Tag: ভাটিয়ারী

  • ভাটিয়ারীর হেলথ ভিউ ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা

    ভাটিয়ারীর হেলথ ভিউ ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ করার অপরাধে সীতাকুণ্ডের একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে নবায়ন না করায় উপজেলার ভাটিয়ারীতে হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এবং তারা পরিবেশের লাইন্সেস নবায়ন করেনি। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে
    হেলথ ভিউ ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে দেড়লক্ষ টাকার ইয়াবাসহ নারী আটক

    সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে দেড়লক্ষ টাকার ইয়াবাসহ নারী আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে পাঁচশত পিস ইয়াবাসহ লাভলী আক্তার (২১) নামের এক নারীকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। আটককৃত নারী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাজলা কাঠি গ্রামের আলতাফ দেওয়ানের মেয়ে।

    শনিবার(২১ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই আশরাফ সিদ্দিকী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মহিলাটিকে আটক করে। এসময় তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দেড়লক্ষ টাকা।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গ্রেপ্তারকৃত ওই নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • ভাটিয়ারীতে ইলেকট্রিক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, আড়াই কোটি টাকার ক্ষতি

    ভাটিয়ারীতে ইলেকট্রিক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, আড়াই কোটি টাকার ক্ষতি

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি ইলেকট্রিক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    আজ রোববার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটের আটটি ইলেক্ট্রিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

    জানা যায়, ভাটিয়ারী এলাকার মোঃ নাজিম উদ্দিনের মালিকানাধীন মার্কেটে পুরাতন জাহাজের দামী ইলেকট্রিকের বিভিন্ন মালামালের দোকান রয়েছে। দুপুরে বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লেগে মূহুর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে ৮ টি দোকানর মূল্যবান ইলেকট্রিকের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে হামিদুল আলম মিন্টু নামের এক ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি সাধন হয়। তার দোকানে থাকা প্রায় ২ কোটি টাকার মূল্যবান মালামাল সম্পুর্ণ পুড়ে যায়। এছাড়া অহিদুল আলম মেম্বারের ২৫ লক্ষ টাকা, মোঃজাবেদ এর ৫ লক্ষ টাকা, নুর উদ্দিনের ৫ লক্ষ টাকা, মোঃ এসকান্দর এর ৫লক্ষ টাকা,শাহ আলমের ২ লক্ষ টাকা এবং খোকন এর একলক্ষ টাকার ক্ষতি হয় বলে জানান তারা।

    এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি নৌবাহিনীর ও কুমিরা ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৮টি ইলেকট্রিক দোকানের ব্যাপাক ক্ষতি সাধন হয়।

    কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশান অফিসার সুলতান মাহমুদ বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রেণ আনতে সক্রম হয়। প্রাথমিকবাবে ধারনা করা হচ্ছে বৈদুতিক সর্টসার্কেট থেকে আগুনের সুত্রপাত। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা। এটা তদন্তসাপক্ষে বলা যাবে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহীনকে দল থেকে অব্যাহতি

    ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহীনকে দল থেকে অব্যাহতি

    সীতাকুণ্ড প্রতিনিধি : নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্হী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন আহম্মদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ছাত্রলীগ সীতাকুণ্ড উপজেলা শাখার আহবায়ক শায়েস্তা খানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    উল্লেখ্য যে,২০১৭ সালে একটি প্রাইভেট কার চুরির মামলায় সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন (৩৫)কে গত ৩ নভেম্বর রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করে। শাহীন সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার নুর মোহাম্মদের ছেলে।

    প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সকল কার্যক্রম স্থাগিত করা হয়েছে। এদিকে শাহীনের অপরাধের বিষয়ে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ শায়েস্তা খাঁন বলেন, অপরাধ করলে দলে কারো স্থান হবেনা। প্রধানমন্ত্রীর ঘোষনা, অপরাধী যেই হোক এমন কি নিজ দলের হলেও তাকে আইনের আওতায় আসতে হবে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • ফ্রান্সে বিশ্বনবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিক্ষোভ

    ফ্রান্সে বিশ্বনবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিক্ষোভ

    সীতাকুণ্ড প্রতিনিধি : ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় আজ জুমার নামাজের পর ব্যাপক মিছিল ও সমাবেশ করেছে মুসল্লীরা।

    মাদামবিবিরহাট মাওলানা জামে মসজিদ কমিটির আয়োজনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ শেষে হাজার হাজার মানুষ অংশ নেয়।

    মানববন্ধন শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল ও মানববন্ধন থেকে ফরাসি ফরাসী পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি বাংলাদেশ সরকার ও মুসলিম বিশ্বকে ফ্রান্সের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

    বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই শুরু হয় একের পর এক মিছিল। মিছিলকারীদের কারও হাতে প্ল্যাকার্ড কারও হাতে ব্যানার, আবার কারও মাথায় ছিলো শ্লোগান সম্বলিত কাপড়। একটির পর একটি মিছিলে লোকে লোকারণ্য হয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাধারণ মুসল্লীদের আয়োজিত এসব মিছিলে আনা প্ল্যাকার্ডে কেউ যেমন ইসলামের নবীর পক্ষে শ্লোগান লিখেছেন আবারে অনেকেই তাদের ব্যানার প্ল্যাকার্ডে ফ্রান্সের পণ্য বয়কটের আহবান জানিয়েছেন।

    তারা বলেছেন তাদের দাবি একটিই আর তা হলো ”নবী বা ইসলাম ধর্ম”র যিনি ”অবমাননা” করেছেন তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, মানবাধিকার নেতা মোহাম্মদ রফিক, আওয়ামীগ নেতা মোঃ ইউসুফ,গাউছিয়া কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন, মোঃ আলম কন্ক্ট্রাকটরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ইপসার উদ্যেগে কর্মহীন ও দুস্থ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ইপসার উদ্যেগে কর্মহীন ও দুস্থ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইমামনগর রহমান মঞ্জিলে ইপসার উদ্যেগে ২৫জন কর্মহীন ও দুস্থ শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    এর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, লবন ও ঔষুধ সামগ্রীসহ ৩২ কেজি বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে।

    রোববার বিকেলে উক্ত সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.সেকান্দর হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের কৃষিপণ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্ব রফিক উদ্দিন আহমেদ।

    ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন জানান, সীতাকুণ্ড থেকে গড়ে উঠা সামাজিক সংগঠন ইপসা দুর্যোগ মূহুর্তে সবসময় মানুষের পাশে থাকে। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক করোনা প্রাদুর্ভাবে কর্মহীন শ্রমিক ও দুস্থ ৫ হাজার পরিবারের খাদ্য উপহার বিতরণের সিদ্ধান্ত নেয়।

    তিনি আরও জানান, প্রতিটি এলাকায় দুঃস্থ, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জেলে সম্প্রদায়ের লোকদেরকে এলাকার চেয়ারম্যান দ্বারা স্বীকৃত কর্মহীন ব্যাক্তিদের ক্রমান্বয়ে এ খাদ্য সামগ্রী প্রদান করা হবে।

    গরীবদের মাঝে ইপসার খাদ্য সামগ্রী বিতরণে ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসাইন বলেন, দেশের সুনামধন্য এনজিও সংস্থা ইপসা সারা দেশে বছরব্যাপী গরীব, দুঃখী মানুষের সাহায্যে কাজ করে থাকে। ইপসার মাধ্যমে হাজার হাজার মানুষ উপকারভোগী। তারা সামনের দিকে আরো বেশী পরিমাণ দেশের কল্যাণে, গরীব-অসহায়দের কল্যাণে অবদান রাখবে বলে তিনি আশাব্যক্ত করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ভাটিয়ারীতে মসজিদের খতিবকে নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা

    ভাটিয়ারীতে মসজিদের খতিবকে নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা

    কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মসজিদের খতিবের বিরুদ্ধে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে মসজিদ থেকে অব্যাহতি দেওয়ার দাবীতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

    ভাটিয়ারী নাসির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদে একটি পক্ষের সহযোগিতায় জোরপূর্বক ইমামতি করে আসছেন খতিব লিয়াকত আলী নোমানী।

    বিগত ৫ বছর ধরে উক্ত খতিবকে অব্যাহতি দেওয়ায় জন্য মসজিদ কমিটিকে মুসল্লিরা দাবী জানিয়ে আসছেন। কিন্তু মসজিদ কমিটির মামুন উদ্দিন টিটু ও পারভেজ উদ্দিন সান্টু খতিবকে সরাতে নারাজ, তারা এলাকার মুসল্লিদেরকে বলেছে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়তে।

