাঙ্গীর আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবাল হোছাইন, জিয়াউল হাসান মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সীতাকুণ্ডে ব্যাংক এশিয়ার আউটলেট শাখার উদ্বোধন

    সীতাকুণ্ডে ব্যাংক এশিয়ার আউটলেট শাখার উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের আইআইইউসি গেইট এলাকায় ব্যাংক এশিয়ার আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।

    বুধবার সকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় উক্ত এজেন্ট ব্যাংকিংয়ের শাখা অফিস ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ।

    চট্টগ্রাম বিভাগের ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিধ আ.ম.ম দিলসাদ।

    মোঃ মুন্নার সঞ্চালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, চট্টগ্রাম জোনের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড অব সালমা রহমান, রিজিওনাল ম্যানেজার এইচ.এম এরশাদুর রহমান, ব্যাংক এশিয়া ভাটিয়ারী শাখার ম্যানেজার সোলতান আলাউদ্দিন, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহেদ ইমরান, আউটলেট শাখার উদ্যোক্তা শামসুল আলম পাভেল প্রমুখ।

    বক্তারা বলেন, গ্রাহকরা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ! এখন পাড়া-মহল্লার দোকানেই পরিশোধ করা যায় বিদ্যুৎ বিল। তোলা যায় বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের টাকাও। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এই দুটি উল্লেখযোগ্য সেবার বাইরেও এজেন্ট ব্যাংকিংয়ে পাওয়া যাচ্ছে প্রচলিত ব্যাংকের সব সেবা। তাই দিনে দিনে জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন তফসিলি ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং’।

    বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এজেন্ট নিয়োগ করে জনগণকে স্বল্প ব্যয়ে, নিরাপদ ও আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দিতে ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে ডিজিটাল সেন্টার থেকে ব্যাংকিং সেবা প্রদানের জন্য ব্যাংক এশিয়ার সাথে পোষ্ট অফিসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

    এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, স্থানান্তর (দেশের ভিতর), রেমিট্যান্স উত্তোলন, মেয়াদি আমানত প্রকল্প চালু, ইউটিলিটি বিল পরিশোধ, ঋণ গ্রহণ ও পরিশোধ এবং সামাজিক নিরাপত্তার আওতায় সরকারি ভর্তুকির টাকা গ্রহণ করা যায়।

    আমাদের দেশের পোষ্ট অফিস একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। বর্তমানে ডিজিটাল যুগে পোষ্ট অফিসের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদানসহ নানা কাজে গুরুত্ব হারালেও বর্তমান সরকার পোষ্ট অফিসগুলোকে আধুনিকায়ন করে ব্যাংককের সাথে এড করে দিয়েছে। যার ফলে এখন পোষ্ট অফিসের মাধ্যমে জনগন আধুনিক সেবা পাচ্ছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা লকডাউন: কোয়ারেন্টাইনে ১৫ জন

    ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা লকডাউন: কোয়ারেন্টাইনে ১৫ জন

    করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক গার্মেন্ট কর্মকর্তার যাতায়াত ছিল চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত ব্যাংক এশিয়ার শাখায়। এই তথ্য নিশ্চিত হওয়ার পর ব্যাংকের ওই শাখা লকডাউন করা হয়। সেই সঙ্গে ওই শাখায় কর্মরত ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পুলিশের উপস্থিতিতে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা লকডাউনের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

    কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বুধবার চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিনজনের একজন গার্টেক্স গার্মেন্টসের কর্মকর্তা। তিনি গত ১ এপ্রিল অফিসের কাজে ওই ব্যাংকে এসেছিলেন। এরপর তার এক সহকর্মীরাও গত ৫ এপ্রিল ওই ব্যাংকে এসেছিলেন। এজন্য পুলিশের পক্ষ থেকে ওই শাখা লকডাউন করে ১৫ জনকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার জন্য বলা হয়েছে। আগামী ১৪ দিন ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা বন্ধ থাকবে।