Tag: ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন

  • সদস্য সংগ্রহ কর্মসূচীতে ছাত্রদলের মাঝে প্রাণসঞ্চার সৃষ্টি হয়েছে: মীর হেলাল

    সদস্য সংগ্রহ কর্মসূচীতে ছাত্রদলের মাঝে প্রাণসঞ্চার সৃষ্টি হয়েছে: মীর হেলাল

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নবঘোষিত হাটহাজারী উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা কর্তৃক মঙ্গলবার (১৩ অক্টোবর) তৃণমূল পর্যায়ে ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    জাতীয়তাবাদী ছাত্রদল হাটহাজারী উপজেলা শাখার আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

    মতবিনিময় কালে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচী শুরু করার ফলে, সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ছাত্রদের মাঝে প্রাণসঞ্চার হয়েছে। দেশনায়ক তারেক রহমানের বিচক্ষণ এবং দূরদর্শী নির্দেশনায় বিভাগীয় টিম এবং কেন্দ্রীয় সংসদ জেলা কমিটির প্রস্তাবনা বিচক্ষণতার সাথে যাচাই বাছাই করে সঠিক নেতৃত্ব নির্ধারণ করেছেন যার প্রমান দৃশ্যমান প্রতিটি কর্মসূচি প্রতিটি নবগঠিত কমিটি সফলতার সাথে পালন করেছে। এই সকল নবগঠিত কমিটিগুলোর নেতৃবৃন্দগণ সকলকে সাথে নিয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে।

    তিনি আরো বলেন, চট্টগ্রাম উত্তর জেলাসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা কমিটিতে যেইভাবে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ণ করা হয়েছে তা প্রশংসনীয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হাটহাজারীর পূর্ববর্তী কমিটির মত নবগঠিত কমিটির নেতৃবৃন্দও তৃণমূল কে সংগঠিত করবে এবং প্রয়োজনে তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি করে হাটহাজারী ছাত্রদলকে আরো সুসংগঠিত করবে।

    সভায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপি আহ্বায়ক নুর মোহাম্মদ। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী।

    হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আবদুল মুবিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নুরুল কবির তালুকদার, সাবেক যুগ্ন আহবায়কবৃন্দ আলাউদ্দিন তালুকদার, সালাউদ্দিন খালেদ, মিজান টিপু, নাহিদ চৌধুরী, গিয়াস উদ্দিন রিসার্ড। এতে আরো উপস্থিত ছিলেন নবগঠিত হাটহাজারী উপজেলা ছাত্রদল যুগ্ন-আহবায়ক মো:নূর উদ্দিন, বাবু সালাম চৌধুরী, মো: জাহেদুল ইসলাম, মো:আবু নাঈম, মো:নূর নবী। নবগঠিত হাটহাজারী পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মো:সাহেদ খান, যুগ্ন-আহবায়কবৃন্দ মো:আবদুল্লাহ্ আলম মামুন, মো নোমান হোসেন, মো:রাসেল, মো: মুজিবুল হক, মো:রাশেদ, মো: শাহজালাল ফরহাদ। নবগঠিত হাটহাজারী সরকারি বিশ্ব:কলেজ ছাত্রদলের আহবায়ক মো:রাসেল, সদস্য সচিব মো:মোবিনুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো: আহমান হাবীব, মো:রিয়াজ, মো:ওসমান গণি তারেক, নবগঠিত কুয়াইশ শেখ মো: বি কলেজ শাখার আহবায়ক মো: সাজ্জাদ হোসেন রানা, সদস্য সচিব মো:ফাহাদ আহমেদ মাহিন। নবগঠিত শহীদ জিয়াউর রহমান সিটি কর্পো: ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মো : ওমর ফারুক, সদস্য সচিব রিয়াজ উদ্দিন সম্রাট। যুগ্ন-আহবায়ক -মো: মনির হোসেন।

    নবগঠিত ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মো: আলমগীর, সদস্য সচিব জোবায়ের সায়মন অনতু, যুগ্ন-আহবায়ক মো: রায়হান, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্যবৃন্দ যথাক্রমে মো:দিদারুল আলম রোকন, মো:ওসমান গণি, মো:ইয়াসিন ফরহাদ, মো:আরমান আমিন, নবগঠিত হাটহাজারী পৌরসভা ছাত্রদলের সদস্যবৃন্দ মো:ইরফান, মো:রিদোয়ান, মো:সাইফুল ইসলাম সাইম, মো:হোসেন,মো:রবিউল হোসেন সাকিব। নবগঠিত হাটহাজারী সরকারি বিশ্ব:কলেজ ছাত্রদলের সদস্যবৃন্দ মো: ফয়সাল ইসলাম, মো: মাসুদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে করোনাকালীন দুর্যোগ মুহূর্তে রাজনীতির উর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে আরো বেশি সহানুভূতিশীল হই:মীর হেলাল

    ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে করোনাকালীন দুর্যোগ মুহূর্তে রাজনীতির উর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে আরো বেশি সহানুভূতিশীল হই:মীর হেলাল

    ঈদ উল আযহা উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির সদস্য, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল হাটহাজারীবাসী, চট্টগ্রাম মহানগর এবং দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

    ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি অপরিমেয় অনুগত্যের এক অপূর্ব ও অদ্বিতীয় নিদর্শন। একটি শান্তিপূর্ণ ও সহনশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় ধৈর্য্য ও সহনশীলতা অপরিহার্য। পবিত্র ঈদ-উল-আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তায়, চেতনায় এবং কর্মে প্রতিফলন ঘটাতে হবে

    ঈদ উল আযহা উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির সদস্য, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল এর শুভেচ্ছা বাণী

    ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি অপরিমেয় অনুগত্যের এক অপূর্ব ও অদ্বিতীয় নিদর্শন। একটি শান্তিপূর্ণ ও সহনশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় ধৈর্য্য ও সহনশীলতা অপরিহার্য। পবিত্র ঈদ-উল-আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তায়, চেতনায় এবং কর্মে প্রতিফলন ঘটাতে হবে। চেষ্টা করতে হবে বাংলাদেশকে একটি সুন্দর, সফল, কার্যকর এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। ঈদ উল আযহার চেতনার আলোকে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সহনশীলতা, সহমর্মিতা, ধৈর্য্যশীলতা ও ত্যাগী মনোভাবকে প্রাধান্য দেয়া এবং চর্চা করাই হউক আমাদের পাথেয়। আমরা সকলে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।

    ব্যারিস্টার মীর হেলাল বাণীতে বলেন, আমি বিশ্বাস করি পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম জাতির ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে, কল্যানকর করবে। ত্যাগের মহিমায় গড়ে উঠবে এক শান্তিপূর্ণ নতুন পৃথিবী ইন শা আল্লাহ। এই মহাদুর্যোগ কোভিড ১৯ এ পৃথিবীতে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার ভয়াবহতা বাংলাদেশে আরো প্রকটভাবে দেখা দিয়েছে। ঈদ উল আযহার ত্যাগের তাৎপর্য হৃদয়ে ধারণ করে আসুন আমরা আমাদের পরিবার-পরিজন, প্রতিবেশী, বন্ধু এবং পরিচিতদের মধ্যে, যাদের প্রয়োজন, তাদের পাশে আমাদের সাধ্য অনুযায়ী দাঁড়াই। বিলিয়ে দেই ঈদ সবার তরে, বাড়িয়ে দেই মানবিক সহায়তার হাত।

    তিনি দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে করোনা কালীন এই দুর্যোগ মুহূর্তে আসুন আমরা সকলে রাজনীতির উর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে আরো বেশি সহানুভূতিশীল হই। সাধারণ মানুষের পাশে এই মুহর্তে দাড়ানো আমাদের সকলের দায়িত্ব এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করি। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক পরিধান করি, নিজে সুস্থ থাকি এবং অন্যকে নিরাপদ রাখি।

    সর্বশক্তিমান আল্লাহ্তাআলা সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। সবাই কে ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মোশাররফ হোসেন দীপ্তি’র পিতা আলহাজ্ব হাবিবুল্লাহ’র মৃত্যুতে ব্যারিস্টার মীর হেলালের শোক

    মোশাররফ হোসেন দীপ্তি’র পিতা আলহাজ্ব হাবিবুল্লাহ’র মৃত্যুতে ব্যারিস্টার মীর হেলালের শোক

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটি,সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি, সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন দীপ্তি’র শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব হাবিবুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    বিবৃতিতে আলহাজ্ব হাবিবুল্লাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং
    শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে, ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

    মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করেন যেন মরহুমকে জান্নাত নসীব করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হাটহাজারীতে মীর হেলালের পক্ষে ত্রাণ বিতরণ অব্যাহত

    হাটহাজারীতে মীর হেলালের পক্ষে ত্রাণ বিতরণ অব্যাহত

    চলমান করোনা মহামারীর কারণে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলালের পক্ষ থেকে গত ২৩ মার্চ থেকে হাটহাজারীর সকল ইউনিয়ন, পৌরসভা ও হাটহাজারী সংসদীয় আসনের অন্তর্গত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ এবং ২ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

    সেই ধারাবাহিকতায় শুক্রবার (১ মে) হাটহাজারীর মেখল ইউনিয়নে কর্মহীন ও অসহায় পরিবারের নিকট ইফতার সামগ্রী, উপহার সামগ্রী, সুরক্ষা সামগ্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তারদের হেল্পলাইন সম্বলিত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

    এই মানবিক সহায়তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ইসমাঈল,উত্তরজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি,হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ হাসান মাষ্টার,উত্তর জেলা যুবদলের সদস্য জিএম সাইফুল।

    আরো উপস্থিত ছিলেন- মোঃ ইসমাইল, নাজিম উদ্দিন, সেলিম সিকদার, নাছির উদ্দিন,নুরুল হক, লোকমান।

    সার্বিক সহযোগিতায় ছিলেন- মেখল ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াছিন চৌঃ ফরহাদ,সিনিয়র সহ-সভাপতি মোঃ ওসমান,সাধারণ সম্পাদক মোঃ আরমান আজিম,যুগ্ম সম্পাদক রিজোয়ান তাইসির,সহ-সাধারণ সম্পাদক মোঃ রাকিব সিকদার,সাংগঠনিক সম্পাদক কাজী মুমিন,প্রচার সম্পাদক রোহাত চৌঃ,সহ প্রচার সম্পাদক রেজাউল করিম,দপ্তর সম্পাদক মোঃ রায়হান,সহ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মানবকল্যানে ও মানবিকতার স্বার্থে হাটহাজারীতে মীর হেলালের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

    মানবকল্যানে ও মানবিকতার স্বার্থে হাটহাজারীতে মীর হেলালের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

    চলমান করোনা মহামারীর কারণে গত ২৩শে মার্চ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের সহযোগিতায় ও তত্ত্বাবধানে হাটহাজারী পৌরসভা, সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২ নং জালালাবাদ ওয়ার্ড, হাটহাজারীর মির্জাপুর, মেখল, চিকনদন্ডী, নাঙ্গলমোড়া, ফতেপুর, শিকারপুর, বুড়িশ্চর, দক্ষিণ মাদার্শা, ধলই, গুমানমর্দন সহ বিভিন্ন ইউনিয়নে জীবণুনাশক স্প্রে করা হয়, খ্যাদ সামগ্রী, সুরক্ষা সামগ্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তারদের হেল্পলাইন সম্বলিত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

    ব্যারিস্টার মীর হেলালের পক্ষে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতৃবৃন্দ, হাটহাজারী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের ১ এবং ২ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল ও তাঁতীদলের নেতৃবৃন্দ।

    নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী সরকারি নির্দেশনা অনুযায়ী আজ সারাদেশের মানুষ ঘরবন্দী। এ অবস্থায় করুণ দুর্দশা অভাবঅনটনে দিনকাটাচ্ছে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষগুলো।

    ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় এলাকার নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল।

    তিনি বলেন, রাজনীতি জনগণের জন্যই।মানবকল্যানে ও মানবিকতার স্বার্থে আমরা রাজনীতি করি। হাটহাজারীবাসীর সুখ দুঃখে আমার পরিবার সেই শুরু থেকেই অদ্যবদি জনগণের পাশে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। বিএনপির রাজনীতি দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন এই দুর্যোগে যেন আমরা আমাদের এলাকার জনগণের পাশে থাকি। তারই ধারাবাহিকতায় গত ২৩শে মার্চ থেকে আমাদের পক্ষ থেকে হাটহাজারীতে উপজেলা ও হাটহাজারী পৌরসভা, সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ডে কিছু নিত্য প্রয়োজনীয় খ্যাদ,ঔষধ, গ্লাভস, স্যানিটাইজার, সাবান বিতরন কার্যক্রম শুরু করেছি এবং ইন শা আল্লাহ তা অব্যাহত থাকবে ।

    তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের আপামর জনগনকে টেলি স্বাস্থ্য সেবা দেয়ার জন্য গঠন করেছে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত টেলি মেডিক্যাল টিম। আমরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তারদের মোবাইল নাম্বার সম্বলিত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা মূলক লিফলেট ও বিতরণ করছি। খাদ্য সামগ্রীর পাশাপাশি আমরা মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, সাবান এবং কিছু নিত্য প্রয়োজনীয় ঔষধ ও সরবরাহ করছি আমরা।বিভিন্ন উপাসনালয়ে দেশ ও দেশের মানুষের জন্য প্রার্থনা করা হচ্ছে। আমাদের তরুণ নেতৃবৃন্দের একাগ্রতা উৎসাহ এবং কর্মউদ্দীপনা দেখে আমরা সকলেই আশান্বিত।

    সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইন শা আল্লাহ আমরা এই দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবেন বলেন মনে করেন এই বিএনপি নেতা।

  • আবু সুফিয়ানের গণসংযোগ গণমিছিলে পরিণত হচ্ছে:আকবর

    আবু সুফিয়ানের গণসংযোগ গণমিছিলে পরিণত হচ্ছে:আকবর

    বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেছেন, আবু সুফিয়ানের সমর্থনে পাঁচলাইশের গণসংযোগ গণমিছিলে পরিণত হয়ে গেছে। সাধারণ মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে ১৩ জানুয়ারী ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। এই শান্তিপূর্ণ স্বতস্ফূর্ত উপস্থিতি ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে হবে। ভোট গণনা পর্যন্ত সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ধানের শীষের বিজয় হবে বেগম খালেদা জিয়ার মুক্তির বিজয়। বেগম খালেদা জিয়াকে জনগণের মাঝে ফিরিয়ে আনার বিজয়। মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার বিজয়।

    তিনি আজ ৬ জানুয়ারী (সোমবার) চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষের পক্ষে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের ওয়াজেদিয়া মাদরাসা সংলগ্ন মাওলানা আতিক উল্লাহ খান’র মাজার জেয়ারত করে গণসংযোগ শুরু করে ওয়াজেদিয়া, হরিপুর, মিয়া নগর, নয়াহাট, ফকিরাবাদ, কয়লার ঘর, নেজাম হামছা, বোর্ড অফিস হয়ে চালিতাতলী এলাকায় এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

    এ সময় তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন থেকে আমরা সমান সুযোগ পাবো এটা আশাকরি না। সমান সুযোগ পাবো না জেনেই আমরা নির্বাচনে এসেছি। আমাদের আস্থা হচ্ছে জনগণ ও ভোটারের উপর। আমরা সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে নির্বাচনের মাঠে আছি গণতন্ত্রের স্বার্থে। জনগণ সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

    বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান বলেন, ১৩ জানুয়ারী ধানের শীষের পক্ষের রায় হবে বেগম খালেদা জিয়ার মুক্তির রায়। মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার রায়। আজকে জনগণ জেগে উঠেছে। জনগণের এ জোয়ার কেউ রুখতে পারবে না। সন্ত্রাসীদের দিন শেষ হয়ে এসেছে। জনগণের দিন এসে গেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে জনগণের সরকার গঠিত হবে। ভয় পাওয়ার দিন শেষ হয়ে গেছে। আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করার জন্য শত চেষ্টা করেছে। কিন্তু তারা বিএনপিকে ধ্বংস করতে পারেনি। বরং বিএনপি আরো শক্তিশালী হয়েছে। ফ্যাসিবাদের মসনদ দুর্বল হয়েছে। বিএনপির মনোবল বেড়েছে। নির্বাচন ও আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ আছি, থাকবো। আমাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্ধ নেই। আমরা এক মায়ের সন্তান হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ১৩ তারিখ হয়তো নির্বাচন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে।

    প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী পুলিশকে জনবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন তাহলে কি পুলিশ এতদিন আওয়ামীবান্ধব ছিল? যার কারণে বিগত নির্বাচনে ৩০ ডিসেম্বরের ভোট ২৯ তারিখের রাতে হয়ে গিয়েছিল। বর্তমানে ধানের শীষের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। তিনি ১৩ জানুয়ারী ধানের শীষে ভোট দিয়ে আবু সুফিয়ানকে জয়ী করতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সাধারণ জনগণ চাই একটি সুষ্ঠু নির্বাচন। তবে আমাদের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শংকা আছে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অতীত কর্মকান্ড সুখকর নয়। তারপরও ধানের শীষের যে জোয়ার উঠেছে তা কোন অপশক্তি ঠেকাতে পারবে না। জনগণের বিজয় হবেই ইনশাআল্লাহ।

