Tag: ব্রীজঘাটে

  • ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটে সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটে সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গবাজার ব্রীজঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ফার্নিচার কারখানা। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার সময় সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বললেন ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রেণ কক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ১২টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানালেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস।সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    তথ্যটি নিশ্চিত করেছে ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তিনি এ ঘটনায় একটি ফার্নিচার কারখানার অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • ব্রীজঘাটে ইয়াবাসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ

    ব্রীজঘাটে ইয়াবাসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গিবাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২শ পিস ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

    রবিবার রাত পৌনে আটটার সময় গোপন সুত্রে খবর পেয়ে ইয়াবার চালানসহ তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ বাহারছড়া নোয়াখালীয়াপাড়ার অছিউর রহমানের ছেলে মো. সেলিম (২০), একই জেলা ও থানার হ্ণীলা জাদিমুরা নুর মোহাম্মদের ভাড়াটিয়া মো. শাকেরের ছেলে আব্দুল আজিজ (২০) ও উখিয়া হলদিয়াপালং পূর্ব লেঙ্গুরবিল এলাকার মৃত রহমত আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২০)।

    নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন জানান, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে একটি পিকআপ ভ্যানে করে ইয়াবার চালান চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছে সংবাদ পেয়ে অভিযানে নামে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম।

    রবিবার রাতে পিকআপ ভ্যানটি ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট অতিক্রম করার সময় গাড়িটি থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় তিন ইয়াবা কারবারি পালানোর চেষ্টা চালালে ধাওয়া করে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেখানো মতে পিকআপ ভ্যানের ভেতর থেকে ৩ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পিকআপভ্যানটি জব্দ করা হয়।

    গ্রেফতার তিন ইয়াবাকারবারির বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।