Tag: ভাইরাস

  • করোনা : বিশ্বে আক্রান্ত ২৯ লাখ ছাড়াল, ৮ লক্ষাধিক রোগীর করোনা জয়

    করোনা : বিশ্বে আক্রান্ত ২৯ লাখ ছাড়াল, ৮ লক্ষাধিক রোগীর করোনা জয়

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়ে সংখ্যা দাড়ায় ২৯ লাখ ২১ হাজার ২০১ জনে।

    পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাস রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ২ লাখ ৩ হাজার ২৮৯ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

    আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ৩৬ হাজার ৯৬৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৮ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। এদের মধ্যে ১৮ লাখ ২৩ হাজার ৮০ জনের জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৭ হাজার ৮৬৩ জনের অবস্থা গুরুতর।

    করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্যে ভাইরাসটির আক্রমণে মৃত এবং আক্রান্তের সংখ্যায় সবার চাইতে এগিয়ে রয়েছে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র। নতুন করে আরো ২০৬৫ জনের প্রাণহানী এবং একদিনেই প্রায় সাড়ে ৩৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে দেশটিতে।

    এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৫৪ হাজার ২৬৫ জন মানুষের মৃত্যু এবং সর্বমোট ৯ লাখ ৬০ হাজার ৮৯৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

    মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এ পর্যন্ত ২৬ হাজার ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৩৫১ জন।

    এখন পর্যন্ত ২২ হাজার ৯০২ জনের মৃত্যু হয়েছে বিশ্বে মৃতের সংখ্যায় ৩ নাম্বার অবস্থানে থাকা দেশ স্পেনে। দেশটিতে আক্রান্তের সংখ্যার দিক থেকে অবশ্য ২য় অবস্থানে রয়েছে। এখানে ২ লাখ ২৩ হাজার ৭৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    এরপরে মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ২২ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৪৮৮ জন। ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ২০ হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩৭৭ জন।

    এদিকে জার্মানিতে ১ লাখ ৫৬ হাজার ৫১৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৭৭ জনের। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। এখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৩২৮ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৫০ জনের।

    অন্যদিকে ভাইরাসটির প্রথম শনাক্তস্থ চীনে এখন পর্যন্ত ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮২৭ জন।

    বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে হুট করেই বাড়তে থাকে রোগীর সংখ্যা।

    বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪০ জন এবং ৪ হাজার ৯৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৪৬ জন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • পটিয়ায় করোনা, আক্রান্ত রোগীটি প্রতিবন্ধি শিশু| লকডাউন অর্ধশত পরিবার

    পটিয়ায় করোনা, আক্রান্ত রোগীটি প্রতিবন্ধি শিশু| লকডাউন অর্ধশত পরিবার

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি || দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর উপজেলা পটিয়াতে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। সনাক্ত হওয়া রোগীটি ৬ বছরের প্রতিবন্দি শিশু বলে জানা গেছে।

    উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড ওসমান পাড়ার এক প্রবাসীর বাড়িতে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে।

    রবিবার রাত ১০ টার দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের ব্রিফিংএ পটিয়া উপজেলায় প্রথম কোবিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের খবরটি জানার পর থেকে পুরো পটিয়াবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীর নিজ এলাকাবাসীও উৎকন্ঠায় রয়েছেন।

    অবশেষে রাত সোয়া ১২টার দিকে উপজেলা প্রশাসন ও পটিয়া থানা পুলিশের একটি টিম হাঈদগাঁও ইউনিয়নে আক্রান্ত রোগীর বাড়ি ও তার আশে পাশের অর্ধশত পরিবারকে লকডাউন ঘোষণা করেন।পটিয়ায় করোনা

    করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটির বাবা ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, গত ২ মাস আগে ওমান থেকে দেশে ফিরেছেন তার শালারা। কয়েকদিন আগে থেকর তার ছেলের বেশি অসুখ দেখা দিলে গত শনিবার দুপুর বারোটার সময় পটিয়া হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়।

    কর্তব্যরত চিকিৎসক করোনা অনুমান করে শিশুটির থেকে স্যাম্পল সংগ্রহ করে। রোববার সন্ধ্যার পরে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক করোনা পজেটিভ নিশ্চিত করেন এবং রাতে জেলা সিভিল সার্জনও তার নিয়মিত প্রেস ব্রিফে তা নিশ্চিত করে।

    পটিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, পটিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর চট্টগ্রাম থেকে রোববার রাত ১২টার সময় জরুরি ভিত্তিতে ১টি অ্যমবুলেন্স পাঠানো হয়।পটিয়া হাঈদগাঁও লকডাউন

    পটিয়া সহকারী কমিশনার ভুমি ইনামুল হক এর উপস্থিতিতে থানান এস আই নুরুল আমিনন, আক্কাস উদ্দিনসহ একদল পুলিশের সহায়তায় আক্রান্ত শিশুটিকে চট্টগ্রামে নিদ্দিষ্ট হাসপাতালে প্রেরন করা হয়।

    রোগীর দাদী প্রতিবেদককে জানান রোববার বিকেল থেকে তাদের নাতীর অবস্থা ভালো ছিলো না।

    পটিয়া সহকারী কমিশনার ভুমি ইনামুল হক জানান, থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন উপজেলার হাঈদগাঁও ইউনিয়ন করোনা আক্রান্ত এলাকার অর্ধশত পরিবারকে লকডাউন ঘোষণা করেন।

    এসময় প্রসাশনের পাশাপাশি উপজেলা আ,লীগ নেতা বিএম জসীম এবং উপজেলা যুবলীগ নেতা আবুল হাসনাত ফয়সাল, দঃ জেলা ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম অভি উপস্থিত ছিলেন।

    চট্টগ্রামে গতকাল ১২ এপ্রিল রবিবার পর্যন্ত মোট ১৪ জন করোনায় আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক। এরমধ্যে একজনের মৃত্যু হয়।

    ২৪ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি

  • বাতাসে কিভাবে করোনা ভাইরাস ছড়ায়!

    বাতাসে কিভাবে করোনা ভাইরাস ছড়ায়!

    ২৪ ঘণ্টা প্রযুক্তি ডেস্ক || বিশ্বব্যাপী মহামারীতে রুপ নেওয়া নতুন করোনা ভাইরাস কিভাবে বাতাসে ছড়ায়, আদৌ কি তা সম্ভব কিনা তা জানতে বিশ্বব্যাপী গবেষণায় ব্যস্ত একদল গবেষক।

    ২০০২–২০০৩ সালে সংক্রমণ ছড়ানো সার্স–করোনা ভাইরাস মানবদেহের বাইরে যতক্ষণ টিকে থাকতে পারে, নতুন করোনাভাইরাসটিও কি ততক্ষণই টিকে থাকতে পারে কিনা সেটিই দেখছেন গবেষণায় বিজ্ঞানীরা।

    হাঁচি-কাশির মাধ্যমে কীভাবে কোনো ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের অঞ্চল ছেড়ে ছোট ছোট ভাইরাল কণা ছড়িয়ে পড়ে, এর মডেল তৈরিতে সুপার কম্পিউটার ব্যবহার করেছে ফিনল্যান্ডের বিজ্ঞানীরা।

    তারা কীভাবে মুদি দোকানের কাঠামোর মতো ইনডোরে ক্ষুদ্রাতিক্ষুদ্র বায়ুবাহিত ভাইরাস কণা ছড়িয়ে পড়ে, এর মডেল তৈরি করেছেন।

    তারা দাবি করেছেন, তাদের তৈরি এ মডেল নতুন করোনাভাইরাস কীভাবে ছড়ায়, আমাদের তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    গবেষণাটির জন্য ফিনল্যান্ডের আলটো ইউনিভার্সিটি, ফিনিশ মেটেরোলজিক্যাল ইনস্টিটিউট, ভিটিটিস টেকনিক্যাল রিসার্চ সেন্টার ও হেলসিঙ্কি ইউনিভার্সিটির একটি যৌথ গবেষক দল কাজ করেছে।

    গবেষণা কাজে তারা এমন একটি কৃত্রিম দৃশ্য তৈরি করেছে, যেখানে দোকানের দুই তাকের মাঝে কোনো ব্যক্তি হাঁচি-কাশি দিলে সেখানকার বায়ু চলাচলের বিষয়টি হিসাবের মধ্যে আনা যায়।

    ফ্লুইড ডায়নামিকস নিয়ে গবেষণাকারী আলটো ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক উইল ভুরিনেন এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাস ছড়ানোর মডেল নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখেছেন কোনো ব্যক্তির কাশির সময় তার চারপাশে অ্যারোসল ‘মেঘ’ তৈরি হয়ে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে ও মিশে যায়।

    তবে এ প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগে। এই সময়ের মধ্যে ওই ঘনীভূত মেঘের মতো এলাকা দিয়ে কেউ হেঁটে গেলে তত্ত্ব অনুযায়ী এসব ভাইরাস কণা তার শ্বাসের সঙ্গে ঢুকে পড়ে।

    ভুরিনেন বলেন, করোনাভাইরাস দ্বারা সংক্রমিত কেউ কাশি দিয়ে চলে যেতে পারে, তবে তবে তিনি করোনা ভাইরাস বহনকারী অত্যন্ত ছোট অ্যারোসোল কণাকে পেছনে রেখে যান।  এসব কণা আশপাশের অন্যদের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ঢুকে যেতে পারে।

    গবেষণার ভিত্তিতে ফিনল্যান্ডের গবেষকেরা এখন মানুষজনকে যেসব এলাকায় বেশি জনসমাগম হয় এবং অন্দরের যেসব জায়গায় বেশি লোকজন চলাচল করে, সেগুলো এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।

    গবেষকেরা ২০ মাইক্রোমিটারের চেয়ে ছোট অ্যারোসোল কণার গতিবিধির মডেল তৈরি করেছেন, যাতে এত ক্ষুদ্র কণাও আছে, যা বাতাসে ভেসে থাকতে পারে এবং কোনো পৃষ্ঠে পড়ার চেয়ে বায়ুপ্রবাহের সঙ্গে চলাচল করে।

    গবেষকেরা বলছেন, তাদের তৈরি মডেলটি আরও উন্নত করতে কাজ করবেন এবং বায়ুতে চলাচলকারী কণার চলাচল আরও ভালোভাবে বুঝতে ভিজুয়ালাইজেশন প্রক্রিয়াও উন্নত করবেন।

    ২৪ঘণ্টা/ সুত্র সময় টিভি

  • করোনা মোকাবেলায় যশোরের মথুরাপুর গ্রামে নানা উদ্যোগ গ্রহণ

    করোনা মোকাবেলায় যশোরের মথুরাপুর গ্রামে নানা উদ্যোগ গ্রহণ

    মেহেদী হাসান,চবি প্রতিনিধি,যশোর থেকেঃ সারাবিশ্বে জালের মতো ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। করোনাভাইরাসের প্রকোপ থেকে বাচার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে যশোর জেলার সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মথুরাপুর গ্রামবাসী।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল)মথুরাপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রতিটি বাড়িতে ছিটানো হয় জীবাণুনাশক। সকাল ৯ টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় বেলা ১২ টায়।

    এসময় হ্যান্ডমাইক এর মাধ্যমে পুরো গ্রামে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতার সৃষ্টি করা হয়। এসময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিনা কারণে বাড়ির বাইরে না যাওয়া ও আত্মীয় স্বজনরা যেন এ সংকটময় সময়ে না আসে সে ব্যাপারে সচেতনতার সৃষ্টি করা হয়।

    গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, গ্রামের তিনটা প্রধান সড়কে বাশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে।

    বাইরে থেকে কেউ গ্রামে প্রবেশ করলে তার সারা শরীরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক একই সময় তাদের সচেতনও করা হচ্ছে এবং গ্রামে বাইরে থেকে আসা কোনো ব্যক্তির অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। গ্রামের বাসিন্দারাও গ্রামের বাইরে বিনা কারণে যেতে পারবেন না।

    মথুরাপুর গ্রামের বাসিন্দা সোহানুর রহমান শিমু বলেন, করোনাভাইরাস মোকাবেলার জন্য আমরা সারা গ্রামে জীবাণুনাশক ছিটিয়েছি।

    বাইরে থেকে যেন কেউ এই ভাইরাস নিয়ে প্রবেশ না করতে পারে তার জন্য আমরা তিনটি স্থানে চেক পয়েন্ট বসিয়ে গ্রামে প্রবেশরতদের গায়ে জীবাণুনাশক ছিটাচ্ছি। আশা করছি এইসব পদক্ষেপের মাধ্যমে গ্রামের মানুষকে নিরাপদে রাখতে পারবো। বাংলাদেশের প্রতিটা গ্রামে এমন পদক্ষেপ নেওয়া উচিৎ।

  • করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রামের ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের ভি.পি, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী৷

    আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, জনগণের সেবা করার জন্য কাউন্সিলের নির্বাচন করতে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ছিলাম।

    জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমার উপরে আস্থা রেখে আমাকে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের সমর্থন দিয়েছেন ৷

    করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সরকারি বন্ধ চলছে এর মাঝে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে৷ মাননীয় জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য৷ এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সব চেয়ে বড় মানবসেবা বলে মনে করি৷

    তিনি বলেন, ইতিমধ্যে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ৫ হাজার পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে আমার পক্ষ থেকে ত্রাণ পোঁছে দিচ্ছেন আমার সহধর্মিণী রোমান চৌধুরী৷ পরিস্থিতি বিবেচনায় আরো ৫ হাজার পরিবারে মাঝে ত্রাণ বিতরণে প্রস্তুতি চলছে বলে জানান তিনি৷

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা : লকডাউনে গৃহবন্দি নায়িকা হিনা খান ক্লান্ত, কান্না ভাইরাল

    করোনা : লকডাউনে গৃহবন্দি নায়িকা হিনা খান ক্লান্ত, কান্না ভাইরাল

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমনরোধে বিশ্বের অধিকাংশ দেশেই চলছে লকডাউন। অন্যান্য সকলের ন্যায় গৃহবন্দি হয়ে পড়েছে সেলিব্রেটিরাও।

    তবে গৃহবন্দি থেকেও যার যার অবস্থান থেকে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে তাদের নিজেদের দৈনন্দিন কার্যকলাপ ভাগাভাগি করে নিচ্ছেন।

    কেউবা দিচ্ছেন মজার খবর আর কেউবা শেয়ার করছের কষ্টের কথা। এবার তেমনই এক কষ্টের কথা নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী হিনা খান।

    তিনি জানিয়েছেন, করোনা সঙ্কটে কাজের বুয়া ছুটিতে থাকায় এবং বাইরের সকল কাজ বন্ধ হওয়ায় গৃহবন্দি মেয়েকে দিয়ে ঘরের কাজ করাচ্ছেন তার মা। তার মায়ের সকল কাজের সহযোগী হিসেবে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন অভিনেত্রী।

    সম্প্রতি মজার একটি ভিডিও পোস্ট করছেন হিনা। সেখানে দেখা যাচ্ছে ঘরের ডোরম্যাট ধুতে গিয়েই একেবারে নাজেহাল তিনি। চোখের জল, নাকের জল মিশে একাকার!

    লকডাউন অবস্থায় ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না, বাসন মাজা সবই করছেন। আর ডোরম্যাট পরিষ্কার করতে গিয়ে কান্নারত নায়িকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই সেটি ভাইরাল হয়েছে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনা : গরীব ও শ্রমজীবি ২ হাজার পরিবারে ত্রাণ পৌছে দিলেন চট্টগ্রাম জেলা পুলিশ

    করোনা : গরীব ও শ্রমজীবি ২ হাজার পরিবারে ত্রাণ পৌছে দিলেন চট্টগ্রাম জেলা পুলিশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারন করায় এর সংক্রমন প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে সরকার গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।

    ঊন্ধ ঘোষণা করেছে দেশের সকল সরকারী/বেসরকারী অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এমনকি গণপরিবহন চলাচলও রয়েছে বন্ধ। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে গরিব, দিন মজুর, নিম্ন আয় ও শ্রমজীবি মানুষ। তারা কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবারের ভরন-পোষণ/আহার যোগাতে হিমশিম খাচ্ছে।

    তাদের কথা চিন্তা করে এসব পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণের উদ্দ্যেগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। আজ ৩০ মার্চ সোমবার থেকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।

    প্রাথমিকভাবে জেলার ১৬টি থানা এলাকার অফিসার ইনচার্জ এর মাধ্যমে ২ হাজার পরিবারে মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ঢাল, ১ কেজি লবন সম্বলিত প্যাকেট বিতরন করা হয় আজ সোমবার।

    চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্তি পুলিশ সুপার (সদর) মোঃ জাহাংগীর এসব ত্রাণ বিতরনে মনিটরিং করছে।

    এসব পুলিশ অফিসাররা জেলার বিভিন্ন থানা এলাকায় উপস্থিত থেকে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জসহ গরিব ও অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

    করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে এ ধরনের ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • চীনে ভাইরাসে ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ৮৩০

    চীনে ভাইরাসে ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ৮৩০

    চীনে ছড়িয়ে পড়া ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে এবং আরো ৮৩০ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার চীন সরকার এ তথ্য জানিয়েছে।

    জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, কর্তৃপক্ষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে এমন এক হাজার ৭২ জনকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরীতে প্রথম এ ভাইরাস দেখা দেয়।

    এ ভাইরাস বিশ্বব্যাপী মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ঘোষণা দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর মৃত্যুর বর্ধিত এ সংখ্যা প্রকাশ করা হলো।

    এ ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীন উহান ও এর পার্শ্ববর্তী কয়েকটি নগরীর প্রায় ২ কোটি মানুষকে কার্যকরভাবে আলাদা করে রাখা হয়েছে এবং বেইজিং দেশব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করেছে।

    কেননা, নতুন চন্দ্র বর্ষের ছুটির জন্য এ সপ্তাহে কোটি কোটি লোক ইতোমধ্যে দেশব্যাপী ভ্রমণ শুরু করেছে।

    জাতীয় স্বাস্থ্য সংস্থা জানায়, বৃহস্পতিবার এ ভাইরাসে নতুন করে আটজনের মৃত্যু এবং দেশব্যাপী আরো ২৫৯ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়ায় এ সংখ্যা সংশোধন করা হয়।

    তারা আরো জানায়,মোট আক্রান্ত ৮৩০ জনের মধ্যে ১৭৭ জনের অবস্থা আশংকাজনক।
    এছাড়া ৩৪ জন পুরোপুরি সুস্থ্য হয়ে ওঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

    উল্লেখ্য, শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত এ ভাইরাস উহানের সামুদ্রিক খাবার ও পশুর বাজার থেকে ছড়িয়ে পড়ে বলে জানা যায়।