Tag: ভাইরাসে

  • করোনা: ২৪ ঘণ্টার মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল ব্রাজিল/সারা বিশ্বে করোনার শিকার ৫৬ লাখ

    করোনা: ২৪ ঘণ্টার মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল ব্রাজিল/সারা বিশ্বে করোনার শিকার ৫৬ লাখ

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বের অদৃশ্য শত্রু করোনা ভাইরাসকে কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যার প্রকোপে এখনও প্রতিদিনই কোন না কোন দেশে রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়।

    প্রায় প্রতিদিনই স্বজনদের কাছ থেকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে প্রাণঘাতী এ মহামারি। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে আফ্রিকা সবখানে আঘাত হেনে দাপট অব্যাহত রয়েছে ভাইরাসটির। ইতিমধ্যে করোনার শিকার হয়েছেন বিশ্বের প্রায় ৫৬ লাখ মানুষ।

    করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের শীর্ষ অবস্থানে থাকা দেশ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে গত ২৪ ঘণ্টার হিসেবে এগিয়ে গেলেন দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। একদিনে করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছেন ৮০৭ জন। যেখানে যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনা ভাইরাসে নতুন করে ৫৩২ জনের মৃত্যু হয়েছে।

    ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন। করোনা ভাইরাস আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৩ হাজার ৪৭৩ জন।

    রোগটি নিয়ন্ত্রণ করতে না পারায় ব্রাজিলের প্রশাসন চাপে আছে। অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে এসবের দায় তিনি নিতে নারাজ।

    মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার কথা বলসোনারোকে স্মরণ করিয়ে দিলে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তো মিরাকল কাজ করতে পারি না। আমাকে দিয়ে কী করাতে চান?’

    আজ বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৫৫ লাখ ৮৪ হাজার ২৬৭ জন।

    এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০ হাজার ১৮৪ জন। নতুন করে প্রাণ গেছে ৩ হাজার ৯৬ জনের। এ নিয়ে করোনারাঘাতে পৃথিবী থেকে গত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৪৭ হাজার ৬১৩ জন মানুষ।

    বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার শিকার বেড়ে হয়েছে ১৭ লাখ ৬ হাজার ২২৬ জনে। এর মধ্যে গত একদিনেই ১৯ হাজার ৭৯৮ জন মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এখন পর্যন্ত ট্রাম্পের দেশে প্রাণহানি ৯৯ হাজার ৮০৪ জনে ঠেকেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সিঙ্গাপুরে আড়াই হাজার প্রবাসী বাংলাদেশির শরীরে করোনা

    সিঙ্গাপুরে আড়াই হাজার প্রবাসী বাংলাদেশির শরীরে করোনা

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ।

    দেশটিতে নতুন করে ৯৪২ জনের দেহে করোনা শনাক্ত হলেও এর মধ্যে ৫৭০ জনই বাংলাদেশি। শুক্রবার ৫৭০ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ২ হাজার ৬০০ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    শনিবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন কোরে আক্রান্তদের মধ্যে মাত্র ১৪ জন সিঙ্গাপুরের নাগরিক। বাকিরা সবাই শ্রমিক।

    এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার। এর মধ্যে আড়াই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১১ জন। তবে করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাওয়ার আগেই আরও দুইজনের মৃত্যু হয়েছিল।

    ১৮ এপ্রিল আরও ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৪০ জন।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • চট্টগ্রামে করোনা/ বৃহস্পতিবার সনাক্ত একমাত্র রোগীটি বেঁচে নেই, মৃতের সংখ্যা ৫

    চট্টগ্রামে করোনা/ বৃহস্পতিবার সনাক্ত একমাত্র রোগীটি বেঁচে নেই, মৃতের সংখ্যা ৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি || করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি)র আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    নিহতর বয়স ৬৫ বছর। তিনি চট্টগ্রাম নগরীর সরাইপাড়ার বাসিন্দা। এর আগে গতকাল ১১৯ জনের করোনা পরীক্ষা করে ১৯ জনের মধ্যে চট্টগ্রামের একমাত্র করোনা পজেটিভ ব্যক্তি ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

    ডা.হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার নগরীর সরাইপাড়ার একজন বৃদ্ধ করোনা শনাক্ত হয়। তিনি বিআইটিআইডিতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা গেছেন।

    এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে দাড়িয়েছে।

    এদিকে মৃত ব্যক্তির দাফনের দায়িত্ব নিয়েছেন আনজুমান এ মহিদুল ইসলাম। নগরীর অক্সিজেনের আরেফিন নগর এলাকায় তার দাফন হবে বলে জানা গেছে।

    উল্লেখ যে, ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৫৫ জন রোগী শনাক্ত হয়েছে।

    ২৪ ঘণ্টা/ কামরুল দুলু/ আর এস পি

  • করোনায় মিরসরাইয়ের একব্যক্তির মৃত্যু

    করোনায় মিরসরাইয়ের একব্যক্তির মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মিরসরাইয়ের একজন প্রবাসীর মৃত্যু হয়েছে( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। নিহতের নাম নুর উদ্দিন আহমেদ বাদল (৬০)।

    আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকালে পারিবারিক ভাবে তার নিহতে খবরটি নিশ্চিত করেছেন।

    তিনি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমদের বড় ভাই। মিরসরাই উপজেলায় প্রথম ব্যাক্তি হিসেবে করোনায় দেশের বাইরে মারা গেলেন।

    নিহত বাদল মিরসরাই থেকে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন বলে পারিবারিক সুত্র জানায়।

    নুর উদ্দিন আহমদের ছোট ভাই সালাউদ্দিন আহমেদ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, আমার বড় ভাই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করেন। সেখানে তিনি ব্যবসা বানিজ্য করতেন।

    আজ শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যাওয়ার খবর আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।

    নুর উদ্দিন বাদল মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া ছরারকুল এলাকার সাবেক বন কর্মকর্তা মরহুম মুনছুর আহমেদ ফরেস্টারের দ্বিতীয় পুত্র।

    ২৪ঘণ্টা/আশরাফ উদ্দিন

  • করোনা : কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যুবলীগ নেতা বাচ্চু

    করোনা : কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যুবলীগ নেতা বাচ্চু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্দি কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন
    চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃমহিউদ্দিন বাচ্চু।

    আজ ৩ এপ্রিল শুক্রবার নগরীর ২ নম্বর গেইট এলাকায় ৪২নং নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ডে যুবনেতা ইন্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল এর উদ্যোগে এসব ত্রাণ দুস্থদের মাঝে তুলে দেন তিনি।

    এ সময় উপস্হিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, মোঃ বদরুল, মোঃ জিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এস. এম আরিফুল ইসলাম, এডভোকেট সৈয়দ রবি, মোঃ আরিফ প্রমুখ।

    এ সময় মহিউদ্দিন বাচ্চু বলেন, সততাই শক্তি মানবতাই মুক্তি”, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশনায় আজকের এই ক্ষুদ্র প্রয়াস। এদিকে করোনা পরিস্থিতিতে থমকে গেছে খেটে খাওয়া কর্মহীন মানুষের জীবনযাত্রা।

    করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন। এতে দুর্ভোগে বিত্তবানদের পাশে থাকার আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে প্রয়োজন সতর্কতা। আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে।

    ২৪ঘণ্টা/ সংগঠন সংবাদ

  • করোনা : মৃতের সংখ্যা বিশ্বে ৪৫ হাজার,ইউরোপে ৩০ হাজার ছাড়িয়েছে

    করোনা : মৃতের সংখ্যা বিশ্বে ৪৫ হাজার,ইউরোপে ৩০ হাজার ছাড়িয়েছে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে পুরো বিশ্বজুড়ে। এর মধ্যে শুধুমাত্র ইউরোপেই ৩০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। 

    মঙ্গলবার রাত পর্যন্ত মোট আক্রান্তের খবর পাওয়া গেছে ৯ লাখ ৩ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ২৪১ জন। আর মারা গেছেন ৩ হাজার ১৮ জন। এপ্রিলের প্রথম দিন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪৫ হাজার ২৪৫ জনের।

    শুধুমাত্র স্পেন ও ইটালিতেই মারা গেছে মোট ২২ হাজারের বেশি মানুষ।

    চীন ও ইরানের পর করোনাভাইরাস মূল আঘাতটি হানে ইতালিতে। ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৭২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে। তবে নতুন আক্রান্তের হার কিছুটা কমেছে।

    অন্যদিকে করোনা ভাইরাসের কেন্দ্র এখন ইতালি থেকে সরে ক্রমশ স্পেনের দিকে যাচ্ছে। স্পেন এখন বিশ্বের তৃতীয় দেশ যেখানে এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

    জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস আপডেট বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা বেড়েই চলছে। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯ হাজার ৫৩ জন। আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ১৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরছেন ২২ হাজার ৬৪৭ জন।

    এদিকে করোনা রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট ২ লাখ ২৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে যোগ হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১ জন।

    ইউরোপের দেশ যুক্তরাজ্যেও ব্যাপকহারে বাড়ছে করোনায় মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৬৩ জন। সব মিলয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫২ জনের। ব্রিটেনে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৪৭৪ জন।

    তবে করোনার প্রথম শনাক্ত হওয়া দেশ চীনে মৃতের সংখ্যা একেবারেই কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭ জন। সব মিলিয়ে ৩ হাজার ৩১২ জন।

    ২৪ ঘণ্টা/আরএসপি

  • করোনা ভাইরাস আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র, বিশ্বে ২৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

    করোনা ভাইরাস আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র, বিশ্বে ২৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

    ২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা পুরো বিশ্বকেই এখন গ্রাস করে নিচ্ছে। দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

    মরণঘাতী এ ভাইরাসে আক্রান্তের দিক থেকে উতপত্তিস্থল চীন ও মৃতের সংখ্যায় শীর্ষে থাকা ইতালিকেও ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উঠে এসেছে এখন শীর্ষে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১৫ হাজার ৪৬১ জন।

    এ নিয়ে দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১১৩ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ। হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ১৮২ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জন।

    দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৮০ হাজারের বেশি। এদের মধ্যে অন্তত ২ হাজার ১১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকই নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটি প্রায় ৪০ হাজার মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে।

    আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন। করোনার উৎস দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের খবর পাওয়া যায়নি। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২৮৫ জনই রয়েছে, আর মৃতের সংখ্যা ৩ হাজার ২৮৭ জন।

    করোনা মহামারিতে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জনে। একদিনে নতুন আক্রান্ত ৬ হাজার ১৫৩ জন, মোট ভুক্তভোগী ৮০ হাজার ৫৮৯ জন।

    পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। ইতোমধ্যে করোনা কেড়ে নিয়েছে ২৪ হাজারেরও বেশি মানুষের প্রাণ। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখেরও বেশি।

    শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, সারাবিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৩ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ১৫০ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৪ হাজার ৩২৬ জন।

    এ মুহূর্তে সারাবিশ্বে আক্রান্ত অবস্থায় আছেন ৩ লাখ ৮৩ হাজার ৭৪১ জন, যাদের মধ্যে ১৯ হাজার ৩৫৭ জনের অবস্থা গুরুতর। বাকি ৩ লাখ ৬৪ হাজার ৩৮৪ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত করোনায় ১৬ শতাংশ মানুষের মৃত্যু ঘটেছে, সুস্থ হয়েছেন ৮৪ শতাংশ মানুষ।

    ২৪ ঘন্টা/ রাজীব প্রিন্স

  • প্রাণঘাতী করোনায় দ্বিতীয় মৃত্যুপুরী স্পেনে এবার মৃত্যু হল প্রথম বাংলাদেশির

    প্রাণঘাতী করোনায় দ্বিতীয় মৃত্যুপুরী স্পেনে এবার মৃত্যু হল প্রথম বাংলাদেশির

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুপুরীতে পরিণত হয় চীন। এরপর চীনকে ছাড়িয়ে বিশ্বের মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় শীর্ষে উঠে আসে ইতালি।

    মাত্র কিছুদিনের ব্যবধানে চীনকে ছাড়িয়ে ইউরোপের দেশ স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় মৃত্যুপুরী হিসেবে রুপ নেয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৬৫৫ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা দাড়ায় ৪ হাজার ৮৯ জন। আরো খবর : স্পেনে মৃত্যু ৪ হাজার ছাড়াল

    করোনায় বিশ্বের এ দ্বিতীয় মৃত্যুপুরীতে আজ প্রথম বাংলাদেশির মৃত্যু হয়। স্পেনের রাজধানী মাদ্রিদে তার বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

    স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মৃত প্রথম বাংলাদেশির নাম হোসাইন মোহাম্মদ আবুল (৬৭)। বাংলাদেশের ঢাকার নারায়ণগঞ্জে তার বাড়ি। আরো খবর : চীনকে পেছনে ফেলে ২য় মৃত্যুপুরী স্পেন

    করোনায় মৃত হোসাইন মোহাম্মদ আবুল পরিবার নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাস করতেন।অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরে পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান।

    স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজকের দেওয়া হিসাব অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৮৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮৮ জনে।

    সূত্র : যুগান্তর