Tag: ব্যাডমিন্টন

  • ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে নিহত ২

    ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে নিহত ২

    কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কা-তর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন। তারা হলেন- কায়সার হামিদ (৩৫) ও সায়েদুল ইসলাম (৩৩)।

    সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) ও নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম (৩৩)।

    তারা দু’জনই পেশায় বাস কাউন্টারের ম্যানেজার।
    প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজন খোরশেদ- মনির উদ্দিন জানান- ব্যাডমিন্টন খেলায় স্থানীয় জয়নাল, আতিক, মিজানুৃর রহমান ও মুফিজের সঙ্গে নাস্তা নিয়ে তর্কা-তর্কি হয়। তারপর সবাই যার যার মতো চলে যায়। কিন্তু হঠাৎ অতর্কিত অবস্থায় জয়নাল, মুফিজ ও মিজানরা সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

    পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

    কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল হুদা বলেন, খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

     

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ

    কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

    এতে প্রথম রানার-আপ হয়েছে ইংরেজি বিভাগ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে লোকপ্রশাসন বিভাগ।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ড. মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

    এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুর চাহিদা রয়েছে। কিন্তু আমাদের রিসোর্স কম। প্রশাসন কে কাজ করতে দিতে হবে।’