Tag: ভার্জিল ভ্যান ডিজক

  • গ্লোব সকারের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

    গ্লোব সকারের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

    গ্লোব সকারের বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হয়েছে আজ। প্রত্যশামত এই তালিকায় আছেন মেসি এবং রোনালদো।

    আগামী ২৯ ডিসেম্বর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গ্লোব সকারের একাদশ তম সংস্করণের পুরস্কার প্রদান করা হবে।

    এই পুরস্কারটি সর্বোচ্চ পাঁচবার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোই ইতিহাসের একমাত্র ফুটবলার যে কিনা একবারের বেশি এই পুরস্কারটি জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। সর্বোচ্চ পাঁচবার এই পুরস্কার নিজের করে নিয়েছেন এই পর্তুগীজ তারকা।

    এবারের পুরস্কারের জন্য মনোনীত ফুটবলাররা হলো

    ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস, পর্তুগাল)

    লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)

    ভার্জিল ভ্যান ডিজক (লিভারপুল, নেদারল্যান্ডস)

    অ্যালিসন বেকার (লিভারপুল, ব্রাজিল)

    সাদিও মানে (লিভারপুল, সেনেগাল)

    মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিশর)

    বার্নার্ডো সিলভা (ম্যান সিটি, পর্তুগাল)