Tag: ভারতীয় নাগরিক

  • ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কোটি টাকার কোকেনসহ একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

    শনিবার (১০ জুন) মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহা হয়ে আসা কাতার এয়ারওয়েজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

    শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত সোয়া ১টায় অবতরণ করে। গোপন তথ্য থাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ওই প্লেনে সার্চ শুরু করে। এরপর বিমানের ১৮এ সিটে ভারতের মিজোরামের বাসিন্দা সালমি লালরামধারী নামের যাত্রীকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী কোনো প্রকার মাদক বহনের কথা অস্বীকার করেন। কিন্তু যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তার বহনকৃত লাগেজ (নেভী ব্লু রঙের ট্রলি ব্যাগ) স্ক্যানিং ও যাত্রীর দেহ তল্লাশি করা হলে স্ক্যানিংয়ে যাত্রীর ট্রলি ব্যাগে মাদকের অস্তিত্ব লক্ষ্য করা যায়।

    পরে যাত্রীর লাগেজ তল্লাশি করে ১ কেজি ৮০০ গ্রাম সাদা রঙের কোকেন সদৃশ মাদকদ্রব্য পাওয়া যায়। আটক মাদক জাতীয় পণ্য ড্রাগ কীট টেস্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রাথমিকভাবে কোকেন হিসেবে চিহ্নিত করেছেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। যাত্রী অত্যন্ত সুকৌশলে ব্যবহৃত ট্রলির মধ্যে লুকিয়ে আটক মাদক চোরাচালানের উদ্দেশ্যে দেশে এনেছেন।

    আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দি কাস্টমস অ্যাক্টে মামলা ও আসামিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে।

  • চট্টগ্রামে গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

    চট্টগ্রামে গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ সাতজনকে আটক করেছে র‍্যাব। সোমবার ২২ মে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭২ কেজি গাঁজা জব্দ করা হয়।

    আটককৃতরা হলেন- রাকেশ শীল ওরফে মোহাম্মদ হোছাইন (৩৫), আলী হোসেন ওরফে খোরশেদ (২৭), আমান উল্লাহ (২৬), মো. ইদ্রিস (৩৮), আব্দুর জব্বার (৩৮), নুরুল কাদের ভুট্টো (২৫) ও মনির উদ্দিন (৩৫)।

    মঙ্গলবার (২৩ মে) র‍্যাব জানায়, আটককৃতদের মধ্যে রাকেশ ভারতীয় নাগরিক। তিনি ১৯৯৭ সালে বাংলাদেশে আসেন। এখানে এসে প্রথমে তিনি নোয়াখালী ও পরবর্তীতে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় সেলুনে কাজ করতেন। পরে বন্দরটিলা এলাকায় গাড়ির হেলপারের কাজ নেন তিনি এবং লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের এক নারীকে বিয়ে করেন। পরবর্তীতে নাম-পরিচয় পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজ তৈরি করে বাংলাদেশে বসবাস শুরু করেন।

    গত ১০ বছর ধরে রাকেশ পরিবার নিয়ে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় বসবাস করে আসছেন। রাকেশ মাদক ব্যবসায়ীদের কাছে মূলত হোছাইন নামে পরিচিত। ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তার সঙ্গে ভারতীয় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সখ্যতা গড়ে ওঠে। একপর্যায়ে নগরের চাঁন্দগাও থানার মোহরা এলাকায় বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে নিজে জনবল নিয়োগ দিয়ে মাদক ব্যবসা চালু করেন।

    চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, রাকেশের বিরুদ্ধে চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক সাতজনকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • দশ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণবারসহ আটক ভারতীয় নাগরিক

    দশ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণবারসহ আটক ভারতীয় নাগরিক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণবারসহ রণজিৎ আচার্য্য (৫২) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে আকবর শাহ থানা পুলিশ। আটক রনজিৎ কলকাতার হাওড়া সুপারীপাড়া এলাকার বাসিন্দা।

    বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার সময় নগরীর আকবর শাহ থানা সিটি গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯ ভরি ১ আনা ওজনের ২টি স্বর্ণের বার ছাড়াও ২ হাজার ইন্ডিয়ান রুপি, ৩ হাজার বাংলাদেশী টাকা, ১টি ইন্ডিয়ান পাসপোর্ট ও ১টি ইউনিক বাসের টিকিট জব্দ করা হয়।

    আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী জানায়, রনজিৎ প্রায়সময় বাংলাদেশে এসে নগরীর হাজারী গলিসহ বিভিন্ন স্বর্ণকার এলাকা থেকে কমদামে স্বর্ণ কিনে ভারতে নিয়ে যায়।

    গত দু সপ্তাহের মধ্যে রনজিৎ তিনবার বাংলাদেশে এসেছেন। সর্বশেষ গত ২৫ নভেম্বর সে বাংলাদেশে আসে এবং নগরীর হাজারী গলি থেকে স্বর্ণগুলো সংগ্রহ করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

    ওসি বলেন, বৃহস্পতিবার স্বর্ণবারগুলো নিয়ে ইউনিক পরিবহনের একটি বাসে উঠলেও সিটি গেইট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে কর্মরত অফিসারদের চোখ ফাঁকি দেওয়ার লক্ষ্যে সে গাড়ি থেকে নেমে পাঁয়ে হেটে সিটি গেইট পার হওয়ার চেষ্টা করে।

    কিন্তু তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করে তার দেহ তল্লাশী চালায়। এসময় তার কাছ থেকে স্বর্ণবার দুটি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ৫০ হাজার টাকা।

    আটক ভারতীয় নাগরিক রণজিতের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে শুল্ক আইনে চোরাচালানের অভিযোগের মামলা করেছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী।