Tag: ব্লু এঞ্জেল

  • পুরানো গিটারের দাম ৫ কোটি টাকা!

    পুরানো গিটারের দাম ৫ কোটি টাকা!

    ৮০ ও ৯০ দশকের বিখ্যাত মার্কিন গায়ক ও গীতিকার প্রিন্স রজার্স নেলসনের ব্যবহৃত ‘ব্লু এঞ্জেল’ গিটারটি এক নিলামে পাঁচ লক্ষ ৫৩ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে। তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ সময়ে বিভিন্ন অনুষ্ঠানে এই গিটার বাজিয়েছিলেন।

    আল আরাবিয়ার বরাতে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে জুলিয়ান্স অকশন নামে এক নিলামে তোলা হয় গিটারটি। সেখানে খ্যাতনামা আরো অনেক গায়ক, গীতিকারের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হয়।

    নিলামে তোলার আগে ধারণা করা হয়েছিল প্রিন্সের ব্যবহৃত ক্লাউড ২ মডেলের এই ইলেকট্রিক গিটারটি এক থেকে দুই লাখ ডলারে বিক্রি হবে। কিন্তু সবাইকে অবাক করে পাঁচ লক্ষ ৫৩ হাজার ৫০০ ডলারে (চার কোটি ৮০ লাখ টাকা) বিক্রি হয়েছে।

    ১৯৮৪ সালে বিখ্যাত অ্যালবাম ও মার্কিন ক্লাসিক হিসেবে পরিগণিত ‘লাভসেক্সি’ এবং ‘সাইন ও দ্য টাইমস’ এর কয়েকটি গানে এই গিটারের ব্যবহার করেন প্রিন্স। ৯০ দশকের শুরুর দিকে আরো বেশ কিছু গানে তিনি এই গিটারটি ব্যবহার করেছেন।

    এর আগেও প্রিন্সের একটি গিটার নিলামে আকাশচুম্বী দামে বিক্রি হয়। ২০১৬ সালে সেই নিলামে গিটারটির দাম উঠেছিল ৭ লাখ ডলার।

    ২৪ ঘণ্টা/এম আর/এ আর