Tag: ভারতীয় অভিনেত্রী

  • করোনা আক্রান্ত অভিনেত্রী নুসরাত’র বাবা, মা-বোন কোয়ারেন্টিনে

    করোনা আক্রান্ত অভিনেত্রী নুসরাত’র বাবা, মা-বোন কোয়ারেন্টিনে

    ২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক || জ্বর নিয়ে গত রবিবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বাবা মহম্মদ শাহজাহান।

    শোনা যায়, জ্বরের সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল তার। পরদিন নুসরাতের বাবার লালারসের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা, রিপোর্ট পজিটিভ আসে।

    রিপোর্টে করোনা পজিটিভ পাওয়ার পরই তা পাঠানো হয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে। এরপরই সরকারি নির্দেশিকা মেনে নায়িকার মা ও বোনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

    এর আগে গত সোমবার সকালে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে নুসরাত জানিয়েছেন, তার বাবার এমন কোনও লক্ষণ ছিল না। তিনি বলেন, “মিডিয়াতে লেখা হয়েছে, জ্বরের সঙ্গে তাঁর শ্বাসকষ্টও ছিল, বাস্তবে শ্বাসকষ্ট ছিল না, সাধারণ জ্বর।

    যেহেতু বয়স হয়েছে, তাই পরিবারের তরফ থেকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবা ডায়াবিটিসের রোগী কিন্তু কোনওদিন ইনসুলিন নিতে হয়নি তাঁকে।”

    নুসরাত এও জানিয়েছেন, এখন সরকারি নিয়ম অনুযায়ী, হাসপাতালে ভর্তি হলে বেশির ভাগ রোগীদেরই কোভিড ১৯ পরীক্ষা করা হচ্ছে।

    কিন্তু করোনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসায় বাবা ও পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় আছেন ভারতীয় এ চিত্রনায়িকা।

    চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপরই করোনা চিকিৎসা শুরু করবেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

    অভিনেত্রী জানান, তাঁর বাবার বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। এমনকি সম্প্রতি কলকাতার বাইরেও যাননি তিনি। তবে তার বাবা যে বাজারে গিয়েছিলেন তা জানিয়েছেন নুসরত জাহান।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • আত্মহত্যা করেছেন অভিনেত্রী সেজল শর্মা

    আত্মহত্যা করেছেন অভিনেত্রী সেজল শর্মা

    কিছুদিন আগে আত্মহত্যা করেছিলেন বলিউড অভিনেতা কুশল পাঞ্জাবি। সেই রহস্যের জট এখনও কাটেনি। তার পরে আরও এক আত্মহত্যার ঘটনা ঘটল বলিউডে। শুক্রবার নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন অভিনেত্রী সেজল শর্মা। তাঁর মৃত্যু ঘিরেও দানা বাঁধছে রহস্য। টেলিভিশন জগতে সেজল অপরিচিত নন। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গেও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

    শুক্রবার টেলিভিশন অভিনেত্রী সেজল শর্মাকে মুম্বাইয়ের মীরা রোডের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ব্যক্তিগত কোনও কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে মনে করছে সেজলের ঘনিষ্ঠ মহল ও পুলিশ।

    জানা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয় অভিনেত্রীর। তারপরই শুক্রবার আত্মহত্যা করেন তিনি। এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

    সেজলের মৃত্যুর খবর জানিয়ে তাঁর সহকর্মী অরু কে বর্মা বলেছেন, “সত্যিই সেজল আর নেই। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মাত্র ১০ দিন আগে আমরা দেখা করেছিলাম। রবিবারও ওর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়। তখনও ও ঠিক ছিল।” তবে শুক্রবার সেজলের দেহ পাওয়া গেলেও অরু বর্মার অনুমান অভিনেত্রী বৃহস্পতিবার রাতেই আত্মহত্যা করেছেন। যদিও এনিয়ে এখনও কিছু বলেনি পুলিশ। তবে এনিয়ে একটি মামলা দায়ের হয়েছে।

    টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সেজল শর্মা। ২০১৭ সালে রাজস্থান থেকে মুম্বই আসেন তিনি। টেলিভিশনে অভিনয় শুরু করার আগে তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন। আমির খানের সঙ্গে ভিভো ফোনের বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাঁকে। টেলিভিশনে ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ ধারাবাহিকের আত্মপ্রকাশের পর জনপ্রিয়তা পান তিনি। এছাড়া ‘আজাদ পরিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি।