Tag: ভাষা শহীদ

  • ভাষা শহীদদের কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা

    ভাষা শহীদদের কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা

    অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরির মাধ্যমে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজিমপুরের পুরাতন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ বরকত, জব্বার ও শফিউর।

    দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন করে।

    এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংস্কৃতিক বিষয়ক অসীম কুমার উকিল, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজি, তারানা হালিম প্রমুখ।

    তার আগে সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে সংগঠনের সব শাখা কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।

    বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় দিন। উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণার বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়ে ওঠে। বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার দাবিতে ১৯৫২ সালের এই দিনে ঢাকার রাজপথে জীবন দেয় রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ আরও অনেকে।

  • ভাষা শহীদদের স্মরণে কুবির ইংরেজি বিভাগে মোমবাতি প্রজ্বলন

    ভাষা শহীদদের স্মরণে কুবির ইংরেজি বিভাগে মোমবাতি প্রজ্বলন

    কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের আয়োজনে ভাষা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

    শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়য়ের কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস, ড. মোহাঃ হাবিবুর রহমান ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানাসহ বিভাগের শিক্ষার্থীরা।

    ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, “শ্রদ্ধা ভরে স্মরণ করছি ভাষা শহীদদের। এই আলোয় সিক্ত হোক প্রতিটি মানুষ। ভাষার শুদ্ধা চর্চা হোক প্রতিটি ঘরে ঘরে।”

    আলোচনা সভার অংশ হিসেবে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

  • ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে রাউজান সাহিত্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি

    ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে রাউজান সাহিত্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেছে সৃজনশীল শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদ।

    রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন ইমন, সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানা, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী সোহেল, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরোয়ার রানা, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, নির্বাহী সদস্য শাম্মী শিল্পী তুলতুল।

  • একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

    রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    এ সময় অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করা হয়।