Tag: ভাটিয়ারী

  • ভাটিয়ারীতে লায়ন্স ক্লাব অব চিটাগং এর উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    ভাটিয়ারীতে লায়ন্স ক্লাব অব চিটাগং এর উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি: লায়ন্স ক্লাব অব চিটাগং এর উদ্যোগে এবং লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান-এর সহযোগিতায় শনিবার দিনব্যাপী চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতস্থ সিমনি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    দিনব্যাপী হেলথ ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, সুন্নতে খতনা, নাক-কান ফোঁড়ানো এবং মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

    ক্যম্পে প্রায় ৫ শতাধিক মানুষকে সরাসরি চিকিৎসাসেবা প্রদান এবং শৈশব ক্যান্সার, প্লাস্টিক ও পলিথিন ও ডেঙ্গু সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।

    লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে এবং লিও ইয়্যুথ ক্যাম্প ও এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন নিশাত ইমরানের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর ও পিডিজি ফোরামের চেয়ারম্যান একুশে পদকজয়ী লায়ন এম এ মালেক এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপোলো ইমপেরিয়াল হাসপাতালের নব-নির্বাচিত চেয়ারম্যান ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক লায়ন ওয়াহিদ মালেক, সাংবাদিক লায়ন হাসান আকবর, প্রাক্তন মাল্টিপল কাউন্সিল চেয়ারম্যান লায়ন এম এ বাশার পিএমজেএফ, আইপিডিজি লায়ন আল সাদাত দোভাষ পিএমজেএফ, পিডিজি লায়ন নাজমুল হক চৌধুরী এমজেএফ, পিডিজি লায়ন ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস এমজেএফ, বিসিবি ডিরেক্টর ও পিডিজি লায়ন মোহাম্মদ মনজুর আলম পিএমজেএফ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • ভাটিয়ারীতে রয়েল বার্ড জাহাজ কেটে জরিমানা গুনলো ২৩ লাখ

    ভাটিয়ারীতে রয়েল বার্ড জাহাজ কেটে জরিমানা গুনলো ২৩ লাখ

    অননুমোদিত উপায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সাগর উপকূলে আটকে যাওয়া একটি পরিত্যক্ত জাহাজ কাটার কারণে তিন ব্যক্তিকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।

    গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর চট্রগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানী শেষে এই আদেশ দেন পরিচালক মফিদুল ইসলাম।

    সাগর উপকূলে দীর্ঘ ২৯ বছর ধরে আটকে থাকা একটি জাহাজ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট এবিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হলে গত সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন ঊর্ধতন কর্মকর্তা।

    পরিদর্শনের সময় জাহাজ কাটার বিষয়ে নানা অনিয়ম দেখতে পান তারা। এ সময় জাহাজের মালিক দাবি করা গিয়াস উদ্দিন, মাহবুব ও কামাল উদ্দিন নামের তিন ব্যক্তি ও ভাটিয়ারী শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিককে নোটিশের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে হাজির হতে বলা হয়।

    যে ইয়ার্ডে জাহাজটি কাটা হচ্ছে সে ইয়ার্ডের লাইসেন্স নবায়ন না থাকায় জাহাজ কিভাবে কাটা হচ্ছে, কোন দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নেবে ইত্যাদি নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

    পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল ইসলাম বলেন, সঠিক পদ্ধতিতে জাহাজ না কাটার কারণে জাহাজের মালিকানা দাবি করা তিন ব্যক্তিকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।

    তবে নোটিশ দিলেও হাজির হননি ভাটিয়ারী শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক পক্ষের লোকজন। তাদের পুনরায় নোটিশ করা হবে। এরপরও হাজির না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিচালক মফিদুল ইসলাম।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

  • ভাটিয়ারী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচের পূণর্মিলনীতে ৩২ বছর পর শিক্ষার্থীদের মিলনমেলা

    ভাটিয়ারী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচের পূণর্মিলনীতে ৩২ বছর পর শিক্ষার্থীদের মিলনমেলা

    কামরুল ইসলাম দুলুঃ পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়। দীর্ঘ ৩২ বছর পর স্কুল জীবনের সেই বন্ধুরা একে অপরকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাজ্বি টি.এসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৯ ব্যাচের শিক্ষার্থীরা।

    কংকা চৌধুরী, ফরিদা নাজনীন, মাসুদ, সরফরাজ এবং পুলক কর এর যৌথ পরিচালনায় শনিবার দিনব্যাপী উপজেলার সলিমপুরের শুকতারা পার্কে উক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে অনেক বন্ধু আবেগে আপ্লুত হয়ে পড়েন। স্কুলের ৮৯ ব্যাচের বন্ধুরা তাদের বন্ধন ধরে রাখতে উক্ত মিলনমেলার আয়োজন করে।

    পূণর্মিলনী, বনভোজন ও মিলনমেলায় দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের গান,নৃত্য, মহিলাদের বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ার, পুরুষদের বল ফাসিং, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং প্রীতিভোজ।

    অনুষ্ঠানে গুণিজন সংবর্ধনায় স্কুলের প্রবীণ শিক্ষক আলী আজম এবং সাংবাদিক কামরুল ইসলাম দুলুকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এই দীর্ঘ ৩২ বছরে এসএসসি-৮৯ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু বন্ধুত্বের বন্ধনে একসঙ্গে রব চিরজীবনে এ শ্লোগানে সবাই যেন এদিন একাকার হয়ে যান। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু।

  • মুজিব জন্মশতবার্ষিকীতে ভাটিয়ারীতে ব্যতিক্রম আয়োজন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

    মুজিব জন্মশতবার্ষিকীতে ভাটিয়ারীতে ব্যতিক্রম আয়োজন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

    কামরুল ইসলাম দুলু : স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং এলজিএসপি-৩ এর অর্থায়নে ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবার লক্ষ্য একটি অ্যাম্বুলেন্স প্রদান, ইউনিয়নের আবর্জনা অপসারণের জন্য ১০ টি ভ্যান গাড়ি এবং ইউনিয়নের তিন হাজার স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

    ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দীনের সভাপতিত্বে বুধবার সকাল ইউপি চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এর আগে সকালে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ইউপি চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে শেষ হয়। বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে যৌথভাবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

    ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা মোঃ ফেরদৌস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী শেলী, ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন মাসুম, কামাল উদ্দিন, অহিদুল আলম, মাইনুদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস শুক্কুর , আওয়ামী লীগ নেতা আবদুল হাদী, মোহাম্মদ আলম, সাবেক ছাত্রলীগ নেতা কাজী দিদার, ৩ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আলমগীর, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, সোহেল রানা, শামসুল আরেফিন, জামাল উদ্দিন, মোঃ জাফর আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা শাহিন আহমেদ, আলতাফ মাহমুদ, নাহিদুল ইসলাম আরমান, আমজাদ হোসেন বাবলু, রাকিন, রাশেদ, ইমন, তুষার, আজাদ, ইফতি, শাকিব, ইকবাল হোসেন ও টিটু।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ওয়েল কেয়ার ডায়াগনোস্টিক সেন্টারের উদ্বোধন

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ওয়েল কেয়ার ডায়াগনোস্টিক সেন্টারের উদ্বোধন

    কামরুল ইসলাম দুলু : জনগনের স্বাস্থ্য সেবার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যাত্রা শুরু করেছে ওয়েল কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার। আজ সোমবার(১ মার্চ) সকালে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ভাটিয়ারী ফিরোজা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ওয়েল কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে অনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজীম উদ্দিন।

    মোঃ সাজ্জাদ উল হাকিম চৌধুরী ও মোঃ ওসমানের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন, ইউপি সদস্য ও ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ওহিদুল আলম, প্রফেসর ডা.মোঃ খালেদ উদ্দিন ঈসা চৌধুরী, প্রফেসর ডা. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর ডা.মোহাম্মদ ইসমাইল হোসেন, অধ্যাপক ডা.মোহাম্মদ ইউসুফ আলী, ডাক্তার নূরানী সুলতানা, অধ্যাপক ডা. মোঃ ইলিয়াস, ডা.আব্দুল্লাহ ফাতেমী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ শাহিন। এছাড়াও ওয়েল কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এর সকল পরিচালকবৃন্দ, এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ওসমান বলেন, স্বাস্থ্যসেবা অঙ্গনের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক স্বাস্থ্য সেবার মান নিয়ে ভাটিয়ারীতে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি চালু করা হয়েছে। ৫০০ এম.এ ডিজিটাল এক্সরে মেশিন, ১২ চ্যানেল ইসিজি, কসমেটিক খতনা সেন্টার, অল্প খরচে স্বাস্থ্য পরীক্ষাসহ গরীব ও দুস্থ রোগীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দেড় হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দেড় হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ভাটিয়ারী থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ মোঃ ফিরোজ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার রাত ৭টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের পশ্চিম পার্শ্বে বাস ষ্ট্যান্ডের বাধন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে মডেল থানার এসআই মোঃ আশরাফ ছিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। তার শরীরে তল্লাশী চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত ফিরোজ কক্সবাজারের উখিয়া থানার দক্ষিণ রহমতের বিল গ্রামের জাফর আলমের পুত্র।

    এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, গ্রেফতারকৃত ফিরোজের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলায় ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোঃ রাসেল (৩১) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

    আজ রবিবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টার সময় উপজলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    জানা যায়, মোটর সাইকেল যোগে চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে একটি অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। নিহত রাসেল নোয়াখালী জেলার হাতিয়া থানার পূর্ব ঘামছে খালি গ্রামের আবদুল হাইয়ের পুত্র বলে জানা গেছে।

    এ ব্যাপারে বারআউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ ইব্রাহিম জানান সকালে দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখান থেকে লাশটি উদ্ধার করি এবং নিহতের লাশ থানায় নিয়ে যাওয়া যায়, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করছি।

    ২৪ ঘণ্টা/দুলু

     

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গাউছিয়া কমিটির দাওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গাউছিয়া কমিটির দাওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : ইসলামের প্রথম খলিফা আমীরুল মু’মেনীন হযরত আবু বকর সিদ্দিক এর ওফাত বার্ষকী স্মরণে দাওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখা ও ভাটিয়ারী ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল তিনটা থেকে উপজেলার বানুর বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উত্ত মাহফিল অনুষ্ঠিত হয়।

    গাউসিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। মাহফিলের উদ্বোধন করেন এন,এ গ্রুপের পরিচালক শাহ এমরান মোহাম্মদ আলী চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন,গাউছিয়া কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মাহফিল প্রস্ততি কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ মোবারক হোসাইন সওদাগর ও সদস্য সচিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী।

    মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশ নেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক হযরতুলহাজ্ব আল্লামা মোঃ আব্দুল মান্নান, সোবহানিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম এর শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, আরবি প্রভাষক হযরত আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রেজভী, আল্লামা সৈয়দ মোঃ জালাল উদ্দিন আযহারী, নেছারিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মোঃ কামাল উদ্দিন আযহারী, আলহাজ্ব আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রেজভী।

    মাহফিল শেষে দেশ ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    ২৪ ঘণ্টা/দুলু

  • ভাটিয়ারীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

    ভাটিয়ারীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে আলোচনা সভা ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন তপু।

    ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন। ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর পরিচালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলান, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা ডা. কুমার বিশ্বজিৎ বিশু, মিরসরাই ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জীবন, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি নাজিম উদ্দীন, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ এর সহ-সভাপতি আলতাফ মাহমুদ, প্রচার সম্পাদক আমজাদ হোসেন বাবলুসহ উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা হামিদ তুষার , ওসমান, রানা, আজাদ, ইফতি রিমন ফরহাদ, আরমান, ইমন, ফোরকান, পৌরসভা ছাত্রলীগ নেতা অর্প, সাকিব, সাব্বির, রাশেদ, জিল্লু, অরূপ, রাকিন, ফারহান প্রমূখ।

