Tag: ভারপ্রাপ্ত সভাপতি

  • আল্লামা মাহমুদুল হাসান কওমি শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি

    আল্লামা মাহমুদুল হাসান কওমি শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি

    কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।

    শনিবার যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন তিনি।

    শনিবার দুপুরে বেফাকের কয়েকজন আমেলার সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভোটের ফলাফল ঘোষণা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তারা।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আমেলার বৈঠকে প্রায় ১২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। ব্যালটবাক্সের গণনা অনুযায়ী আল্লামা মাহমুদুল হাসান পেয়েছেন ৬৪ ভোট।

    আল্লামা নূর হোসাইন কাসেমী পেয়েছেন ৫০ ভোট। আর হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী পেয়েছেন মাত্র ৩ ভোট।

    এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বেফাকের সহসভাপতি মুফতি ওয়াক্কাস।

    সঙ্গে ছিলেন খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম জিহাদী, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদ্রাসায়ে নূরে মদিনার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও ঢালকানগর মাদ্রাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ।

    সূত্র মতে, কওমি মাদ্রাসার সরকার স্বীকৃত সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর গঠনতন্ত্র অনুযায়ী বেফাকের সভাপতিই হবেন আল-হাইয়াতুল উলইয়ার সভাপতি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ৩৭নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ এর মৃত্যুতে সুজনের শোক প্রকাশ

    ৩৭নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ এর মৃত্যুতে সুজনের শোক প্রকাশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ:৩৭নং হালিশহর মুনির নগর ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদ আজ বুধবার (১৩ মে) সকাল ৭.৪৫ মিনিটে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্রসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

    তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    এক বিবৃতিতে তিনি বলেন মরহুম মো. হোসেন মুরাদ আওয়ামীলীগের দায়িত্ব থাকাকালীন অবস্থায় সবসময় দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে কাজ করতেন। সম্প্রতি স্থগিত হওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দলীয় প্রার্থী ছিলেন মো. হোসেন মুরাদ।

    জনাব মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    ২৪ ঘণ্টা/এম আর