Tag: ভারতে

  • স্ত্রী কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ করে গ্রেফতার হলেন যুবক

    স্ত্রী কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ করে গ্রেফতার হলেন যুবক

    ডেস্ক নিউজ : ভারতে শুধু মানুষ, নারী নয়, অবলা পশুরাও এখন আর নিরাপদ নয়। কিছুদিন ধরে দেশটিতে বেড়ে গেছে কুকুর ধর্ষণের ঘটনা। গরুকেও যৌন হয়রানি করছে বিকৃত রুচির ধর্ষকরা।

    এবার দেশটির মুম্বাইতে অবলা এক কুকুরের মুখ বেঁধে ধর্ষণ করেছে ৩০ বছর বয়সী এক শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মুম্বাইয়ের মুলুন্দ এলাকায়। এই ঘটনায় শোভানাথ সরোজ নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

    জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মুম্বাইয়ের পশ্চিম মুম্বইয়ের মুলুন্দ অঞ্চলের একটি পার্কিংয়ে ওই নারকীয় কাণ্ডটি ঘটে। কুকুরটিকে পার্কিং এলাকার একটি ছোট ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে শোভানাথ সরোজ।

    কুকুরটির আর্তনাদ কানে আসায় নিরাপত্তারক্ষীরা দৌড়ে সেখানে পৌঁছলে অসহায় কুকুরটি কাতর অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে এবং তার যৌনাঙ্গ থেকে রক্ত ঝরতে দেখা যায়। তবে নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসার আগেই অভিযুক্ত পালিয়ে যায়।

    এ নিয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ব্রিজ ভনশালির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি মুলুন্দ থেকে খবর পাই একটি স্ত্রী-কুকুরকে এক শ্রমিক কার পার্কিং এলাকায় ধর্ষণ করেছে।

    আমি সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করে পুলিশে খবর দিতে বলি। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আহত কুকুরটিকে একটি পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই এমন আরেক কুৎসিত ঘটনার সাক্ষী হয়েছিল মুম্বই। সেবারও একটি নিরীহ কুকুরকে ধর্ষণ করা হয়েছিল।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • করোনা মহামারি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ দেশ ভারতে এবার ঢুকে পড়েছে পঙ্গপালের দল!

    করোনা মহামারি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ দেশ ভারতে এবার ঢুকে পড়েছে পঙ্গপালের দল!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারীর মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে লণ্ডভন্ড করে গেছে সুপার সাইক্লোন আম্ফান। ঘুর্ণিঝড়টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ক্ষত না শুকাতেই এবার ভারতের সামনে এখন নতুন বিপদ। প্রবেশ করেছে পঙ্গপালের দল!

    উত্তরাঞ্চলে আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ একটি পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়ার পর নড়েচড়ে বসেছে সেখানকার প্রশাসন। মধ্যপ্রদেশে ঝাঁকে ঝাঁকে উড়ছে এই পতঙ্গের দল।

    গত ২৭ বছরের মধ্যে সেই রাজ্যের বৃহত্তম পঙ্গপালের আক্রমণ হতে চলেছে এটি এবং বর্ষা না আসা পর্যন্ত এই সংকট বাড়ার সম্ভাবনা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    কয়েক হাজার কোটি টাকার ফসল নষ্টের মুখে! শস্য ও শাক-সবজি মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে এই পঙ্গপাল। সম্প্রতি ঝাঁসি জেলার ম্যাজিস্ট্রেট অন্দ্র ভামসি পঙ্গপালের ঝাঁক ধেয়ে আসা নিয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেছেন। রাসায়নিক স্প্রে নিয়ে দমকল বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে তিনি।

    কর্মকর্তারা জানিয়েছেন যে সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টার মধ্যে পঙ্গপালের দল বিশ্রামের জন্য যে কোনও জায়গায় থামতে পারে। কৃষকদের সতর্ক থাকতে এবং পতঙ্গদের চলাচল পর্যবেক্ষণ করতে বলেছেন কর্মকর্তারা।

    জেলাশাসক অন্দ্র ভামসি বলেন, গ্রামের সাধারণ মানুষকে বলা হয়েছে পঙ্গপালের গতিবিধি সম্পর্কে কন্ট্রোল রুমে খবর দিতে। যেখানে সবুজ ঘাস ও সবুজ ফসলের আধিক্য, পঙ্গপাল সেখানেই যায়। তাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত জানলেই তা জানিয়ে দেয়া হবে।