    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সাবেক বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বলেন, ১৩ জানুয়ারী হচ্ছে ভোট যুদ্ধের লড়াই। এ লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। আওয়ামীলীগ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তাই আবু সুফিয়ানকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের থেকে ছিনিয়ে নেয়া এই চট্টগ্রাম-৮ আসনটি পুনরুদ্ধার করতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যরিস্টার মীর মোহম্মদ হেলাল উদ্দিন বলেন, ইতিমধ্যে চট্টগ্রামের মেয়র এবং একজন সংসদ সদস্য নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এটা স্পষ্টত নির্বাচনি আচরণবিধি ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার। যারা আইন বানাচ্ছেন, তারাই আইন ভঙ্গ করছেন। সরকারি দলের নেতাদের আইন অমান্যের কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে যথেষ্ঠ সংশয় তৈরি হয়েছে।

    গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি সৈয়দ আজম উদ্দিন, এস এম আবু ফয়েজ, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সামশুল হক, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, উত্তর জেলা বিএনপির নুরুল আমীন, নুর মোহাম্মদ, সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সামশুল আলম, জি. এম আইয়ুব খান, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফ্ফর মো. আনাছ, ন্যাপ নগর সভাপতি ওসমান গণি সিকদার, লেবার পার্টির সভাপতি আলাউদ্দিন, এনপিপি সভাপতি আনোয়ার সাদেক সাদি, নগর বিএনপির সহসম্পাদক মো. ইদ্রিাস আলী, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, আরিফ মেহেদী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, নগর সদস্য জসিম উদ্দিন, শাহেদা বেগম, আফরোজা বেগম জলি, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সাব্বির, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছ, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আলম, বিএনপি নেতা সামশুল আলম মেম্বার, মাহবুবুল আলম, আনিসুর রহমান বাবুল, হাজী আবুল কালাম আবু, ইসমাইল হোসেন বালি, মো. ইউসুফ, আবদুল কাদের, আবুল বাশর, হাজী মো. বকতেয়ার, মোঃ ইসমাইল, জাহাঙ্গির আলম, বাদশা মিয়া, নুরু সওদাগর, আবদুল হালিম কালু, অংগসংগঠনের নেতৃবৃন্দ এম এ রাজ্জাক, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, মহিউদ্দিন জুয়েল, মঞ্জুর আলম মঞ্জু, নাজিম উদ্দিন হিরো, মোঃ হাসান, আব্দুল হালিম, রাশেদ খান টিপু, আবুল হাসান বাপ্পা, ফিরোজ মাহমুদ, কাজী মহিউদ্দিন প্রমূখ।

    এদিকে আজ বিকালে বোয়ালাখালী পৌরসভার ২, ৩, ৪, ৫ নং ওয়ার্ড়ে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। তিনি নেতৃবৃন্দকে নিয়ে এলাকার ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এলাকার সাধারণ মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মীরা এলাকার সাধারণ জনগণের মাঝে ধানের শীষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খান, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালীর পৌরসভার মেয়র আবুল কালাম আবু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইসাহাক চৌধুরী প্রমুখ।

  • বিএনপি নেতা মীর নাসির ও মীর হেলালের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ

    বিএনপি নেতা মীর নাসির ও মীর হেলালের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জননেতা এডেভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দীন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার রায় বহাল রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    যৌথ বিবৃতিতে চট্টগ্রাম মহানগর যুবদল নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামীলীগ সরকার আদালতকে ব্যবহার করে বিএনপিসহ বিরোধী মতের নেতাদের দমন করছে। তারই অংশ হিসাবে বিশ্বস্থ ও জনপ্রিয় নেতাদের রাজপথ থেকে দূরে রাখার ষড়যন্ত্র করে নির্বাচনে অযোগ্য করার নীল নকশা বাস্তবায়ন করছে, যা কখনো সফল হবে না।

    ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপিসহ দেশবিরোধী সকল প্রকার ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিবে।

  • দুর্নীতির মামলা:মীর নাসির ও মীর হেলালের সাজা বহাল

    দুর্নীতির মামলা:মীর নাসির ও মীর হেলালের সাজা বহাল

    দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছরের কারাদণ্ড ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

    মঙ্গলবার বিকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

    ২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

    এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।