    আজ সোমবার মুসল্লিরা পাশে আলাদা আরেকটি মসজিদ নির্মাণ করার উদ্যেগ নিলে টিটু ও সান্টু পক্ষের লোকজন বাধাঁ দিলে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে।

    খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা ঘটনাস্থলে হাজির হন। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করে প্রশাসন।

    এব্যাপারে নতুন মসজিদ নির্মাণ কমিটির সভাপতি নাসিম উদ্দিন বলেন, খতিব লিয়াকত আলী নোমানী জুম্মার নামাজে সব সময় অনৈতিক কথা বার্তা বলে আসছে। দীর্ঘদিন পর্যন্ত মুসল্লিরা তাকে অব্যাহতি দেওয়ার জন্য মসজিদ কমিটিকে দাবী জানিয়ে আসলেও কমিটির সান্টু ও টিটু বিতর্কিত এই খতিবকে বিদায় না করে মসজিদে মুসল্লিদেরকে মসজিদে আসতে নিষেধ করে। এরপর থেকে আমরা অনেক দিন পর্যন্ত অন্য এলাকায় গিয়ে নামাজ পড়ছি। আজ সকালে পাশের জায়গাতে অস্থায়ী আরেকটি মসজিদ নির্মাণ করতে গেলে তারা বহিরাগত লোকজন এবং পুলিশ এনে আমাদের উপর হামলা করে।

    এব্যাপারে জানতে চাইলে উজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, ভাটিয়ারী নাসির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদে খতিবকে ঘিরে দুইটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একপক্ষ আরেকটি অস্থায়ী মসজিদ নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে নিয়ে উপজেলায় বৈঠকে সমাধান করা হবে।

    এদিকে জোরপূর্বক ইমামতি করার প্রতিবাদে এলাকায় বেশিরভাগ মুসল্লি অন্যত্র নামাজ আদায় করছেন। এ নিয়ে দিন দিন পরিস্থিতি আরো উত্তেজনাকর হয়ে উঠায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। খতিব লিয়াকত আলী নোমানী জোরপূর্বক ইমামতি করার বিরুদ্ধে সাধারণ মুসল্লিরা প্রতিবাদমুখর হয়ে ওঠলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবণতির আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার এসআই মজিদের নেতৃত্বে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মসজিদ এলাকায় অবস্থান নেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ভাটিয়ারীতে আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ) এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ভাটিয়ারীতে আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ) এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যেগে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান শায়খুল হাদিস, মুফতি আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ) এর স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বাদ আসর ভাটিয়ারীর বানুরবাজার মাদ্রাসা এ মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া এর খানকা শরীফে সংগঠনের সভাপতি মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    বক্তারা বলেন, মুফতি ওবায়দুল হক নঈমী সারা জীবন হাদিসের দরসের মাধ্যমে হাজার হাজার আলেম সৃষ্টি করেছেন এবং আমৃত্যু আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ও গাউসিয়া কমিটির মাধ্যমে তরিকতের খেদমত করে গেছেন। তিনি জীবনের সিংহভাগ হাদিসের শিক্ষায় ব্যয় করেছেন। শাহেন শাহে সিরিকোটি (রা) প্রতিষ্ঠিত জামেয়া খিদমতের পাশাপাশি সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মতাদর্শ প্রচারে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ কামাল, মাওলানা মুজিব উদ্দিন, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা সিরাজ উদ দৌলা, ইঞ্জিনিয়ার রফিক, মুজিব উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আলাউদ্দিন,মুহাম্মদ সাখাওয়াত, মুহাম্মদ মুসলিম, শাহ মুহাম্মদ এমরান, মামুনুর রশিদ মামুন, নুর উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন, গিয়াস উদ্দিন সোহেল, হাজ্বী আশরাফ, কামাল উদ্দিন চৌঃ, রমজান আলী রুবেলসহ গাউসিয়া কমিটির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

    দোয়া মাহফিলে আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) ইসালে সওয়াব উপলক্ষে মুনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ভাটিয়ারীস্থ অক্সিজেন রোডের রাস্তার বেহাল দশা, হাজারো গ্রামবাসীর চরম দূর্ভোগ

    ভাটিয়ারীস্থ অক্সিজেন রোডের রাস্তার বেহাল দশা, হাজারো গ্রামবাসীর চরম দূর্ভোগ

    কামরুল ইসলাম দুলু : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোডের দীর্ঘদিনেও কোনো উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা মাটিতে একাকার হয়ে যায় রাস্তাটি। ফলে ভোগান্তিতে রয়েছেন ওই এলাকার অন্তত ১২ হাজার মানুষ।

    গ্রামের ব্যস্ততম এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চলাচল করে।

    স্থানীয়রা জানান, এই গ্রামে মুসলমান ও জেলে সম্প্রদায়সহ প্রায় ১২ হাজার মানুষের বাস। গত এক বছর আগে বাখরাবাদ গ্যাস লাইনের পাইপ যাওয়ার জন্য সলিন করা রাস্তাটি কেটে ফেলে। এরপর থেকে রাস্তাটি দিয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়ে। গ্রাম্য এই রাস্তা দিয়ে সাগর উপকুলে রয়েছে শীপ ব্রেকিং ইয়ার্ড। প্রতিদিন ইয়ার্ড থেকে ভারি লোহা বোঝাই ট্রাক চলাচলের ফলে রাস্তায় কয়েক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে উক্ত রাস্তা দিয়ে গ্রামের হাজার হাজার মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টির হলে কাঁদামাটিতে একাকার হয়ে যাতায়াত অযোগ্য হয়ে পরে রাস্তাটি।

    স্থানীয় সমাজসেবক কামাল উদ্দিন সওদাগর বলেন, দীর্ঘদিনেও রাস্তা উন্নয়ন বা সংস্কার করা হয়নি। বৃষ্টি হলে রাস্তার অবস্থা নদীর মতো হয়ে যায়। দূর থেকে তাকালে নদী মনে হয়। রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে মানুষ চলাই কঠিন। রাস্তার বেহাল দশার কারণে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীদের চরম কষ্টে প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এ যেন ভোগান্তির শেষ নেই।

    বেশ কয়েকজন এলাকাবাসী জানান, এখানে যে শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে তাদের বড় বড় ভারি গাড়িগুলো চলাচলের কারনে রাস্তার বেহাল দশা হয়েছে। তারা কোটি কোটি টাকার ব্যবসা করলেও হাজার হাজার গ্রামবাসীর চলা চলের রাস্তাটি মেরামতের কোন উদ্যেগ নিচ্ছে না।

    এদিকে গ্রামের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি মেরামত করার আবেদন জানিয়ে একশতজন মানুষের সাক্ষর যুক্ত একটি দরখাস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে দেন এলাকাবাসী।

    এ বিষয়ে জানতে চাইলে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, এই রাস্তাটি গ্রাম্য রাস্তা। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ সীমাহিন কষ্ট করছে। রাস্তাটি কি কারণে, কোন অদৃশ্য শক্তির কারণে গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামত হচ্ছে না তা বুঝতে পারছিনা। এই রাস্তা দিয়ে প্রতিদিন শীপ ব্রেকিং ইয়ার্ডের ভারি যানবাহণ চলাচল করে। রাস্তাটি যেহেতু তাদের নিজস্ব রাস্তা নয় কিন্তু তারাই ব্যবহার করছে বেশী। নিয়মঅনুযায়ী শীপ ইয়ার্ড মালিকরাই রাস্তাটি মেরামত করার কথা, কিন্তু তারা কেন উদ্যেগ নিচ্ছে না তা বুঝতে পারছি না।

    এদিকে গ্রামের বেশ কয়েকজন বলেছেন, অতি দ্রুত সময়ের মাধ্যমে রাস্তা মেরামতের কাজ শুরু না করলে আমরা গ্রামবাসী মিলে শীপ ব্রেকিং ইয়ার্ডের গাড়ি চলাচল বন্ধ করে দিবো।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ১৫ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ১৫ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ১৫ শয্যার আইসোলেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    আজ রবিবার (৫ জুলাই) বেলা ১১ টায় ফিতা কেটে এটির উদ্বোধন করেন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    সম্প্রতি বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজে ১৫ বেডের আইসোলেশন সেন্টারটির অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পর্যায়ক্রমে এটি ৫০ শয্যায় পরিণত করা হবে বলে জানান সাংসদ দিদার।

    উক্ত আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে ৬ জন এমবিবিএস ডাক্তার, ৯ জন নার্স এবং ৫৪ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কমী সেবা প্রদান করবেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুদ্দীন রাশেদ, হাসপাতালের উদ্যোক্তা ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দীন এবং বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মীর কামাল উদ্দিন, সমাজ সেবক জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, ইউপি সদস্য আলমগীর মাসুম, মাঈন উদ্দিন, কামাল উদ্দিন, রিপন, অহিদুল আলম সালাউদ্দিন, ছাত্র লীগ নেতা শাহীন, সাইফুল, আমজাদ,রানা রাকিন এবং জাফর চৌধুরী, বক্কর, রাশেদ, তুষার প্রমুখ।

    আইসোলেশন সেন্টারটিতে সার্বিক সহযোগিতা করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, বৈশ্বিক করোনা মহামারির এই সময়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজ ক্যাম্পাসকে আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যেগ নিয়েছি। এতে করে এতদ অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের তথা সীতাকুণ্ডবাসীদের জন্য নতুন আরেকটি চিকিৎসার দ্বার খুলে গেলো।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ভাটিয়ারীতে আইসোলেশান সেন্টার পরিদর্শনে এমপি দিদার

    ভাটিয়ারীতে আইসোলেশান সেন্টার পরিদর্শনে এমপি দিদার

    কামরুল ইসলাম দুলু : করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজকে বানানো হচ্ছে ৫০ বেডের আইসোলেশান সেন্টার।

    আগামী কয়েকদিনের মধ্যেই এখানে রোগী সেবা কার্যক্রম শুরু করা হবে।

    আজ বুধবার (২৪ জুন) দুপুরে হাসপাতলের কার্যক্রম পরিদর্শনে যান সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন হাসপাতালের উদ্যোক্তা ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দীন এবং বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মীর কামাল উদ্দিন, বাশঁবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুদ্দীন রাশেদ, সাংবাদিক এম, সেকান্দর হোসাইন, ইউপি সদস্য আলমগীর মাসুম, নেজাম উদ্দিন, মাঈন উদ্দিন, কামাল উদ্দিন, রিপন। ছাত্র লীগ নেতা রাকিম, আলতাফ মাহমুদ ও আরমান।

    আইসোলেশন সেন্টারটিতে সার্বিক সহযোগিতা করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    উক্ত আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে ৬জন এমবিবিএস ডাক্তার, ৯ জন নার্স এবং ৫৪ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কমী সেবা প্রদান করবেন।

    চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, বৈশ্বিক করোনা মহামারির এই সময়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে ভাটিয়ারী বিজয় সরণি কলেজ ক্যাম্পাসকে আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যেগ নিয়েছি। এতে করে এতদ অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের তথা সীতাকুণ্ডবাসীরদের জন্য নতুন আরেকটি চিকিৎসার দ্বার খুলে যাচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ভাটিয়ারীতে শীঘ্রই চালু হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার

    ভাটিয়ারীতে শীঘ্রই চালু হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার

    কামরুল ইসলাম দুলু : করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজকে বানানো হচ্ছে ৫০ বেডের আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্র।

    আগামী কয়েকদিনের মধ্যেই এখানে রোগী সেবা কার্যক্রম শুরু করা হবে জানালেন উক্ত হাসপাতালের উদ্যোক্তা ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দীন।

    তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারির এই সময়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে ভাটিয়ারী বিজয় সরণি কলেজ ক্যাম্পাসকে আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যেগ নিয়েছি। এতে করে এতদ অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের তথা সীতাকুণ্ডবাসীরদের জন্য নতুন আরেকটি চিকিৎসার দ্বার খুলে যাচ্ছে। এই মানবিক ও কঠিন কাজে সার্বিক সহযোগিতা করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    এছাড়াও পাশে আছেন আলহাজ্ব মীর কামাল উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুদ্দীন রাশেদ।এছাড়াও আছেন ইউপি সদস্য আলমগীর মাসুম, মাঈন উদ্দিন ও রিপন।

    উক্ত আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে ৬জন এমবিবিএস ডাক্তার, ৯ জন নার্স এবং ৫৪ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কমী সেবা প্রদান করবেন।

    ২৪ ঘণ্টা/এম আর