২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক || জ্বর নিয়ে গত রবিবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বাবা মহম্মদ শাহজাহান।
শোনা যায়, জ্বরের সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল তার। পরদিন নুসরাতের বাবার লালারসের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা, রিপোর্ট পজিটিভ আসে।
রিপোর্টে করোনা পজিটিভ পাওয়ার পরই তা পাঠানো হয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে। এরপরই সরকারি নির্দেশিকা মেনে নায়িকার মা ও বোনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার সকালে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে নুসরাত জানিয়েছেন, তার বাবার এমন কোনও লক্ষণ ছিল না। তিনি বলেন, “মিডিয়াতে লেখা হয়েছে, জ্বরের সঙ্গে তাঁর শ্বাসকষ্টও ছিল, বাস্তবে শ্বাসকষ্ট ছিল না, সাধারণ জ্বর।
যেহেতু বয়স হয়েছে, তাই পরিবারের তরফ থেকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবা ডায়াবিটিসের রোগী কিন্তু কোনওদিন ইনসুলিন নিতে হয়নি তাঁকে।”
নুসরাত এও জানিয়েছেন, এখন সরকারি নিয়ম অনুযায়ী, হাসপাতালে ভর্তি হলে বেশির ভাগ রোগীদেরই কোভিড ১৯ পরীক্ষা করা হচ্ছে।
কিন্তু করোনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসায় বাবা ও পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় আছেন ভারতীয় এ চিত্রনায়িকা।
চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপরই করোনা চিকিৎসা শুরু করবেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
অভিনেত্রী জানান, তাঁর বাবার বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। এমনকি সম্প্রতি কলকাতার বাইরেও যাননি তিনি। তবে তার বাবা যে বাজারে গিয়েছিলেন তা জানিয়েছেন নুসরত জাহান।
২৪ ঘণ্টা/ আর এস পি