Tag: ভারতীয় নাগরিকসহ

  • ২দিনের রিমান্ডে আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ নারী

    ২দিনের রিমান্ডে আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ নারী

    চট্টগ্রামে খুলশী থানা এলাকায় ২০ হাজার পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ নারীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীন তাদের প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে রিমান্ড শুনানীর নির্ধারিত সময়ে ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ৫ নারীকে আদালতে হাজির করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিন করে রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। আদালত শুনানী শেষে প্রত্যেককে দুদিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দেন। আরো খবর : আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

    তথ্যটি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী। তিনি বলেন, ভারতের উত্তরাখ-ের নানকমাথা এলাকার কোমল কর (২৮), ঢাকার মোহাম্মদপুর এলাকার রোজিনা বেগম (৫২) ও তার মেয়ে নাইমা বেগম (২৮) এবং মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার শাহনাজ বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া ইসলাম (২১) এরা আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের সদস্য।

    তাদের সাথে সম্পৃক্ত অন্যদের তথ্য অনুসন্ধান ও তাদের কর্মকাণ্ড এবং উদ্দ্যেশ্য জানতে আজ মঙ্গলবার আদালতে হাজির করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানী শেষে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন করে অনুমতি দেন।

    এর আগে গত ২০ অক্টোবর রবিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ নারী সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। নগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকার মহিলা কলেজ মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এ ৫ নারীকে গ্রেফতার করা হয়।

    এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিএমপির খুলশী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। পরে তাদের আদালতে নেয়া হলে আদালত আজ ২২ অক্টোবর শুনানীর দিন ধার্য্য করেন।