Tag: ব্যালন ডি’অর

  • মেসির মাথায় অষ্টম মুকুট

    মেসির মাথায় অষ্টম মুকুট

    প্যারিস যে প্রেমের শহর— এটা বোধকরি নতুন করে উপলব্ধি করলেন লিওনেল মেসি। ক্যারিয়ারের পিএসজি অধ্যায়ের কারণে এ সুপারস্টারের কাছে প্যারিস ছিল অস্বস্তির নাম! সোমবার রাতে শহরে পা রেখে ভক্তদের উষ্ণ অভ্যর্থনার পর শেটেলেট থিয়েটারে হাতে তুললেন অষ্টম ব্যালন ডি’অর।

    কাতার বিশ্বকাপ মুঠোভরে দিয়ে গেল আর্জেন্টাইন সুপারস্টারকে। ফুটবলার হিসেবে অমরত্বে সকল শর্ত পূরণের পরও আক্ষেপ ছিল একটা বিশ্বকাপের। তা দূর হয়েছে গেল ডিসেম্বররে। লুসাইল স্টেডিয়ামের স্বপ্নের ট্রফির সঙ্গে গোল্ডেন বলও উঁচিয়ে ধরেছিলেন লিটল জিনিয়াস। ফুটবল ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুটি বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন মেসি। যা ৩৬ বছর বয়সি তারকাকে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে রেখেছিল। এ স্বীকৃতির পথে বড় বাধা ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ী নরওয়েজিয়ান গোল মেশিন আর্লিং হলান্ড। সে বাধা টপকে পাঁচবার ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দূরত্বটা বড় করলেন মেসি।

    ২০০৯ সালে প্রথমবারের মতো এ পুরস্কার হাতে তোলার মাধ্যমে রোনালদোর সঙ্গে লড়াইটাও জমিয়ে তোলেন মেসি। পুরস্কার জয়ের দৌড়ে ২০১৭ সাল পর্যন্ত মেসি ও রোনালদোর মাঝে সমতা ছিল। ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে জিতেছেন পর্তুগিজ সুপারস্টার। ২০০৯ সালের পর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালেও পুরস্কার হাতে তোলেন মেসি। ২০০৮ সালের পর থেকে মেসি ও রোনালদোর মাঝে সীমাবদ্ধ হয়ে যাওয়া দ্বৈরথটা লুকা মদ্রিচ ও করিম বেঞ্জেমার কল্যাণে শেষ বলেই মনে করা হচ্ছিল। ২০১৮ সালে পুরস্কার জিতেছেন মদ্রিচ, ২০২২ সালে জিতেছেন করিম বেঞ্জেমা। মেসি সে ধারনাকে ভুল প্রমাণ করলেন।

    গেল কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল— মেসির হাতেই উঠছে এবারের ব্যালন ডি’অর। শেষপর্যন্ত গুঞ্জনই সত্যি হল। স্পেন ও বার্সেলোনা মিডফিল্ডার আইতানা বনমাতি নারী বিভাগে সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন। সেরা স্ট্রাইকার হিসেবে মুলার ট্রফি জিতেছেন আর্লিং হলান্ড। রিয়াল মাদ্রিদ সুপারস্টার জুড বেলিংহাম সেরা তরুণ প্রতিভার স্বীকৃতি হিসেবে কোপা ট্রফি জিতেছেন। বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন। সেরা গোলরক্ষকের স্বীকৃতি হিসেবে ইয়াসিন ট্রফি জিতেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। সেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে ম্যানচেস্টার সিটি।

  • ব্যালন ডি’অর জিতলেন মেসি

    ব্যালন ডি’অর জিতলেন মেসি

    সব আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসির হাতেই উঠল ব্যালন ডি’অরের ট্রফি। রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতে ফুটবল বিস্ময় মেসি ছাপিয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর নারী ব্যালন ডি’অর জিতেছেন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ জেতানো রেগান রেপিনো।

    স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা খবরটা আগেই ফাঁস করেছিল, এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন লিওনেল মেসি। তার পর দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন দর্শক ভক্তরা। লা লিগার শেষ ম্যাচে মেসি কেন চুলের নতুন ছাঁট দিয়েছেন? তার মানে কি তিনি পুরস্কার জেতার প্রস্তুতি নিয়ে রেখেছেন? এসব নিয়ে চলতে থাকা নানারকম গুঞ্জন ও সংবাদ।

    শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। প্যারিসে ব্যালন ডি’অর জয়ী হিসেবে ঘোষণা হলো লিওনেল মেসির নাম। রোনালদো ও মেসি সমান পাঁচবার করে জিতে এতদিন পাশাপাশি ছিলেন। ষষ্ঠবারের মতো এ পুরস্কার জিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি পর্তুগিজ তারকা রোনালদোকে ছাপিয়ে নতুন এক মাইলফলক তৈরি করলেন। মেসির হাতে পুরস্কার তুলে দেন গতবারের জয়ী রিয়াল তারকা লুকা মদ্রিচ। এবারের ব্যালন ডি’অরের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মেসির পর দ্বিতীয় সর্ব্বোচ ভোট পেয়েছেন লিভারপুল তারকা ভার্জিল ফন ডাইক।

    মেসি গত মৌসুমে বার্সেলোনার হয়ে করেন ৪০ গোল। পাশাপাশি ১৭টি গোলে সহযোগিতা করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় মেসি সর্ব্বোচ গোলদাতা হয়েছেন। দলকে লা লিগা ও সুপার কোপা জিতিয়েছিলেন।

    এদিকে লিওনেল মেসির আগে ঘোষণা করা হয় নারী ব্যালন ডি’অর জয়ীর নাম। দ্বিতীয় নারী ফুটবলার হিসেবে এবারের এই পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের রেগান রেপিনো। ৩৪ বছর বয়সী এই নারী ফুটবলার পেছনে ফেলেছেন ইংল্যান্ডের লুচি ব্রোঞ্জ ও জাতীয় দলের সতীর্থ অ্যালেক্স মরগানকে। রেপিনো দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্টকে বিশ্বকাপ জিতিয়েছেন। সর্বশেষ বিশ্বকাপে করেছেন ছয় গোল। জিতেছেন গোল্ডেন বুট ও গোল্ডেন বল। তবে এই পুরস্কারের দাবিদার তাঁর দলের সবাই বলে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ভিডিও বার্তায় তিনি সে কথা জানিয়েছেন।