সীতাকুণ্ড প্রতিনিধি: লায়ন্স ক্লাব অব চিটাগং এর উদ্যোগে এবং লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান-এর সহযোগিতায় শনিবার দিনব্যাপী চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতস্থ সিমনি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী হেলথ ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, সুন্নতে খতনা, নাক-কান ফোঁড়ানো এবং মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
ক্যম্পে প্রায় ৫ শতাধিক মানুষকে সরাসরি চিকিৎসাসেবা প্রদান এবং শৈশব ক্যান্সার, প্লাস্টিক ও পলিথিন ও ডেঙ্গু সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে এবং লিও ইয়্যুথ ক্যাম্প ও এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন নিশাত ইমরানের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর ও পিডিজি ফোরামের চেয়ারম্যান একুশে পদকজয়ী লায়ন এম এ মালেক এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপোলো ইমপেরিয়াল হাসপাতালের নব-নির্বাচিত চেয়ারম্যান ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক লায়ন ওয়াহিদ মালেক, সাংবাদিক লায়ন হাসান আকবর, প্রাক্তন মাল্টিপল কাউন্সিল চেয়ারম্যান লায়ন এম এ বাশার পিএমজেএফ, আইপিডিজি লায়ন আল সাদাত দোভাষ পিএমজেএফ, পিডিজি লায়ন নাজমুল হক চৌধুরী এমজেএফ, পিডিজি লায়ন ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস এমজেএফ, বিসিবি ডিরেক্টর ও পিডিজি লায়ন মোহাম্মদ মনজুর আলম পিএমজেএফ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।