নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্ণফুলী শাখা।
রবিবার (০৬ ডিসেম্বর) সকালে আখতারুজ্জামান চত্বরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সমাপ্তি হয়।
কর্ণফুলী ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজিদ এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক এম সাইফুদ্দিন এর সঞ্চানলায়
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ মহসিন,সাঈদ হোসেন রিমন, সাইদুল ইসলাম টুটুল, এ এ আজাদ সোহেল, ইফতেকার রনি,গিয়াস উদ্দিন,কামাল উদ্দিন,আবদুল আল নোমান, কফিল উদ্দিন আহবায়ক কমিটির সদস্য হাসান,রুবেল, মঈনুদ্দিন মাহমুদ, মেজবাহ শুভ,নয়ন, লিটন,নাঈম,ছোটন, আলাউদ্দিন মাঝি, তানবীর আমিন শুভ,সন্জয় চৌধুরী,আহমেদ,ফয়সাল,তৌহিদ,বাপ্পি,আবু সুফিয়ান সাকিব ,এমদাদ রুবেল,ছাত্রলীগ নেতা এস এম মহিউদ্দিন, আকরাম, সাইফ,রাসেল, জাবেদ,ইকবাল,মুন্না,আসাফ,ইমন,আমজাত,মামুন,সজীব ,বাবু,কাজল,সাইফ,আলী,সাদ্দাম,আরমান ,আকবর,সাকিব,মাহিন জয় দাস সহ প্রমূখ
এইসময় কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজিদ বলেন পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।এই গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে।যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়।
এইসময় কুষ্টিয়ায় যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তরা।
২৪ ঘণ্টা/মহিউদ্দিন