Tag: ভাইরাসের

  • সীতাকুণ্ডে একদিনে আক্রান্ত ১৫/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু

    সীতাকুণ্ডে একদিনে আক্রান্ত ১৫/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বনির্ধারিত ১০ বেডের আইসোলেশন সেন্টারে আজ বৃহস্পতিবার (১১জুন) থেকে রোগী ভর্তি শুরু হয়েছে।

    করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সীতাকুণ্ডে ১০ শয্যার আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। বর্তমানে সীতাকুণ্ড উপজেলার কোভিড ১৯ সংক্রমণ হওয়া ৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।সীতাকুণ্ডে উপজেলা আইসোলেশন সেন্টারে ভর্তি শুরু

    এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সীতাকুণ্ডে ক্রমেই বাড়ছে। গতকাল একদিনে সীতাকুণ্ড থানার ৭ পুলিশ সদস্যসহ উপজেলায় এক দিনে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে থানার ১ জন ইন্সপেক্টর, ১ জন এসআই ও ৮ জন পুলিশ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যানুযায়ী, উপজেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ৬০ জন।

    সীতাকুণ্ড থানা সূত্র মতে, করোনার লক্ষণ নিয়ে ৬ জুন একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। পরবর্তীতে সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর একই দিন ২৪ জন ও পরদিন আরো ১০ জনসহ মোট ৩৪ জনের নমুনা দেওয়া হয়।

    এর মধ্যে যে ৭ জনের ফলাফল পাওয়া গেছে সবার করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্ত ইন্সপেক্টর ও এক সদস্য ইতিপূর্বে চট্টগ্রামের হালিশহরস্থ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনুর উদ্দিন বলেন, রোগীদের অবস্থা স্থিতিশীল। অন্যান্য রোগীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সাধারণ সমস্যার জন্য হাসপাতালের নাম্বার এ যোগাযোগ করুন, খুব জরুরী প্রয়োজন না হলে হাসপাতালে না আসার পরামর্শ।

    যারা সর্দি, কাশি, জ্বরে ভুগেছেন তারা ফোনে যোগাযোগ করে এবং ফ্লু কর্নারে যোগাযোগ করবেন, চিকিৎসা নিবেন। তাদের পরামর্শ অনুযায়ী পরীক্ষার জন্য নমুনা দিবেন।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

  • চবিকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি

    চবিকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের গবেষণাগারে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।

    চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান গবেষণাগারে কোভিড-১৯ রোগের ল্যাবরেটরি পরীক্ষা চালু করার অনুমতি প্রদান করা হলো।

    এ পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটস ও লজিস্টিক স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা হবে। কোভিড-১৯ পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডেএইচআইএস ২ – তে প্রেরণ করতে হবে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, ‘আমরা নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছি। কখন থেকে শুরু করা হবে তা মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’

    বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, চবি জীববিজ্ঞান অনুষদের সেন্ট্রাল বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে এই করোনা টেস্ট করা হবে।

    এ উপলক্ষে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য বায়োসেইফটি লেভেল-২ মানের ল্যাব প্রস্তুত করা হয়েছে। ল্যাবটি চালু হলে দিনে ৩০০ থেকে ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টা/ মেহেদি/আর এস পি

  • করোনা/সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর হচ্ছে ঢাকা মহানগর পুলিশ

    করোনা/সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর হচ্ছে ঢাকা মহানগর পুলিশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক || করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে প্রতিদিনই বিশ্বে কয়েক হাজার মানুষের প্রাণহানী ঘটছে। দেশেও ইতিমধ্যে মারা গেছে ৭৫ জন।

    কিন্তু এরপরও যেন ভয় নেই বাংলাদেশের অনেক মানুষের। গায়ে গা ভাসিয়ে যেন ভাইরাসটিকে আলিঙ্গন করতে পারলেই এরা খুশি। ফল স্বরুপ নিজেরা মৃত্যুর কোলে ঢলে পড়ার পাশাপাশি দেশকেও মৃত্যুপুরীর দিকেই নিয়ে যাচ্ছে এসব অসচেতন ব্যক্তিরা।

    তবে ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (১৮ এপ্রিল) থেকে কঠোর ভূমিকা নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ।

    মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ‘র ধানমন্ডির বাসায় শুক্রবার রাতে ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দদের নিয়ে বৈঠককালে এ সিদ্ধান্ত হয়।

    মাননীয় প্রধানমন্ত্রীর নির্দশনার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

    প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনা হয়।

    প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটের বৈঠকে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • বিশ্বব্যাপী করোনা তাণ্ডবের মাঝেও অন্য ভাইরাসের হানা, নিহত ১

    বিশ্বব্যাপী করোনা তাণ্ডবের মাঝেও অন্য ভাইরাসের হানা, নিহত ১

    ২৪ ঘণ্টা স্বাস্থ্য ডেস্ক || প্রাণঘাতী করোনা ভইরাসের তান্ডবে পুরো বিশ্ব যখন দিশেহারা। লাশের পর লাশের রেকর্ড গড়ছে ইউরোপের দেশগুলো ঠিক সেই মুহুর্তে আবারো হানা দিয়েছে আরেক ভাইরাস।

    ইবোলা ভাইরাসের আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

    হু জানিয়েছে, কঙ্গোতে নতুন করে ইবোলা হানা দিয়েছে এবং এতে একজন মারা গেছেন। মৃত ব্যক্তি কয়েকটি উপসর্গ নিয়ে সম্প্রতি দেশটির বেনি শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