    দেশটির কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর কমল কাটিয়ার জানিয়েছেন, ছোট আকারের পঙ্গপালের ঝাঁক এগিয়ে আসছে। তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, দেশে ইতোমধ্যে ২ দশমিক ৫ থেকে ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক প্রবেশ করেছে।

    কমল কাটিয়ার আরও জানান, রাজস্থানের কোটা থেকে একটি দল আসছে পঙ্গপাল মোকাবিলায় সহায়তা করতে। এই মুহূর্তে পঙ্গপালের ঝাঁক অবস্থান করছে ঝাঁসির বাঙ্গরা মগরপুরে। রাতেই পঙ্গপালগুলির উপরে কীটনাশক স্প্রে করা হবে।

    ঢোলের মাধ্যমে জোরালো শব্দ ব্যবহার করে, থালা-বাটি বাজিয়ে এবং চিৎকার চেঁচামেচি করে কীটপতঙ্গগুলিকে দূরে রাখতে বলা হয়েছে।এনডিটিভি।

  • করোনা/ হবু স্বামীর টানে ৮০ কিলোমিটার পায়ে হেটে কনে গেলেন বরের বাড়ি, মাস্ক পরেই বিয়ে!

    করোনা/ হবু স্বামীর টানে ৮০ কিলোমিটার পায়ে হেটে কনে গেলেন বরের বাড়ি, মাস্ক পরেই বিয়ে!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : করোনা ভাইরাসের কারণে ভারতে প্রায় ২ মাস ধরে চলা লকডাউনের জেরে অসংখ্য বিয়ে পিছিয়ে গেছ। তবে নিজরবিহীন ভাবে বিয়ে সেরেছেন অনেকেই। কেউ ভিডিও কলে বিয়ে করেছেন। কোনও ক্ষেত্রে আবার পাত্র বা পাত্রী কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে পৌঁছেছেন গন্তব্যে।

    এমনই একটা চমকপ্রদ বিয়ে সম্পন্ন হয়েছে ভারতের উত্তর প্রদেশে। করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ভারতে লকডাউনের মধ্যে ৮০ কিলোমিটার পায়ে হেঁটে হবু স্বামীর বাড়িতে গেছেন এক তরুণী।

    শুধুমাত্র বিয়ে করবে বলে উত্তরপ্রদেশের কানপুর থেকে ৮০ কিলোমিটার দূর পথ পায়ে হেঁটে বছর ২০-র ওই তরুণী একাই এতটা পথ সফর করেছেন।

    জানা গিয়েছে, গত ৪ মে বিয়ের দিন ঠিক হয়েছিল এই তরুণীর। তবে বাধ সেধেছিল লকডাউন। গত মার্চ থেকেই ভারতে যান চলাচল বন্ধ। তবে থেমে ছিল না যোগাযোগ। ফোনেই একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে গেছেন গোল্ডি এবং তার হবু বর বীরেন্দ্র কুমার (২৩)।

    বিয়ে পিছিয়ে যাওয়ায় মুষড়ে পড়েছিলেন দুজনেই। লকডাউন ঘোষণার পর তাদের বিয়ে দুবার ভেস্তে যাওয়ায় দুজনেই বেশ বিষন্ন হয়ে পড়েন। অবশেষে গত বুধবার সাহসী পদক্ষেপ নিলেন কনে গোল্ডি।

    ওই দিন বিকালে কানপুরের লক্ষণপুর তিলক গ্রামের গোল্ডি সিদ্ধান্ত নেন তিনি কনৌজের বৈশ্যপুরে বীরেন্দ্রদের বাড়ি হেঁটেই যাবেন। তবে গোল্ডি যে তাঁদের বাড়িতে আসছেন একথা কাউকেই জানাননি বীরেন্দ্র। হবু বউমার আচমকা আগমনে খানিক হতবাক হয়ে যায় পাত্রের পরিবার।

    মুহুর্তেই বীরেন্দ্রর বাড়িতে সাজো সাজো রব পড়ে যায়। তবে সামাজিক দূরত্বের নিয়ম মেনে স্থানীয় এক মন্দিরেই সম্পন্ন হয় বিয়ে তাদের। পাত্র-পাত্রী মাস্ক পরেই বসেছিলেন বিয়ে পিঁড়িতে। সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখার জন্য হাতেগোনা ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া বিয়ে হাজির ছিলেন না কেউই।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনের গায়ে ছিল লাল শাড়ি, ওড়না এবং বর পরেছিলেন সাদা শার্ট আর জিন্সের প্যান্ট। তবে তারা দু’জনেই মাস্ক পরে ছিলেন। ওই বিয়েতে এক সমাজকর্মীও উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • ভারতে ক্রিকেট বোর্ড পরিচালক সৌরভ গাঙ্গুলির বাড়িতেও ঘূর্ণিঝড় আম্পানের থাবা

