Tag: ভাটিয়ারী

  • ভাটিয়ারীতে ২’শ গরীব মানুষকে খাদ্য সামগ্রী দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

    ভাটিয়ারীতে ২’শ গরীব মানুষকে খাদ্য সামগ্রী দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের তরুণ সমাজ সেবক ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ ২’শ খেটে খাওয়া মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

    খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাউল, ১ কেজি সোয়াবিল তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল ও ৩ কেজি আলু।

    আজ ২৯ মার্চ রোরবার বিকেলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় খাদ্য সামগ্রী পরিদর্শণ করেন এবং এক প্রতিবন্ধি ও একজন দিনমজুরের হাতে এসব সামগ্রী তুলে দিয়ে অনুষ্ঠানিকতা শুরু করেন।

    এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মঞ্জুরুল করিম জুয়েল, দিদারুল আলম, আবুল বশর, মহিউদ্দিন ও সাবের আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    পরবর্তীতে দরিদ্র খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হয়।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/আর এস পি

  • সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ে ৩০ কেজি ওজনের বস্তু : জনমনে আতংক

    সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ে ৩০ কেজি ওজনের বস্তু : জনমনে আতংক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আকাশ থেকে পড়া একটি ভারী অদৃশ্য বস্তুকে বোমা ভেবে তুলকালাম কান্ড ঘটেছে। বেশ কয়েক ঘন্টা পুরো ভাটিয়ারী এলাকায় জনসাধারণের মাঝে বিরাজ করে আতঙ্ক।

    আজ ২১ মার্চ শনিবার দুপুর পৌনে দুইটার সময় উপজেলার ভাটিয়ারী এলাকার ৪নং ওয়ার্ডের মিত্র বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

    জানা যায়, শনিবার দুপুরে মিত্র বাড়ির পাশে একটি খালি একটি স্থানে বিকট শব্দে আকাশ থেকে একটি বস্তু পড়ার শব্দ শুনে এলাকাবাসী। ঐস্থানে বড় একটি গর্ত হতে দেখা যায়।
    তবে এলাকাবাসী বুঝতে পারেনি উপর থেকে কি পড়েছে। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় হাজার হাজার উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে।

    বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী প্রশাসনকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয় এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা, মডেল থানার ওসি ফিরোজ আলম মোল্লা, ওসি (তদন্ত) শামীম শেখ, ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিক, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন।

    এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বোমা ডিসফোজল ইউনিট এডিসি পলাশ কান্তি নাথের নেতৃত্বে টিম উপস্থিত হয়। বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ৮ টা তিন ঘন্টা সময় নিয়ে প্রায় ১২ ফুট গভীর গর্ত মাটির ভিতর থেকে বস্তুটি উদ্ধার করেন তারা।

    উদ্ধারকৃত বস্তুটি কোন রকম বোমা বা অন্য কিছু নয় এটি সাগর উপকুলে অবস্থিত শীপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরিত ক্রেনের একটি অংশ ৩০ কেজি ওজনের লোহার পাত। এটি সাগর উপকুলের শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে গিয়ে পড়ে।

    জানা যায়, উপজেলার ভাটিয়ারী ষ্টেশন রোডের পশ্চিম পার্শ্বে সাগর উপকুল এলাকায় অবস্থিত জিরি সুবেদারের মালিকানাধীন ফেরদৌস ষ্টীল। এই শীপ ইয়ার্ডে প্রায় ৪/৫ বছর আগে একটি ৫শত টন ওজনের ক্রেন আনেন বিদেশ থেকে।সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ে ৩০ কেজি ওজনের বস্তু

    কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও ইয়ার্ড কতৃপক্ষ ক্রেনটি ইয়ার্ডে নামাতে পারেনি। শনিবার দুপুরে ফের চেষ্টা চলছিল ক্রেনটি জাহাজ থেকে নামিয়ে ইয়ার্ডের কাজে ব্যবহার করার জন্য। কিন্তু বাঁধে বিপত্তি। ওয়ার টানতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় ক্রেন। ছিঁড়ে যায় ওয়ার।

    এ সময় ওয়ার এর তার ছিঁড়ে মহাসড়কের পূর্ব পাশ প্রায় দেড় কিলোমিটার দুরত্বে ষ্টেশন রোড সিদ্দিক ফকিরের মাজার সংলগ্ন এলাকায় পড়ে এবং ত্রিশ কেজি ওজনের একটি লোহার টুকরো দুই কিলোমিটার দুরত্ব ৪নং ওয়ার্ড ভাটিয়ারি মিত্র বাড়ির পুকুর সংলগ্ন এলাকায় পড়ে।

    দুপুর থেকে জনমনে আতংক সৃষ্টি হয়,এত বিকট শব্দে এটা কি পড়লো। বাংলাদেশ সেনাবাহিনীর বিএম সংলগ্ন এলাকায় হওয়ায় সেনা বাহিনীকে স্থানীয় প্রতিনিধিরা অবগত করেন। এরপর আইন-শৃঙ্গলা বাহিনী,পরে চট্টগ্রাম থেকে ডাকা হয় বোমা ডিসফোজল ইউনিট।

    সন্ধ্যা সাড়ে ৫টার সময় ঘটনাস্থলে আসেন পলাশ কান্তি নাথের নেতৃত্ব সাত সদস্যর বোমা ডিসফোজল ইউনিট। শুরু হয় অভিযান, প্রায় তিন ঘণ্টা মাটি খনন করে মাটির ১২ ফুট গভীর থেকে উদ্ধার করা হয় পুরাতন জাহাজের ত্রিশ কেজি ওজনের একটি টুকরো।

    এ বিষয়ে জানতে চাইলে ভাটিয়ারি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ আসলে অবিশ্বাস্য একটি ঘটনা। ফেরদৌস শীপ ব্রেকিং ইয়ার্ডটি ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দুরত্বে।

    দুপুরে বিকট শব্দে বহু উপর দিয়ে এসে এখানে এই লোহার টুকরোটি পড়ে। জনমনে শুরু হয় আতংক। আমাকে স্থানীয় মেম্বার জানানোর সাথে সাথে আমি আইন-শৃঙ্গলা বাহিনীকে অবগত করি।”

    এবিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার(সীতাকুণ্ড সার্কেল) শম্পা রাণী সাহা বলেন, যেই ইয়ার্ড থেকে লোহার টুকরোটি এসেছে শুনেছি,তার দুরত্ব প্রায় দুই কিলোমিটার। আমরা তদন্ত করবো এবং অসতর্কতার জন্য ইয়ার্ড কতৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

    ২৪ ঘন্টা/কামরুল ইসলাম দুলু/আর এসপি

  • সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ আটক ২

    সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ আটক ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ৫শত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫মার্চ) দুপুর একটার সময় ভাটিয়ারী বাস কাউন্টারের পাশ থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হচ্ছে ফরিদপুর জেলার, বোয়ালমারী থানার পশ্চিম ছরবর্ণি গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ ইমরান হোসেন (২৫) এবং মাগুরা জেলা ও থানার মোহাম্মদপুর গ্রামের আতিউর রহমানের পুত্র মোঃ আল ইমরান (২৮)।

    থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের সূত্রের সংবাদে দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশী করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ভাটিয়ারীতে ইয়াবাসহ আটক ২

    ভাটিয়ারীতে ইয়াবাসহ আটক ২

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ৫শত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৫মার্চ) দুপুর একটার সময় ভাটিয়ারী বাস কাউন্টার পাশ থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হচ্ছে ফরিদপুর জেলার, বোয়ালমারী থানার পশ্চিম ছরবর্ণি গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ ইমরান হোসেন (২৫) এবং মাগুরা জেলা ও থানার মোহাম্মদপুর গ্রামের আতিউর রহমানের পুত্র মোঃ আল ইমরান (২৮)।

    থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের সূত্রের সংবাদে দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাসী করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

  • মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ভাটিয়ারী থেকে যুবক আটক

    মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ভাটিয়ারী থেকে যুবক আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে এক যুবকের মোটর সাইকেল নিয়ে পালানো সময় মিরাজ (৩৫) নামের এক চোরকে হাতে নাতে ধরে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় এলকাবাসী।

    আজ মঙ্গলবার দুপুর ১ টার সময় ভাটিয়ারীস্থ যমুনা ব্যাংকের সামনে থেকে উক্ত মোটর সাইকেল চোরকে আটক করে।

    জানা যায়, স্থানীয় যুবক মোঃ রোকন উদ্দিন নিজের মোটর বাইক রেখে ব্যাংকে গেলে চোর চক্রের সদস্য বিকল্প চাবি দিয়ে বাইকটি নিয়ে যাওয়ার চেষ্টাকালে বিষয়টি স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি লক্ষ্য করে চোরকে হাতে নাতে ধরে ফেলে।

    আটকের পর তাকে ভাটিয়ারী ইউপি কার্যলয়ে নিয়ে গেলে ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন পুলিশকে খবর দিলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর উপস্থিত হলে চোরকে সোপর্দ করে।

    জানা যায়, এর আগেও ভাটিয়ারী এলাকা থেকে একাধিক মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র। আটক মিরাজ বরিশাল জেলার বড়নদী থানার তরকির চর গ্রামের আক্কেল আলীর পুত্র। সে দীর্ঘদিন যাবৎ মোটর সাইকেল চুরির কাজের সাথে জড়িত বলে স্বীকার করে।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অপু জলদাশ (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার রাত সাড়ে আটটার সময় উপজেলার ভাটিয়ারীর মির্জানগর জেলে পাড়া এলাকার একটি ঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

    অপু জলদাসের পরিবারের দাবী এটি আত্নহত্যা নয় হত্যা। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

    অপু জলদাশ নগরীর বন্দর থানাধীন হোন্দল পাড়ার নেপাল জলদাশের পুত্র। সে দীর্ঘদিন যাবত ভাটিয়ারীস্থ মির্জানগর এলাকায় নানার বাড়িতে বসবাস করছে।

    খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতাল রির্পোট তৈরী করে মর্গে প্রেরণ করেন।

    জানা যায়, অপু জলদাস দীর্ঘ বেশ কয়েক বছর ধরে একই এলাকার মৃত রতন জলদাশের পরিবারের সাথে যৌথভাবে মাছের ব্যবসা করে আসছে। এ কারণে মৃত রতন জলদাশের পরিবারের সাথে তার বেশ সখ্যতা গড়ে উঠে। রতন জলদাস গত বছর বজ্রপাতে মারা যাওয়ার পর তার ঘরে নিয়মিত আসা যাওয়া করে অপু। ধারণা করা হচ্ছে রতন জলদাশের স্ত্রী সীমা দাশের সাথে অপুর পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এছাড়া অপুর স্ত্রী মাদবী দাশের দাবী রুবেল দাশ নামের আরেক যুবকের সাথে সীমার সম্পর্ক রয়েছে। এঘটনা সূত্রে ধরে অপুকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে বলে দাবী করছে অপুর মামা জীবন জলদাস।

    স্থানীয় এলাকাবাসী ধারণা করছে মৃত রতন দাশের স্ত্রী সীমার সাথে অপু এবং রুবেলের প্রেমের সম্পর্ক রয়েছে। সীমার সাথে রুবেলের প্রেমের সম্পর্কের কথা অপু জেনে যাওয়ায় অপুর সাথে এ নিয়ে মনমানিল্য হয়। যার ফলে ক্ষোভের বশবর্তী হয়ে সীমার ঘরে এসে রাতে সবার অলক্ষ্যে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁছিয়ে আত্নহত্যা করে।

    তবে বিষয়টি অস্বীকার করে সীমা দাশ বলেন, অপু মাছের ব্যবসা করার কারণে প্রতিদিন আমার ঘরে আসতো, আজ এলাকায় পুঁজো থাকায় আমরা ঘরে ছিলাম না। রাতে ঘরে এসে দেখি সে ফ্যানের সাথে আত্নহত্যা করেছে। কেন সে আত্নহত্যা করেছে তা বুঝতে পারছিনা।

    এদিকে অপুর স্ত্রী মাধবী ও পিতা নেপাল জলদাশের দাবী সীমা অপুকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউপি সদস্য মাঈন উদ্দিন ও আলমগীর ঘটনাস্থলে উপস্থিত হন।

    এব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করি। পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

    সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারি থেকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার ভাটিয়ারী এলাকার শ্যামলী পরিবহণ বাস কাউন্টারের পাশ থেকে তাদের গ্রেফতার করারা হয়।

    জানা যায়, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে এসআই মো. আব্দুল মজিদ সরকার, এসআই মো. মামুন হোসেন এবং এএসআই রুবেল সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় সাব্বির হোসেন মুন্না (২৪) ও মো. সুমন খানের দেহ তল্লাশী চালালে তাদের কাছ থেকে ৫ শত পিস ইয়াবা উদ্ধার হয়।

    গ্রেফতার সাব্বির নগরীর আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকার শাহের পাড়ার মুনছুর আলী বাড়ির জসিম উদ্দিনের ছেলে এবং সুমন খান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড় খান্দির সুরুজ খানের ছেলে।

    এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ইন্টেলিজেন্ট সুমন বনিক বলেন, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে ভাটিয়ারী থেকে দুইজনকে গ্রেফতার করি, দেহ তল্লাশী করে দুইজনের কাছে পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১),১০ এর (ক) ধারায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারী লেক থেকে কিশোরের লাশ উদ্ধার

    সীতাকুণ্ডের ভাটিয়ারী লেক থেকে কিশোরের লাশ উদ্ধার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএমএ এলাকা থেকে মোঃ মোসলেম উদ্দিন (১৫) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিএমএ এলাকার গালফ ক্লাবের ১১ নম্বর হোলের পাশ্ববর্তী লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

    জানা যায়, লেকে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জনসাধারণ বিষয়টি পুলিশকে জানালে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে।

    সে গাল্ফ ক্লাবের অস্থায়ী বল বয় হিসেবে কর্মরত ছিল। সে ভটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসানাবাদ এলাকার মোহাম্মদ মুসার পুত্র।

    এব্যাপারে ওসি (তদন্ত) শামিম শেখ বলেন, ভাটিয়ারীর লেকে লাশ পাওয়ার খবর পেয়ে ঐ জায়গায় গিয়ে লাশটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে ছেলেটি সাতার জানতো না হয়তো লেকে পড়ে যাওয়ায় সে আর উঠতে পারেনি।

  • ভাটিয়ারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

    ভাটিয়ারীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলকায় নির্মাণাধীন ভবনের ৮ম তলার ছাদ থেকে পড়ে মো মাহিন (২৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

    আজ শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুর পৌনে একটার সময় ভাটিয়ারী এলাকার গিয়াস উদ্দিন এর বাড়িতে এঘটনা ঘটে।

    নিহত মাহিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন গৌড়গাট্টা সৈয়দ আলী বাড়ির মৃত রফিক এর ছেলে।

    জানা যায়, নতুন নির্মাণাধীন একটি আটতলা ভবনে কাজ করার সময় অসাবধানত পা পিচলে সে নিচে পড়ে যায়, এসময় গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শামীম শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হবে।

  • ভাটিয়ারীস্থ ইমাম নগর বিজয় দিবস ক্রিকেট লীগের ফাইনাল খেলা সম্পন্ন

    ভাটিয়ারীস্থ ইমাম নগর বিজয় দিবস ক্রিকেট লীগের ফাইনাল খেলা সম্পন্ন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ ইমাম নগর বিজয় দিবস ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ জানুয়ারী) বিকালে বেলা ভিউ আবাসিক ক্রিকেট মাঠে উক্ত ফাইনাল খেলা সম্পুর্ণ হয়। ফাইনাল খেলায় রাইজিং স্টার ক্রিকেট একাডেমীকে হারিয়ে সলিমপুর ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন হয়। মাসব্যাপী বিজয় দিবস উক্ত ক্রিকেট লীগে মোট ২০ টি টিম অংশ নেয়।

    ইমাম নগর ক্রিকেট ক্লাব এর সভাপতি মোঃ আলমগীর হোসেন মাসুম মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ তুহিন মেহেদীর সঞ্চলনায় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন এ গ্রুপের পরিচালক শাহ ইমরান মোঃ আলী চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাইফুল মাহমুদ, এস.এম ইকবাল হোসাইন, সলিমপুর আওয়ামীলীগ নেতা মোস্তাকিম, ইউপি সদস্য মঈন উদ্দিন, মোঃ ফরহাদ হোসাইনুল রিপন, সলিমপুর ছাত্রলীগ সেক্রেটারী আশরাফুল রহমান।

  • সীতাকুণ্ডের সীমা স্টিল মিলে ফের ফার্ণেস বিস্ফোরণ : তপ্ত লোহায় ঝলসে গেল ৫ শ্রমিক

    সীতাকুণ্ডের সীমা স্টিল মিলে ফের ফার্ণেস বিস্ফোরণ : তপ্ত লোহায় ঝলসে গেল ৫ শ্রমিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বানুরবাজারে সীমা স্টিল মিলে ফের ফার্ণেস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার তপ্ত লোহায় ঝলসে ৫ শ্রমিক মারাত্বকভাবে আহত হয়েছে। আহতদের নগরীর বেসরকারী হাসপাতাল আল আমিনে ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় সীমা স্টিল রি-রোলিং মিলে এ দগ্ধের ঘটনা ঘটে।

    আহতরা হচ্ছে সীতাকুণ্ডের তুলাতলী বিশ্বাস বাড়ীর কেরামত আলী বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (৩৩- ফার্নেস বারিম্যান), খাগড়াছড়ি জেলার দীঘিনালার মনসিংহ ত্রিপুরার ছেলে যতনময় ত্রিপুরা (২২- ফার্নেস হেলপার), পটিয়া রতনপুরের বাসিন্দা আবুল কালামের ছেলে আবু হাছান (২৪- ফার্নেস হেলপার), লক্ষীপুর জেলার রামগঞ্জ রসুলপুর আব্দুল পাটোয়ারি বাড়ির আবুল বাশারের ছেলে মো. বাবুল (৩৪-ফার্নেস হেলপার) ও সীতাকুণ্ডের বানুর বাজারের বাসিন্দা কাশেম (৪০-ফার্নেস হেলপার)।

    বিস্ফোরণের খবর পেয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ও ওসি (তদন্ত) শামীম শেখ কারখানা পরিদর্শন করেন।

    জানা যায়, সকালে স্টিল মিলের ফার্ণেসে লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে ফার্ণেস বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ফার্ণেসের ভেতরে থাকা উত্তপ্ত লোহার গলিত শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা ৫ শ্রমিক দগ্ধ হয়।

    দুর্ঘটনার পর দগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নগরীর বেসরকারী হাসপাতাল আল আমিনে ভর্তি করা হয়েছে। হাসপাতালে দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও আবু হাছান এবং আবুল কাশেমের শরীরের ১৮ শতাংশ দগ্ধ তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানান, স্টিল মিলে ফার্ণেস বিস্ফোরণের খবর পেয়ে আমরা কারখানা পরিদর্শন করেছি। লোহা গলানোর কাজ করার সময় ফার্ণেস বিস্ফোরণে গলিত লোহা ছড়িয়ে পড়ায় ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত স্বাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আজকের দুর্ঘটনার কারণ জানতে সীমা স্টিলের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার একাধিক চেষ্টা করেও সম্ভব হয়নি।

    উল্লেখ্য : এর আগে ২০১৭ সালের ১৬ জুলাই সীমা অটো রোলিং মিলস্ (সীমা স্টিল) এ ভয়াবহ বয়লার (ভাটি) বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

    জানাগেছে, আলহাজ্ব মোঃ শফি মালিকানাধীন সীমা অটো রি-রোলিং মিলে এনিয়ে অসংখ্যবার বিস্ফোরণ ও দুর্ঘটনা ঘটেছে।

    ২০১২ সালের ১৫ জুন মিলটিতে ফার্নেস বয়লার বিষ্ফোরিত হয়ে আবুল বাসার নামে একজন নিহত ও অন্তত দশ শ্রমিক আহত হয়েছিল।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দরিদ্র শিশুদের বিনামূল্যে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দরিদ্র শিশুদের বিনামূল্যে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন ইমামনগর যুব সমাজের উদ্যোগে
    গ্রামের হত দরিদ্র সন্তানদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা করানো হয়েছে।

    শনিবার সকালে ইমাম নগর গ্রামে আয়োজিত ক্যাম্পে গ্রামের দরিদ্র ১২ জন শিশুকে বিনামূল্যে খৎনা, পোশাক ও ঔষধ দেওয়া হয়।

    পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিনামূল্যে উক্ত সুন্নাতে খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়।

    উক্ত কর্মসূচি উদ্বোধন করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দার হোসেন, মাওলানা ড.কামাল উদ্দিন আল-আজহারী, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো.আলমগীর হোসেন মাসুম,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আফছার, মো.মনির হোসেন, মোহাম্মদ আলী,মোঃ নজরুল প্রমুখ।