Tag: ব্রিটেন

  • করোনা: লকডাউনে ব্রিটেন

    করোনা: লকডাউনে ব্রিটেন

    মহামারী আকার ধারন করা প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ৩ সপ্তাহের লকডাউনে ব্রিটেন।

    সোমবার (২৩ মার্চ) যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ৯টা ৫২ মিনিটে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউনের ঘোষণা দেন।

    ব্রিটিশ গণমাধ্যম বিবিসির জানায় , করোনা ভাইরাস ঠেকাতে দেশটি ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন সময়ের মধ্যে দেশটির নাগরিকদের ঘরে ভিতর থাকতে বলা হয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষমতা প্রয়োগ করতে পারবে আইন-শৃঙ্খলা বাহিনী।

    এক ঘোষণায় বরিস জনসন বলেন , নাগরিকরা যদি আইন না মানেন পুলিশ তাদের জন্য কার্যকরী ক্ষমতা ব্যবহার করতে পারবেন।

    তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে নাগরিকরা অপ্রয়োজনে কোথাও ভ্রমণ করতে পারবেন না। তারা ঘরের মধ্যেই থাকবেন। এই সময়ে দেশে কোথাও অনুষ্ঠান, সমাবেশ, বিবাহ, এবং অন্যান্য অনুষ্ঠান সহ সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। তবে জানাজার অনুমতি দেওয়া হবে। নিষেধাজ্ঞা প্রত্যেক মানতে হবে।

    জনসন বলেন, আমরা তিন সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করলাম। করোনা ভাইরাস যদি এর মধ্যে কমে যায় কিংবা সংক্রমণ কমতে শুরু করে তাহলে আমরা লকডাউন শিথিল করব।

    দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ১৮ জন। মৃতের সংখ্যা ৩৩৫ জন। বিশ্বের ১৯৫ টি দেশের ৩ লাখ ৬৪ হাজার ৯৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৬৯ জন। মৃতের সংখ্যা ১৬ হাজার ৩০৭ জন। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ২ লাখ ৩৯ হাজার ৭১৬ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১১ হাজার ৮৫৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন আর ২ লাখ ৩৯ হাজার ৭১৬ জনের অবস্থা স্থিতিশীল।

  • ব্রিটেনে করোনা ভাইরাস নিয়েই শিশুর জন্ম

    ব্রিটেনে করোনা ভাইরাস নিয়েই শিশুর জন্ম

    যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়েই পৃথিবীর আলো দেখলো একটি শিশু। ধারণা করা হচ্ছে শিশুটি বিশ্বের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত। ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল শুক্রবার (১৪ মার্চ) এ তথ্য জানায়।

    সংবাদমাধ্যমটি জানায়, করোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে সন্তান জন্মদানের আগেই ব্রিটেনে এক গর্ভবতীকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু তার টেস্ট রেজাল্ট আসার আগেই জন্ম নেয় শিশুটি। পরে রেজাল্ট আসে পজেটিভ।

    শিশুটিকে ওই হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা অতটা গুরুতর নয়। কিন্তু মায়ের শারীরিক ব্রিটেনের স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তবে চিকিৎসকরা এখনো ও নিশ্চিত হতে পারেননি গর্ভে থাকাকালীন না জন্মের সময় শিশুটি করোনা আক্রান্ত হয়েছে।

    ব্রিটেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। তবে আশঙ্কার বিষয় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

  • চার বঙ্গ নারীর বিলেত জয়

    চার বঙ্গ নারীর বিলেত জয়

    যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন চার বাংলাদেশি নারী। দুই বছরের ব্যবধানে ফের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ব্রিটেনে। নির্বাচনে বিপুল জয় পেয়েছে ক্ষমতাসীন দল কনজারভেটিভ। নির্বাচনে গতবারের চেয়ে ৪২ আসন কম পেয়েছে বিরোধীদল লেবার পার্টি। তবে লেবার পার্টির এমন দৈনদশার মধ্যেও চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার নারী।

    নির্বাচনে লেবার পার্টির হয়ে নিজ নিজ আসন থেকে জয় পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক(৩ বার), রুশনারা আলী(৪ বার), রূপা হক(৩ বার) ও আফসানা বেগম(প্রথম বার)।

    বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লেবার পার্টি কোন নির্বাচনে এতোটা খারাপ ফলাফল করেনি। কিন্তু এর মাঝেও বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রার্থীরা শুধু জয়লাভই করেননি, প্রতিপক্ষ প্রার্থীদের তারা বড় ব্যবধানে হারিয়েছেন। যে চারটি আসনে বাংলাদেশি বংশোদ্ভূতরা লড়েছেন, সেখানে তাদের নিকটতম প্রতিন্দ্বন্দ্বীরা তাদের অর্ধেক ভোটও পাননি।

    টিউলিপ রেজওয়ানা সিদ্দিক

    হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে জয় পেয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি ২৮ হাজার ৮০ ভোট পেয়েছেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টির জনি লাক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট।

    টিউলিপ সিদ্দিক জয়লাভ করলেও গতবারের চেয়ে তিনি ১০ শতাংশ ভোট কম পেয়েছেন। অন্যদিকে তার প্রতিন্দ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীও গতবারের চেয়ে আট শতাংশ ভোট কম পেয়েছেন।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বড় মেয়ে তিনি। এনিয়ে তিনি টানা তিনবার নির্বাচনে জয়লাভ করলেন।

    রুশনারা আলী

    বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয়লাভ করেছেন রুশনারা আলী। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৫২ ভোট। অন্যদিকে তার প্রতিন্দ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী নিকোলাস স্টোভোল্ড পেয়েছেন ৬ হাজার ৫২৮ ভোট।

    প্রদত্ত ভোটের প্রায় ৭৩ শতাংশ পেয়েছেন রুশনারা আলী। তিনি ২০১০ সাল থেকে ওই এলাকা থেকে নির্বাচিত এমপি। অক্সফোর্ড-পড়ুয়া রুশনারার জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলায়।

    আফসানা বেগম

    আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম লেবার পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে।

    তিনি পেয়েছেন ৩৮ হাজার ৬৬০ ভোট এবং কনজাসারভেটিভ প্রার্থী পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট। যদিও উভয় প্রার্থীর ভোট গতবারের চেয়ে চার শতাংশ কমেছে।

    তার আদি বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুরে।

    রূপা হক

    লন্ডনের আরেকটি আসন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন থেকে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। তার প্রাপ্ত ভোট হচ্ছে ২৮ হাজার ১৩২, আর কনজারভেটিভ প্রার্থী জুলিয়ান গ্যালান্ট ১৪ হাজার ৮৩২ ভোট পেয়েছেন।

    এক্ষেত্রে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট গতবারের কমেছে। রূপা হকের ভোট কমেছে ৮.৪ শতাংশ এবং কনজারভেটিভ প্রার্থীর ভোট কমেছে ৭.৭ শতাংশ। ২০১৫ ও ২০১৭ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন রূপা।

    রূপা লন্ডনে জন্মগ্রহণ করলেও তার আদি বাড়ি বাংলাদেশের পাবনায়।