    ভারতে ক্রিকেট বোর্ড পরিচালক সৌরভ গাঙ্গুলির বাড়িতেও ঘূর্ণিঝড় আম্পানের থাবা

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক সংবাদ : করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবলীলায় কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দুই চব্বিশ পরগণা, কলকাতা। লণ্ডভণ্ড পুরো কলকাতা। তাণ্ডবে কলকাতা শহর ও বিভিন্ন জেলায় রাস্তায় প্রচুর গাছ ভেঙে পড়েছে।

    বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে রাস্তার উপর। এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটি। ভারতের ক্রিকেট বোর্ডের পরিচালক সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও আঘাত হেনেছে সুপার সাইক্লোন আম্পান। কলকাতা বেহালার বীরেন রায় রোডে সৌরভ গাঙ্গুলির বাড়িতে ঘূর্ণিঝড় আম্পান থাবা বসিয়েছে।

    আম্পানের তাণ্ডবে সৌরভের বাড়িতে বিপজ্জনকভাবে হেলে পড়েছে একটি আমগাছ। ২১ মে, বৃহস্পতিবার সেই গাছটিকে আগের অবস্থানে ফেরাতে অনেক কষ্ট করতে হয় তাকে। গাছের ডালে দড়ি বেঁধে আমগাছটিকে আবার পুরনো জায়গায় স্থাপন করে দেন। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ।

    ওই ছবি টুইটারে পোস্ট করে সৌরভ লিখেছেন, ‘এই বয়সে লড়াই করে ঘাম বেরিয়ে গেলো’ আম্পানের আঘাতে হেলে পড়া আমগাছকে রক্ষার ওই ছবি এর মধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।আম্পানের আঘাত হেনেছে সৌরভ গাঙ্গুলির বাড়িতে

    প্রসঙ্গত : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৭২ জনের। বৃহস্পতিবার নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    রাজ্যের বিপর্যয় আইনে ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার কথাও ঘোষণা করেন। এর পাশাপাশি টাস্ক ফোর্সও গঠন করেছেন। ৭ দিনের মধ্যে ক্ষয়ক্ষতির রিপোর্ট হবে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা : ভারতে একদিনে আক্রান্ত ও সুস্থতায় রেকর্ড

    করোনা : ভারতে একদিনে আক্রান্ত ও সুস্থতায় রেকর্ড

    ২৪ ঘণ্টা ডট আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোনও ভাবেই যেন নিয়ন্ত্রণে আসছেনা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

    আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৮৭ জন। যা এখনও পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।

    তবে আশার কথা হলো করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার রেকর্ডও হয়েছে এদিন।

    আজ রবিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৩ হাজার ৯৫৬ জন।

    এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখা বেড়ে দাড়িয়েছে ২ হাজার ৮৭২। আক্রান্ত মোট সংখ্যা ৯০ হাজার ৯২৭। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১০৯ জন।

    রিকভারি রেট বা সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে সাইত্রিশ শতাংশে। রেকর্ড সংক্রমণের মধ্যেই একে ইতিবাচক হিসেবে দেখছেন চিকিৎসকরা।

    তাছাড়া মৃত্যুহারও আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার দেশটিতে মৃত্যুহার ছিল ৩ দশমিক ২ শতাংশ, আজ সেটা হয়েছে ৩ দশমিক ১৫ শতাংশ।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • লকডাউনে বাড়ি ফেরার তাড়া, একদিনে দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ শ্রমিক

    লকডাউনে বাড়ি ফেরার তাড়া, একদিনে দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ শ্রমিক

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে বেকায়দায় ভারতের ভিন্ন রাজ্যের শ্রমিকরা। লকডাউনে বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন ম্রমিকরা। বাড়ি ফেরার এ তাড়াতেই ভারতে একদিনেই পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ জন ভিন্ন রাজ্যের শ্রমিক।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর ভারতে কানপুরের কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনাযর পর এবার মধ্যপ্রদেশে দুর্ঘটনার বলি হলেন আরো ৮ পরিযায়ী শ্রমিক। আহত হয়েছেন ৫৪ জনেরও বেশি।

    বুধবার গভীর রাতে মধ্যপ্রদেশের গুনায় দুর্ঘটনাটি ঘটে। করোনা ভাইরাস লকডাউনের কারণে, উত্তরপ্রদেশের মহারাষ্ট্রের মুম্বইতে আটকে পড়া প্রায় ৭০ জন শ্রমিক তাঁদের উত্তরপ্রদেশের উন্নাওয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।

    অন্যদিকে খালি বাসে চালক ও সহকারী নিয়ে মধ্যপ্রদেশের গুনা থেকে আহমেদাবাদ যাচ্ছিল একটি বাস। গুনায় বাইপাসের উপর দ্রুতগামী বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ শ্রমিকের। আহত হয়েছে ৫৪ জনেরও বেশি শ্রমিক।

    তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের বেশিরভাগই উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা বলে জানা গেছে।

    একই দিন আরেকটি দুর্ঘটনায় উত্তর প্রদেশের মুজফ্ফরপুরে রাজ্য সরকারের বাসের চাকায় পিষ্ট হয়ে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

    জানা যায়, লকডাউনের মধ্যেই এই পরিযায়ী শ্রমিকরা পঞ্জাব থেকে হেঁটে বিহারের গোপালগঞ্জে নিজেদের বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, বাসে কোনও যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পরই পালিয়েছে বাস চালক।

    বিগত কয়েকদিনে বহু শ্রমিক হেঁটে বাড়ির পথ ধরেছেন। গত সপ্তাহে, ২০ জন শ্রমিক বাড়ি ফেরার পথে মালগাড়ির ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়। মহারাষ্ট্রে আউরঙ্গাবাদে রেললাইনের ওপর ঘুমাচ্ছিলেন এসব শ্রমিকরা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ঘুমন্ত শ্রমিকের উপর চলে গেল মালবাহী ট্রেন/ ১৭ জনের মৃত্যু, আহত ৫

    ঘুমন্ত শ্রমিকের উপর চলে গেল মালবাহী ট্রেন/ ১৭ জনের মৃত্যু, আহত ৫

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ জেলায় রেললাইনের উপর ঘুমন্ত শ্রমিকদের শরীরের উপর চলে গেছে মালবাহী ট্রেন।

    এতে চাকার নিচেই পিষ্ট হয়ে ১৭ শ্রমিকের মৃত্যু এবং এ ঘটনায় আরো ৫ শ্রমিক আহত হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। 

    জানা যায়, হতাহত শ্রমিকরা সবাই জালনা শহরের একটি লোহার কারখানায় কাজ করতেন। সেখান থেকে বাড়িতে ফেরার জন্য মধ্যপ্রদেশের পথে রওনা দেন তারা।

    ভারত জুড়ে লকডাউন থাকায় ২২ থেকে ২৫ জনের একটি শ্রমিকদল প্রায় ৪৫ কিলোমিটার পথ হেঁটে ক্লান্ত হয়ে রেল লাইনের উপরেই তাঁরা বিশ্রাম নিচ্ছিলেন। তাদের ঘুম এমনটাই ভারি ছিলো যে, মালগাড়ি আসার শব্দেও তাদের ঘুম ভাঙ্গেনি। কালঘুমেই মালগাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পাঁচ জন গুরুতর আহত।

    ভারতীয় গণমাধ্যম ডিডাব্লিউ টিভি সূত্রে জানা যায়, মালবাহি ট্রেনটি খালি ছিলো। রেল কর্তৃপক্ষ জানিয়েছে মালবাহী ট্রেনের চালক শেষ সময়ে ট্রেন থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

    সংবাদমাধ্যমটি জানায়, এই শ্রমিকরা সকলেই মধ্যপ্রদেশের। তাঁরা জালনার কারখানায় কাজ করতেন। জালনা থেকে ১৭০ কিলোমিটার দূরে ভুসাওয়াল যাচ্ছিলেন, যাতে তাঁরা শ্রমিক এক্সপ্রেস ধরে নিজেদের রাজ্যে ও গ্রামে ফিরতে পারেন।

    এই দুর্ঘটনায় প্রবল ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রেলমন্ত্রীকে ফোন করে তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • ভারতে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশি মেয়েরা

    ভারতে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশি মেয়েরা

    ২৪ ঘন্টা ডট নিউজ। স্পোটর্স ডেস্ক : ভারতে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশি মেয়েরা। সোমবার বিহারের পাটনায় অনুষ্ঠিত ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচে থাইল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টাইগার যুবারা।

    ওইদিন ম্যাচের শুরুতে টস জিতে থাইল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় লাল-সবুজের দল। টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রানে থেমে যায় দ্বীপ রাষ্ট্রটির যুবাদের ইনিংস।

    ফিল্ডিংয়ে নেমে থাইল্যান্ড শিবিরে শুরুতেই আঘাত হানেন নিগার সুলতানা। অন্যদিকে জাহানারা, অধিনায়ক সালমা ও নাহিদা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি উইকেট না ফেলতে পারলেও রানের চাকাটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় টাইগার যুবারা।

    অবশ্য সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জবাবে শামিমা সুলতানার ৩৭ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে ১৬.১ ওভারে ২ উইকেটেই ৯১ রান তুলে টাইগ্রেসরা। কিন্তু শামিমা এলবিডব্লিউ হওয়ার পরই যেন বিপর্যয় নেমে আসে লাল-সবুজের দলে।

    ২ উইকেটে ৯১ রান থেকে একটা সময় ৮ উইকেটে ১১২ রানে পরিণত হয় বাংলাদেশ। ১৯তম ওভারে তিনটি উইকেট হারিয়ে হারের শঙ্কায়ই পড়ে গিয়েছিল মেয়েরা।

    সেখান থেকে শেষ ওভারে চার বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২৮ রানের ঝড়ো ও নাটকীয় এক ইনিংস খেলে দলকে উদ্ধার করেন ফাহিমা খাতুন। এতে করে শ্বাসরুদ্ধকর এ ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। যেখানে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ।

    অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে এই চার দলের টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ। এখানে ভারতের দুটি দল-‘এ’ও ‘বি’ নামে খেলছে। ভারতীয় ‘বি’ দল উঠেছে ফাইনালে। আগামিকাল বুধবার পাটনায় তাদেরই মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

  • দীপাবলি উৎসবের আতশবাজির আগুনে ৭ জনের মৃত্যু

    দীপাবলি উৎসবের আতশবাজির আগুনে ৭ জনের মৃত্যু

    হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দীপাবলি উপলক্ষ্যে আতশবাজির আগুনে ভারতজুড়ে ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

    দিল্লির ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছে, রবিবার গোটা ভারতে আতশবাজির কারণে ৭ নিহতের কথা জানা গেলে শত শত মানুষ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    দীপাবলির আতশবাজিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। রোববার একদিনে শুধু দিল্লিতে তিন শতাধিক স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আর সবগুলো ঘটনাতেই দিল্লির ফায়ার সার্ভিস কর্মীরা (ডিএফএস) দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে।

    পুলিশ বলছে, দিওয়ালি উপলক্ষ্যে আতশবাজির ঘটনায় ছত্তিশগড় রাজ্যের কোন্ডাগাঁও জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। উড়িষ্যার ভুবেনশ্বর জেলায় একজন দগ্ধ হয়ে মারা গেছেন। সরকারি এক কর্মকর্তা আতশবাজির আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন। দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকার কালীপুজোয় আতশবাজি পোড়ানোর সময় হঠাৎ একটি তুবড়ি ফেটে গেলে আদি দাস নামে ৫ বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

    মহরাষ্ট্রের সাংলি শহরে আতশবাজি থেকে সৃষ্ট আগুনে বেশ কিছু দোকান পুড়ে গেছে। আগুন ধরেছে অনেক ভবনে। গোটা দেশেই আতশবাজির ঘটনায় রাস্তার পাশে থাকা বিভিন্ন মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতের দমকল বাহিনী হাজার হাজার অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবিলা করেছে। এসব অগ্নিকান্ডের ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

    এনডিটিভি আরও জানায়, রাজস্থানের রাজধানী জয়পুরের এক হাসপাতালেই আতশবাজিতে দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন ৪৯৮ জন। যার মধ্যে ১০৮ জনের অবস্থা গুরুতর। এদের অনেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। রোববার চেন্নাইয়ের এক সরকারি হাসপাতালেও ভর্তি হয়েছেন ৩১ অগ্নিদগ্ধ।

    ওই হাসাপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এরা সবাই আতশবাজির ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের আঙ্গুল মারাত্মকভাবে পুড়ে গেছে আর তাদের বেশিরভাগই তরুণ।

  • ভারী বর্ষণে ভারতের বিভিন্ন রাজ্যে মৃতের সংখ্যা শতাধিক

    ভারী বর্ষণে ভারতের বিভিন্ন রাজ্যে মৃতের সংখ্যা শতাধিক

    ভারতের উত্তর প্রদেশ ও বিহারে ভারী গত এক সপ্তাহ ধরে চলা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা শতক ছাড়িয়েছে। দেশটির উত্তরপ্রদেশ ও বিহারসহ কয়েকটি রাজ্যে এ প্রবল বন্যায় ঘরছাড়া হয়েছে কয়েক হাজার মানুষ। ফলে, বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন।

    স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি এ খবর জানিয়েছে।

    বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিরমুখে পড়েছে উত্তরপ্রদেশ। প্রথম চারদিনেই ৮০ জনের মৃত্যু হয় খবর পাওয়া যায়। পরবর্তী ৩ দিনে আরো ১৩ জনসহ প্রদেশটিতে এখন পর্যন্ত ৯৩ জনের মুত্যুর খবর দিয়েছে সংবাদ সংস্থাটি।

    এরপরই রয়েছে বিহার। রাজ্যটিতে ভারী বর্ষণে অসংখ্য ঘরবাড়ি ডুবে গেছে। মারা গেছে অন্তত ৪২ জন। সবমিলে দেশটিতে সৃষ্ট এ বন্যায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

    সরকারি হিসেবমতে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত অন্তত ৯৩ জন বন্যা কবলিত হয়ে মারা গেছেন। অন্যদিকে বিহারে বন্যা সংশ্লিষ্ট কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

    অনেক এলাকা তলিয়ে যাওয়ায় জনজীবন হুমকির মুখে পড়েছে। টানা এ বর্ষণে বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের। ব্যহত হচ্ছে চিকিৎসাসেবা। অনেকে ঝুঁকি নিয়েই নিরাপদ আশ্রয়ে ছুটছেন।

    রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন কক্ষে রোগী ও স্বজনরা বেডগুলোতে উঠে বসে আছেন। তার ঠিক নিচেই পানি। দেখে মনে হচ্ছে সেগুলো যেন বিছানা নয়, ভেলা। বাড়িঘর, হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন স্থাপনা থেকে স্থানীয় লোকজনকে উদ্ধার করতে ৩২টি নৌকা নামিয়েছে উদ্ধারকারী দল।

    বন্যার ব্যাপক প্রভাব পড়েছে বিহারের রাজধানী পাটনায়ও। গত তিন দিনের টানা বৃষ্টিতে ভেসে গেছে ঘরবাড়ি ও হাসপাতাল। এতে মঙ্গলবার পর্যন্ত বন্ধ রয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। পাটনা শহরে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর তিনটি দল কাজ করছে। চলমান এ অবস্থা আরো ২৪ ঘণ্টা স্থির থাকবে জানিয়ে দেশটির আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছে।

    বন্যার পানিতে রাজপথ তলিয়ে যাওয়ায় রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। গত তিন দিনে পাটনার বেশিরভাগ ট্রেনের সময়সূচি হয় পেছানো হয়েছে, নয় বাতিল করা হয়েছে। হাসপাতালে পানি উঠে যাওয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে। ভারী থেকে আরও ভারী’ বৃষ্টিপাতের আশঙ্কায় উত্তর প্রদেশের আবহাওয়া অফিস পাটনা শহরে রেড অ্যালার্ট জারি করেছে।

    এদিকে, বন্যার কবল থেকে বাদ যায়নি জন্মু-কাশ্মীর, উত্তরখাণ্ড ও মধ্যপ্রদেশ। গত কয়েকদিনের ভারী বর্ষণে কয়েকজনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে শুক্রবার স্বাভাবিকের থেকে ১৭০০ শতাংশ বেশি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের পূর্বাঞ্চল।

    এদিকে, টানা প্রবল বর্ষণের প্রভাব পড়েছে ভারতের বাজারে। বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বন্যায় অনেক পেঁয়াজের খেত নষ্ট হয়ে যাওয়ায়, বন্ধ করা হয়েছে পেঁয়াজ রপ্তানি। বন্যার ব্যাপক ক্ষতি থেকে বাঁচতে খুলে দেয়া হয়েছে ফারাক্কাবাঁধের সকল মুখ। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশেও।