সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজে বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে একজন নিহত ও তিন শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুর ২টার সময় উপজেলার মাদামবিবিরহাট এলাকায় সাগর উপকুলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন মেসার্স এসএন কর্পোরেশ শীপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতের নাম রিপন চাকমা (২৬)। সে জাহাজে কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন। সে খাগড়াছড়ি জেলার দীঘিনালার কালাচানের পুত্র। আহতরা হচ্ছে লক্ষীপুর জেলার কমলনগর থানার আবুল হাসেম এর পুত্র ফিটারম্যান মোঃ সোহেল(২৯), নওগাঁ জেলার চান্দা থানার খোরশেদ আলমের পুত্র ফিটারম্যান রকেট হোসেন(২৪) এবং ঢাকার মিরপুরের মোঃ আবুর হাসেম এর পুত্র ফিটারম্যান মোঃ মিন্টু (৪১)।
জানা যায়, পুরাতন জাহাজে গ্যাস দিয়ে কাটিং করার সময় হঠাৎ একটি বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় কর্মরত অবস্থায় ৪ শ্রমিক দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে রিপন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিনজন চমেক হাসপাতালের ২৪ ও ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্ফোরণ স্থান থেকে উদ্ধার করে ৪ শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষনা করেন। তবে আহতরাও আশংকাজনক বলে তিনি জানান।”
এদিকে ইয়ার্ডের আশে-পাশে কর্তব্যরত শ্রমিকরা জানান,বিস্ফোরণে নিহত ও আহতের সংখ্যা আরো বেশি রয়েছে। ইয়ার্ড কতৃপক্ষ দূর্ঘটনার পর পর নিহতের লাশ উদ্ধার করে গোপনে কালো গ্লাস লাগানো প্রাইভেটকারে করে নিয়ে যান।
২৪ ঘণ্টা/দুলু