    অনুষ্ঠান শেষে একটি আনন্দ র‍্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিণ করে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ি চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ি চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

    রবিবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ এলাকার শাহ আমানত ফিলিং স্টেশনের পাশে এ দূর্ঘটনা ঘটে।

    নিহতরা হচ্ছে মোঃ আারাফাত (২২) পিতা-মোঃ ইদ্রিস ও মোঃ সুরত আলম (২৩), পিতা-মৃত কালু মিয়া, বোরজনিয়া টাইম বাজার, থানা-রামু, জেলা- কক্সবাজার। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করেছে।

    জানা যায়, কক্সবাজার থেকে মোটর সাইকেল যোগে দুই যুবক কুমিল্লা বেড়াতে যায়। ফেরার পথে ভাটিয়ারীতে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এসময় মোটর সাইকেলটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়।

    খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই রুহুল আমিন ও ফৌজদারহাট ফাঁড়ির এসআই ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে।

    এব্যাপারে রুহুল আমিন বলেন, কুমিল্লা থেকে মোটর সাইকেল পালস্ যোগে কক্সবাজারের উদ্যেশ্যে যাওয়ার পথে ভাটিয়ারীতে দূর্ঘটনায় পতিত হয়। তাদেরকে কোন গাড়ি চাপা দিয়েছে তা জানা যায়নি। আমরা লাশ দুইটি ও একটি মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ব্যবসায়ীকে অপহরণ করে ছিনিয়ে নিয়েছে ৭ লক্ষ টাকা

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ব্যবসায়ীকে অপহরণ করে ছিনিয়ে নিয়েছে ৭ লক্ষ টাকা

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ব্যবসায়ীকে অপহরণ করে ৭ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকালে এঘটনা ঘটে। রাতে আহত অবস্থায় উক্ত ব্যবসায়ী ও তার সঙ্গে থাকা এক ইলেকট্রিক মিস্ত্রিকে পুলিশ বার আউলিয়াস্থ হাফিজ জুট মিলসের গেটের সন্নিকটে মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

    জানা যায়, মঙ্গলবার বিকালে সীবিচের চরপড়া মোড় এলাকার মৃত নেকবর আলীর পুত্র জসিম উদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ী রমজান আলী(৩৫) নামের এক ইলেকট্টিক মিস্ত্রিকে সাথে নিয়ে আগ্রাবাদ মোগলটুলী থেকে পুরাতন জাহাজের ইলেকট্রিক মেশিন ক্রয় করতে উপজেলার ভাটিয়ারীতে আসেন। এসময় কৌশলে এক মহিলা ও কয়েকজন যুবক তাদেরকে একটি কালো রঙের মাইক্রোতে তুলে নিয়ে যায়।

    এদিকে রাত পৌনে ১২ টার দিকে উপজেলার বার আউলিয়ার হাফিজজুট মিলসের পাশে মহাসড়কের নতুন রাস্তায় একটি নির্জনস্থানে দুইটি লোক পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন ব্যক্তি এসময় ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে হাজির হয়ে আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। এসময় তারা জানায় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা টাকা, মোবাইল সেট কেড়ে নিয়ে গাড়িতে করে বেশ কিছুক্ষণ ঘুরানোর পর রাস্তার পাশে নির্জন স্থানে ফেলে দেয়।

    এব্যাপারে ব্যবসায়ী জসিম উদ্দিনের পুত্র ইসমাম শাহরিয়ার বলেন, আমার বাবা মঙ্গলবার ইলেকট্টিকের মেশিন কিনতে ভাটিয়ারীতে যায়। বিকালে তার সাথে আমার ফোনে কথাও হয়। ৪টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়, আমরা মনে করেছিলাম, চার্জ শেষ হয়ে যাওয়ায় ফোন বন্ধ। বাবার সাথে একজন ইলেকট্রিক মিস্ত্রিও ছিল। রাত ১২ টার দিকে এক পুলিশ আমাকে ফোন করে বলেন, আমার বাবা রাস্তার পাশে পড়ে আছেন। তখন আমাকে বলেছেন হাসপাতালে যেতে। এটি একটি পূর্ব পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা। মাইক্রোবাসে ৬ জনের একটি সংঘবদ্ধ দল ছিল। তারা আমার বাবার কাছ থেকে নগদ ৭ লক্ষ টাকা, মোবাইল ফোন কেড়ে নেয়। তাদের দুইজনকে গাড়িতে মারধর করে এবং নেশা জাতীয় ট্যাবলেট খাওয়ানোর পর গাড়ি এদিক ঐদিক ঘুড়িয়ে তার পর হাফিজ জুট মিলের কাছে, মহাসড়কের পাশে নির্জন জায়গাতে ফেলে দেয়। বর্তমানে আমার বাবাসহ দুইজন চমেক হাসপাতালের ৩ তলায় ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। তবে এখনও ঠিকমত সংঙ্গা ফিরে আসেনি। আমরা থানায় মামলা করবো।

    এব্যাপারে জানতে রাতেই কথা হয় সীতাকুণ্ড মডেল থানার এসআই জাহাঙ্গীর এর সাথে, তিনি জানান, গতরাতে ৯৯৯ নম্বরের ফোনের কল পেয়ে আমি দ্রুত হাফিজজুট মিলসের কাছে মহাসড়কের পাশ থেকে আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করি। এতো রাতে কোন এম্বুলেন্স না পাওয়ায় কুমিরা ফায়ার সার্ভিসকে ফোন করে তাদের গাড়ি এনে দুইজনকে চমেক হাসপাতালে প্রেরণ করি।

  • বিজয় দিবসে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ও র‍্যালি

    বিজয় দিবসে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ও র‍্যালি

    সীতাকুণ্ড প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের দুইটি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ ইউনিয়ন আ.লীগের ব্যানারে আলাদা আলাদা র‍্যালি ও সভার আয়োজন করে।

    মঙ্গলবার সকালে একটি পক্ষের নেতৃত্ব সাংসদ পন্থী নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন আর অন্যটির নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক পন্থী নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খাইরুল আজম জসিম। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে চেয়ারম্যান নাজিম উদ্দিনের নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত।

    র‍্যালি শেষে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন।

    এতে বক্তব্য রাখেন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস, আওয়ামীলীগ নেতা আব্দুল শুক্কুর, আব্দুল হাদী, ইউপি সদস্যের মধ্যে বক্তব্য রাখেন কামাল উদ্দিন, নিজাম উদ্দিন, আলমগীর হোসেন মাসুম,অহিদুল আলম, মোঃ মাঈন উদ্দিন, আ ন ম মাসুদ মেম্বার, যুবলীগ সাধারন সম্পাদক মোঃ ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহীন আহম্মেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিজয় সরণি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, এছাড়া ছাত্রলীগের অর্থায়নে ২শত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    অপরদিকে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খাইরুল আজম জসিম এর নেতৃত্বে র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।

    বিশেষ হিসেবে বক্তব্য রাখেন আ’লীগ নেতা নুরুল ইসলাম, শামসুল আল,আবদুস সালাম, এস এম ইউসুপ, মোহাম্মদ হোসেন, সাব্বির আহমদ মেম্বার,শামীম ইউসুপ,আবুল কালাম,মোঃ আলী কন্টাক্ট্রর জানে আলম। মহিলা নেত্রী দেলোয়ারা বেগম বিভিন্ন নেতৃবৃন্দ।

    এসময় এস এম মামুন বলেন, কোন বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি হয়ে আ’লীগকে পরিচালিত করা যাবে না। অচিরেই জামায়াত, বিএনপিসহ অন্যদল থেকে আগত হাইব্রিডদের চিহ্নিত করা হবে।

    ২৪ ঘণ্টা/দুলু