Tag: ভাটিয়ারীতে

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় নৌবাহিনীর লেন্স নায়েক নিহত

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ মাসুদ রানা (২৪) নামে এক নৌ বাহিনীর লেন্স নায়েক নিহত হয়েছে।

    বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ মাসুদ রানার বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।

    জানা যায়, মাদামবিবির হাট এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাটির অদুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে চট্টগ্রামমুখী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মাসুদ রানা।

    তাকে উদ্ধার চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় বাংলাদেশ নৌবাহিনীর একজন লেন্স নায়েক আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলম (৩০)।

    আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানুরবাজারস্থ টোবাকো গেইট এলাকায় এদূর্ঘটনা ঘটে।

    স্থানীয় সুত্রে জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি দাঁড়ানো ট্রাক থেকে হেলপার সাইফুল রাস্তা পারাপারের সময় আরেকটি ঢাকামূখী পন্য বোঝায় ট্রাক সাইফুলকে ধাক্কা দেয় এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এস আই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, সকালে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

    নিহত সাইফুলের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • সীতাকুণ্ডে অটো রিক্সা চাপায় শিশুর মৃত্যু

    সীতাকুণ্ডে অটো রিক্সা চাপায় শিশুর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ভাটিয়ারীতে অটোরিকশা চাপায় ওমর আলী নামের ৫ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলা ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ খাদেমপাড়া নেভি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা যায়, সকালে মায়ের হাত ধরে মাদ্রাসায় যাওয়ার সময় নেভি রোড এলাকায় একটি দ্রুতগামী ইঞ্জিন চালিত অটো রিক্সা শিশু ওমর আলীকে চাপা দেয়। এসময় আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    শিশু ওমর আলী মাদামবিবিরহাটস্থ হযরত শাহজাহানীয়া মাদ্রাসার শিশু শ্রেণীতে কয়দিন আগে ভর্তি হয়। সে কুমিল্লা জেলার চান্দিয়া থানার নওয়াবপুর ইউনিয়নের বড়করাই গ্রামের নজরুল ইসলাম (নবী মাঝির) ছেলে। তারা মাদামবিবিরহাট নেভি রোড় এলাকায় আবদুল সবুর এর ভাড়াবাসায় বসবাস করছে।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই কায়মুল ইসলাম নিহতের বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।

  • সীতাকুণ্ডে ইংরেজি শিক্ষা কেন্দ্র ‘ট্রাই’ এর অনুষ্ঠানিক যাত্রা শুরু

    সীতাকুণ্ডে ইংরেজি শিক্ষা কেন্দ্র ‘ট্রাই’ এর অনুষ্ঠানিক যাত্রা শুরু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ভাটিয়ারীতে ইংরেজি শিক্ষা কেন্দ্র ‘ট্রাই’ এর অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

    বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, বিশ্বের সাথে তাল মিলিয়ে ইংরেজী ভাষার গুরুত্ব এবং বহিবিশ্বে দেশের শিক্ষার্থীদের দক্ষ কর্মসংস্থানে অবদান রাখতে শনিবার উপজেলার ভাটিয়ারীতে শুরু করে ট্রাই এর যাত্রা।

    বিশিষ্ট শিক্ষানুরাগী আ ফ ম মিজানুর রহমান এর পরিচালনায় উক্ত ইংরেজি কোসিং সেন্টার উদ্বোধন করেন বিজয় স্নরণী কলেজের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর।

    তিনি বলেন, শুধু শিক্ষিত হলে হবে না, বাংলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের ইংরেজির উপর দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান বিশ্বে ইংরেজির কোন বিকল্প নেই। সামনের দিনগুলো হবে অনেক কঠিন, কর্মক্ষেত্রে সাফল্য পেতে হলে অবশ্যই ইংলিশের উপর জ্ঞান অর্জন করতে হবে।

    ট্রাই এর পরিচালক আ ফ ম মিজানুর রহমান এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন,সাবেক ব্যাংক কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, শিক্ষক বশির আহম্মদ, ইউপি সদস্য কামাল উদ্দিন প্রমূখ।

  • ভাটিয়ারীতে মহাসড়কের পাশে সওজ’র উচ্ছেদ অভিযান

    ভাটিয়ারীতে মহাসড়কের পাশে সওজ’র উচ্ছেদ অভিযান

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ভাটিয়ারীতে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপদ বিভাগ। 

    বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী হাজী টিএসি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন থেকে মাদামবিবির হাট পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী ম্যাজিস্টেট ও উপ সচিব মনোয়ারা বেগমের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা হয়। অভিযানে অবৈধ ভাবে দোকান, মার্কেট ও শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ীদের দখলে থাকা জায়গা দখল মুক্ত করা হয়। 

    অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের সীতাকুন্ডের সহকারী প্রকৌশলী গোলাম ফারুক, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী আবুল কাসেম ও বার আউলিয়া হাইওয়ে থানা এসআই সাইফুল ইসলাম।

    জানা যায়, ঢাকা চট্টগ্রামের উভয় পাশে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ ভাবে দোকান পাট মার্কেট ও শিপ ব্রেকিং ইয়ার্ডের বিভিন্ন ব্যবসায়ীরা মালামাল রেখে দখলে নিয়েছে। এরই প্রেক্ষিতে গত তিন মাস আগে সড়ক ও জনপদ বিভাগ থেকে সড়ক ও জনপদের জায়গায় ছেড়ে দেওয়ার জন্য নোটিশ জারি করে।ভাটিয়ারীতে উচ্ছেদ অভিযান

    সর্বশেষ গত ৭ জানুয়ারী সড়ক ও জনপদ বিভাগ থেকে মাইকিং করা হয়। মাইকিং এ বলা হয় ১৫ জানুয়ারীর মধ্যে সড়ক ও জনপদ বিভাগের জায়গাটি ছেড়ে না দিলে ১৬ জানুয়ারী থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু হয়। মহাসড়ক থেকে ৩০ ফুট সরকারী জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়।

    এই বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের সীতাকুন্ডের সহকারী প্রকৌশলী গোলাম ফারুক ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশের্ব ব্যবসায়ীরা সড়ক ও জনপদের জায়গা দিন দিন দখলে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে অবৈধ ভাবে দখলদারকে ছেড়ে দেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করি। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।