২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বের অদৃশ্য শত্রু করোনা ভাইরাসকে কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যার প্রকোপে এখনও প্রতিদিনই কোন না কোন দেশে রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়।
প্রায় প্রতিদিনই স্বজনদের কাছ থেকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে প্রাণঘাতী এ মহামারি। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে আফ্রিকা সবখানে আঘাত হেনে দাপট অব্যাহত রয়েছে ভাইরাসটির। ইতিমধ্যে করোনার শিকার হয়েছেন বিশ্বের প্রায় ৫৬ লাখ মানুষ।
করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের শীর্ষ অবস্থানে থাকা দেশ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে গত ২৪ ঘণ্টার হিসেবে এগিয়ে গেলেন দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। একদিনে করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছেন ৮০৭ জন। যেখানে যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনা ভাইরাসে নতুন করে ৫৩২ জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন। করোনা ভাইরাস আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৩ হাজার ৪৭৩ জন।
রোগটি নিয়ন্ত্রণ করতে না পারায় ব্রাজিলের প্রশাসন চাপে আছে। অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে এসবের দায় তিনি নিতে নারাজ।
মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার কথা বলসোনারোকে স্মরণ করিয়ে দিলে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তো মিরাকল কাজ করতে পারি না। আমাকে দিয়ে কী করাতে চান?’
আজ বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৫৫ লাখ ৮৪ হাজার ২৬৭ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০ হাজার ১৮৪ জন। নতুন করে প্রাণ গেছে ৩ হাজার ৯৬ জনের। এ নিয়ে করোনারাঘাতে পৃথিবী থেকে গত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৪৭ হাজার ৬১৩ জন মানুষ।
বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার শিকার বেড়ে হয়েছে ১৭ লাখ ৬ হাজার ২২৬ জনে। এর মধ্যে গত একদিনেই ১৯ হাজার ৭৯৮ জন মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এখন পর্যন্ত ট্রাম্পের দেশে প্রাণহানি ৯৯ হাজার ৮০৪ জনে ঠেকেছে।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স