    বৃহস্পতিবার সকালে ২৬ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।

    প্রসঙ্গত, ২০১৮ সালে ইবোলা প্রাদুর্ভাব শুরুর পর থেকে কঙ্গোতেই এতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২০০ জন। তবে গেল ৫২ দিন এ ভাইরাসের কোনো সংক্রমণের তথ্য পাওয়া যায়নি।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা : সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে মধ্যবিত্তদের পাশে দাঁড়াবে সিএমপি

    করোনা : সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে মধ্যবিত্তদের পাশে দাঁড়াবে সিএমপি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন রোধে পৃথিবীর অনেক দেশই এখন পুরোপুরি লকডাউনে। তেমনি আমাদের দেশেও অঘোষিত লকডাউনে গত ২৬ মার্চ থেকে, সরকারি ঘোষণা অনুযায়ী দেশের প্রায় সবকিছুই বন্ধ থাকবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।

    মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের এমন ক্রান্তি লগ্নে গরীব দিনমজুর খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের সহযোগীতায় এগিয়ে এসেছে সরকারি ও বেসরকারি একাধিক সংস্থা। শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট একাধিক প্রতিষ্ঠান ছাড়াও অনেকে ব্যক্তি উদ্দ্যেগেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে নিম্নবিত্তদের।

    এদিকে লকডাউনের দিন যতই বাড়ানো হচ্ছে সবচেয়ে ততই বেশি বিপাকে পড়ছে মধ্যবিত্ত পরিবারগুলো। দীর্ঘদিন সরকারি বেসরকারি অফিস কারখানা বন্ধ থাকায় মধ্যবিত্ত অনেকের ঘরে যা জমাছিল তা ফুরিয়ে এসেছে।

    লোকলজ্জ্বার ভয়ে থাকা গৃহবন্দি এসব মধ্যবিত্ত পরিবারে কথা চিন্তা করে তাদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।

    সিএমপির ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, যারা সরকারী বেসকারী চাকুরি করেন তারাই বেশিরভাগ মধ্যবিত্ত। অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান (আয়ের উৎস) সব বন্ধ থাকায় অনেকটা নিরুপায় হয়ে পড়েছে অধিকাংশই পরিবার। না পারছে সহ্য করতে আবার লোকলজ্জ্বার ভয়ে বলতেও পারছেনা কাউকে।

    তাই তাদের কথা চিন্তা করে এসব মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। এক্ষেত্রে যারা ত্রাণ নিচ্ছে বা নিবে তাদের আমরা ক্যামেরা বা মিডিয়ার সামনে ফোকাস করতে চাই না। মধ্যবিত্ত পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তাদের পাশে দাঁড়াতে চায় সিএমপি দক্ষিণ বিভাগ।

    সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন মধ্যবিত্তদের উদ্দেশ্যে বলেন, আপনার সামর্থ্য ফুরিয়ে এসেছে, কিন্তু লোকলজ্জায় বলতে পারছেন না। আপনারও সহযোগিতা প্রয়োজন। কিন্তু সামাজিক মর্যাদারক্ষায় চাইতে পারছেন না। আমরা আপনার পাশে দাঁড়াতে চাই।

    নিম্নোক্ত নাম্বারে এসএমএস করুন অথবা ফোনে বলুন।

    ডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২১, এডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২৫, এসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৪, এসি চকবাজার ০১৭৬৯৬৯৪২২৩, ওসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৬, ওসি বাকলিয়া ০১৭১৩৩৭৩২৬১, ওসি চকবাজার ০১৭৬৯৬৯০০৬৪, ওসি সদরঘাট ০১৭৬৯৬৯০০৬৫।

    কথা দিচ্ছি, আপনার সামাজিক মর্যাদা রক্ষার দায়িত্বও আমাদের। এই সহযোগিতার কথা কেউই জানবেনা। মানুষ সন্দেহ করবে এমন বিশেষ কোন ব্যাগও ব্যবহার করা হবে না।
    ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আস্থা রাখুন পুলিশে।

    ২৪ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • করোনা ভাইরাসে নিস্তব্ধ ফটিকছড়ি : মাঠে সেনাবাহিনী

    করোনা ভাইরাসে নিস্তব্ধ ফটিকছড়ি : মাঠে সেনাবাহিনী

    ২৪ ঘন্টা ডট নিউজ। এম.জুনায়েদ,ফটিকছড়ি : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ থেকে শুরু হলো ১০ দিনের বাধ্যতামূলক ছুটি। করোনা ভাইরাস বিস্তার রোধে জনসমাগম এড়াতে চট্টগ্রামের ফটিকছড়িতে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের বিবিরহাট বাজারের সকল মার্কেট বন্ধ রয়েছে। শুধু ওষুধের দোকান, মুদি দোকান, কাঁচাবাজারের দোকান ছাড়া বাকী সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

    ২৫ মার্চ বুধবার রাত ৮টা থেকে উপজেলার দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও সেনাবহিনীর টিম অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়।

    এছাড়া সকাল থেকে হাতেগুনা কয়েকটি লোকাল সিএনজি ছাড়া বড় কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এতে পুরো উপজেলা নিস্তব্ধ হয়ে পড়েছে।

    অন্যদিকে প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নেমেছেন সেনাবাহিনী। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা তা মানছেন কি না, তা তদারকি করছে সেনাবাহিনীর টিম। তাদের সঙ্গে কাজ করছেন পুলিশ সদস্যরাও। লোকজনকে অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ করে ঘরে থাকার আহ্বান করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

    উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ি উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দোকান ছাড়া বাকি সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি