Tag: বয়লার বিস্ফোরণ

  • সীতাকুণ্ডে পুরাতন জাহাজে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৩: লাশ গুমের অভিযোগ

    সীতাকুণ্ডে পুরাতন জাহাজে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৩: লাশ গুমের অভিযোগ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজে বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে একজন নিহত ও তিন শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    আজ শনিবার দুপুর ২টার সময় উপজেলার মাদামবিবিরহাট এলাকায় সাগর উপকুলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন মেসার্স এসএন কর্পোরেশ শীপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতের নাম রিপন চাকমা (২৬)। সে জাহাজে কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন। সে খাগড়াছড়ি জেলার দীঘিনালার কালাচানের পুত্র। আহতরা হচ্ছে লক্ষীপুর জেলার কমলনগর থানার আবুল হাসেম এর পুত্র ফিটারম্যান মোঃ সোহেল(২৯), নওগাঁ জেলার চান্দা থানার খোরশেদ আলমের পুত্র ফিটারম্যান রকেট হোসেন(২৪) এবং ঢাকার মিরপুরের মোঃ আবুর হাসেম এর পুত্র ফিটারম্যান মোঃ মিন্টু (৪১)।

    জানা যায়, পুরাতন জাহাজে গ্যাস দিয়ে কাটিং করার সময় হঠাৎ একটি বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় কর্মরত অবস্থায় ৪ শ্রমিক দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে রিপন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিনজন চমেক হাসপাতালের ২৪ ও ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্ফোরণ স্থান থেকে উদ্ধার করে ৪ শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষনা করেন। তবে আহতরাও আশংকাজনক বলে তিনি জানান।”

    এদিকে ইয়ার্ডের আশে-পাশে কর্তব্যরত শ্রমিকরা জানান,বিস্ফোরণে নিহত ও আহতের সংখ্যা আরো বেশি রয়েছে। ইয়ার্ড কতৃপক্ষ দূর্ঘটনার পর পর নিহতের লাশ উদ্ধার করে গোপনে কালো গ্লাস লাগানো প্রাইভেটকারে করে নিয়ে যান।

    ২৪ ঘণ্টা/দুলু

  • ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ১,দুই শিশুসহ আহত ৯

    ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ১,দুই শিশুসহ আহত ৯

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে সলেমান আলী (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশু ও সাত শ্রমিকসহ আহত হয়েছেন আরো নয় জন।

    রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকার রুহুল আমিন হাস্কিং মিলে বিষ্ফোরনের এ ঘটনা ঘটে।

    নিহত সলেমান আলী ওই এলাকার মৃত আব্বাস
    আলীর ছেলে। আহতরা হলেন, মিল মালিক রুহুল আমিন (৬০) ও তার ছেলে জহুরুল ইসলাম (৪০), লাকী আক্তার (৪০) ও তার মেয়ে আরফিনা আক্তার (১৩), মমতাজ রহমান (৫০), বাদল (২৮), তুলসি (২৭), খলিল (৪৫), আরিফ (১০)। আহত ব্যক্তিরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল চিকিৎসাধীন।

    প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিকদের বরাত দিয়ে রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার জানান, চৌরঙ্গী এলাকার রুহুল আমিনের হাস্কিং মিলে ৯ জন শ্রমিক ধান সেদ্ধ করছিলেন। ওই সময় সলেমান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন ধরাচ্ছিলে। আকস্মিকভাবে ওই মিলের বয়লার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সলেমান মারা যান। আহত হয় এক শিশুসহ ৯ শ্রমিক।

    ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিটন সরকার বলেন, আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন শিশুর শরীরের কিছু অংশ গরম পানিতে ঝলসে গেছে।

    আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনক সদর হাসপাতালে দেখতে যান সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।

    ইউএনও আবদুল্লাহ আল মামুন জানান, ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আহতদের সুচিকিৎিসা এবং পরবর্তীতে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করার সিদ্ধান নেওয়া হয়েছে।

  • আশুলিয়ায় সোয়েটার কারখানায় বিস্ফোরণ, নিহত ১

    আশুলিয়ায় সোয়েটার কারখানায় বিস্ফোরণ, নিহত ১

    সাভারের আশুলিয়ার গৌরিপুর এলাকায় একটি সোয়েটার কারখানায় বয়লার বিস্ফোরণে রিমা খাতুন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে তিনজন দ্গ্ধসহ আহত হয়েছেন ১০ জন।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করছে বলে জানা গেছে। বিস্ফোরণে কারখানার দেয়াল ধ্বসে গেছে।

    এনাম মেডিকেলের পরিচালক ডাক্তার নাজিম উদ্দিন বলেন, পোশাক কারখানার তিন শ্রমিককে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিউতে রাখা হয়েছে।

    সোয়েটার কারখানার এক শ্রমিক বলেন, প্রতিদিনের মতোই সকালে তারা কারখানার কাজে যোগ দেন। কাজে যোগ দেয়ার পর বিদ্যুৎ চলে যায়। তারপর হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটে।

    শিল্প পুলিশের পরিচালক সানা শামীমুর রহমান বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কীভাবে ঘটনা ঘটল সেটা তদন্ত করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কারখানার মালিক রাজু আহমেদ বলেন, মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় বয়লারটি বিস্ফোরণ হয়ে লিমা নামের এক শ্রমিক মারা যায়। আহতদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।

    আশুলিয়া থানার ওসি তদন্ত জাভেদ মাসুদ তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তিনি বলেন, এ দুর্ঘটনার পিছনে কর্তৃপক্ষের কোনো গাফিলতি কিংবা অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    শ্রমিক নেতা শামীম আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক শ্রমিকের মৃত্যু হচ্ছে। অথচ এ ধরনের দুর্ঘটনা বন্ধে কোনো ব্যবস্থা নেয় না কর্তৃপক্ষ। নিহত শ্রমিকের ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের উন্নত চিকিৎসা দিতে হবে।