Tag: ভাটিয়ারি

  • ভাটিয়ারীতে ওসমান গনি ও মুস্তাকিম স্মৃতি ক্রিকেটে সলিমপুর ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

    ভাটিয়ারীতে ওসমান গনি ও মুস্তাকিম স্মৃতি ক্রিকেটে সলিমপুর ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মুজিব শতবর্ষ উপলক্ষে মরহুম হাজী ওসমান গনি ও মুস্তাকিম স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    শনিবার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বেলা ভিউ ক্রিকেট মাঠে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাজীম উদ্দিন।

    মাসব্যাপী উক্ত ক্রিকেট টুর্ণামেন্টে মোট চব্বিশটি টিম অংশ নেয়। ফাইনাল খেলায় সলিমপুর ক্রিকেট একাডেমি ৫ উইকেটে সীতাকুণ্ড ক্রিকেট একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামনগর ক্রিকেট একাডেমীর সভাপতি ও খেলার প্রধান পৃষ্ঠপোষক ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম, সাধারণ সম্পাদক মোঃ তুহিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জীবন, আওয়ামীলীগ নেতা জাফর চৌধুরী, নাছির উদ্দিন, আবুল কাসেম, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আমজাদ,৬ ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ রাকিন, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • প্রবাসে করোনায় মারা যাওয়া ভাটিয়ারীর মোস্তফার পরিবারের পাশে দাঁড়ালেন ইউপি সদস্য মাসুম

    প্রবাসে করোনায় মারা যাওয়া ভাটিয়ারীর মোস্তফার পরিবারের পাশে দাঁড়ালেন ইউপি সদস্য মাসুম

    সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা যাওয়া সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের প্রবাসী মোঃ মোস্তফার পরিবারকে আর্থিক অনুদান এবং তার ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মাসুম।

    মোস্তফা সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের কাজী বাড়ীর মোঃ শফির পুত্র।

    সে দীর্ঘদিন করোনায় আক্রান্ত থাকার পর ১৪ জুলাই সৌদি আরবের কিং ফয়সল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

    প্রবাসী মোস্তফার মৃত্যুতে দুই কন্যা এবং দেড় বছরের সন্তান নিয়ে চোখে-মুখে অন্ধকার দেখছেন তার স্ত্রী।  সংসারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে চিন্তার ভাজ পড়ে মাথায়।

    এসময় মানবিক বিবেচনায় এগিয়ে এলেন ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম। তিনি ঐ পারিবারে আর্থিক সহযোগীতাসহ তিন ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নেন।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রসূতি মায়েদের ফ্রি চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রসূতি মায়েদের ফ্রি চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের হাজ্বী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ে প্রসূতি মায়েদের ফ্রি চিকিৎসা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

    আজ বুধবার (৮ জুলাই) সকাল ১০ টা থেকে দিনব্যাপী প্রসূতি মায়েদের উক্ত চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৮০ জন গর্ভবতী মায়ের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

    এছাড়া বিনামুল্যে প্রয়োজনীয় সকল ওষুধ সরবরাহ, করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিসহ দুস্থ অসহায় প্রসূতি মায়েদের পুষ্টি চাহিদা পূরণে সেনাবাহিনীর পক্ষ থেকে সৌজন্যমূলক পুষ্টিকর খাবারও উপহার দেওয়া হয়।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    এ চিকিৎসা ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা প্রদান করেন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের এর গাইনি ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল ডা. মাহমুদা আশরাফী ফেরদৌসি।

    প্রথমে প্রসূতি মায়েদেরকে জীবাণুনাশক স্প্রে করা হয়। এরপর তাপমাত্রা ও ওজন পরিমাপ করা হয়। পরে চিকিৎসা সেবা দিয়ে তাদের বিনামূল্যে ওষুধ পত্র দেওয়া হয়।

    উক্ত ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক কান্তি লাল আর্চায্য, প্রেসক্লাব সভাপতি সুমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম, মোঃ মাঈন উদ্দিন, অহিদুল আলম প্রমূখ।

    এব্যাপারে ১৮ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী বছরব্যাপী সারাদেশে বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচীর অংশ হিসেবে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া সদর দপ্তর এর সার্বিক ব্যবস্থাপনায় ১৮ ফিল্ড অ্যাম্বুলেন্স ও সিএমএইচ চট্টগ্রামের যৌথ উদ্যেগে বিভিন্ন এলাকায় গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছেন। তারই অংশ হিসেবে সীতাকুণ্ডে মোট তিনটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ জন গর্ভবতী নারীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি বিনামুল্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, স্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ ফেসিয়াল মাস্ক ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লকডাউন দেওয়াকে কেন্দ্র করে সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া

    লকডাউন দেওয়াকে কেন্দ্র করে সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি |। চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়ায় লকডাউন দেওয়াকে কেন্দ্র করে পুলিশ-গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

    এঘটনায় পুলিশ গ্রামবাসীকে লক্ষ্য করে ১৫/২০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁরে এবং গ্রামবাসী পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

    গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার সময় বার আউলিয়াস্থ ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

    জানা যায়, করোনা সংক্রামনের কারণে উপজেলার অন্যান্য এলাকার মতো ফুলতলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দারা গ্রামে যাতে বাহিরে কোন ব্যক্তি ও শিপব্রেকিং ইয়ার্ডের গাড়ি প্রবেশ করতে না পারে সেজন্যে বাঁশ দিয়ে শিপব্রেকিং ইয়ার্ডের তথা গ্রামের রাস্তা বন্ধ করে দেয় কয়েকদিন আগে।

    যার ফলে লোকমান হোসেনের মালিকানাধীন জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ডের কোন গাড়ি প্রবেশ করতে পারছেনা। বিষয়টি ইয়ার্ড কৃর্তপক্ষ পুলিশকে জানালে রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ গিয়ে রাস্তা থেকে ব্যারিকেট সরিয়ে দেয়।

    এসময় গ্রামবাসীর সাথে পুলিশের তর্ক-বির্তক শুরু হয়। এরপর দুইপক্ষের মধ্যে বেশ উক্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এঘটনায় পুলিশ ১৫/২০ রাউন্ড ফাঁকা গুলি ছুরে বলে অভিযোগ করে গ্রামবাসী।

    এব্যাপারে জানতে চাইলে স্থানীয় গ্রামবাসীরা বলেন, সারাদেশে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলেছে, আমাদের গ্রামে যাতে করোনা ভাইরাসের সংক্রামণ ছড়াতে না পারে সেজন্য আমরা গ্রামবাসী সেচ্ছায় লকডাউন করি।

    কিন্তু জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষ তাদের ইয়ার্ড চালু করে বাহির থেকে গাড়ি গ্রামে ডুকাচ্ছে। আমরা বাঁধা দিলে তারা পুলিশ এনে গ্রামবাসীর উপর নির্যাতন করে।

    তারা আরো বলেন, জিরি সুবেদার কৃর্তপক্ষ এখানে কোটি কোটি ব্যাবসা করলেও বর্তমানে করোনা ভাইরাসের কারণে গ্রামের খেটে খাওয়া মানুষকে কোন রকমের সহযোগীতা করেনি, এছাড়া গ্রামের রাস্তাটা তাদের গাড়ি চালিয়ে নষ্ট করলেও রাস্তাটা মেরামতের কোন উদ্যেগ নেয়নি।

    এদিকে গ্রামবাসীর অভিযোগগুলো অস্বীকার করে জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রতিনিধি মোঃ মহিউদ্দিন বলেন, গ্রামের কিছু ব্যক্তি লকডাউনের নামে রাস্তা বন্ধ করে ইয়ার্ডে ডাকাতি করার প্রস্তুুতি নিচ্ছে, কয়েকদিন আগেও তারা দারোয়ানকে মেরে ইয়ার্ডে ডাকাতি করেছে।  আর করোনা ভাইরাসের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা গ্রামবাসীর জন্য ত্রাণ সামগ্রী দিয়েছি।

    এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, এলাকাবাসী বাঁশ দিয়ে রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

    আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে উক্তেজিত গ্রামবাসী আমাদের উপর পাথর ছুঁরে। তবে গ্রামবাসীকে লক্ষ্য করে ফাঁকাগুলি ছোঁড়ার বিষয়টি অস্বীকার করেন ওসি।

    এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান এএসপি (সীতাকুণ্ড) সার্কেল শম্পা রানী শাহা, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, বার আউলিয়া হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলামসহ ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পুলিশসহ শতাধিক পুলিশ।

    অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড) সার্কেল শম্পা রানী সাহা’র সমোঝতার আশ্বাসে গ্রামবাসী ঘটনাস্থল ত্যাগ করে।

    ২৪ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আরএসপি

  • ভাটিয়ারীতে নাইট ডিউটিতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় সিকিউরিটি গার্ড নিহত

    ভাটিয়ারীতে নাইট ডিউটিতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় সিকিউরিটি গার্ড নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক নিরাপত্তা প্রহরি নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ মফিজ (৪৮) সে ফৌজদারহাটস্থ গণি আহম্মদ মেম্বারের বাড়ির মরহুম মাহবুবুল হক সওদাগর এর পুত্র।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার সময় উপজেলার ভাটিয়ারীর বানুরবাজার এলাকায় মহাসড়কে এদূর্ঘটনা ঘটে। নিহত মফিজ সীমা স্টীল মিলে কর্মরত ছিলেন, তিনি নাইট ডিউটিতে যাওয়ার সময় এ দূর্ঘটনার শিকার হন।

    জানা যায়, রাস্তা পার হওয়ার সময় মফিজকে দ্রুতগতির চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান চাপা দিলে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

    ১০ নং সলিমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য মোস্তাকিম আরজু বলেন, মফিজ সীমা স্টীল মিলে চাকুরী করতো, রাতের ডিউটিতে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।