Tag: ভাসমান

  • অলি-গলি ঘুরে ভাসমান মানুষের খাবার দিচ্ছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ/মানব সেবায় হটলাইন চালু

    অলি-গলি ঘুরে ভাসমান মানুষের খাবার দিচ্ছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ/মানব সেবায় হটলাইন চালু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা পরিস্থিতিতে একাকিত্ব ও অক্ষম হয়ে পড়া ভাসমান মানুষের একবেলা খাবারের ব্যবস্থা করতে নগরীর অলি-গলি চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

    তাছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সময়ের দাবি, ত্রাণ যাবে বাড়ি শ্লোগানে অসহায় পরিবারে ত্রাণ সহায়তা কর্মসূচি হাতে নেয় তারা। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের উদ্দ্যোগে চট্টগ্রামে প্রথম ‘হ্যালো ছাত্রলীগ’ এই খাদ্যসামগ্রী উপহারের সেবা চালু করে।

    “হ্যালো ছাত্রলীগ”এর হটলাইন নাম্বার (০১৮৮৩-২৭৩৮৫০ এবং ০১৬৭৮-৩০৪০৬০) এ যোগাযোগ করলেই অসহায় মানুষের ঘরে দ্রুত খাদ্য সেবা পৌঁছে দিচ্ছে কর্মীরা।

    ইতিমধ্যে নগরীর সাবেরিয়া আদালত কলোনি, এস আলম কলোনি, পাথরঘাঁটা, জয়নাব কলোনি, ঘাঁসিয়া পাড়া, খলিফা পট্টি, দেয়ান বাজার ও প্রবর্তক মোড়সহ প্রতিদিন গৃহবন্দী কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর ও অসংখ্য শ্রমজীবী পরিবারে ছাত্রলীগের উপহার পৌছে দিয়েছেন।

    গত ১৬দিন ধরে প্রত্যেকটা পরিবারের বাজারের প্যাকেটে একবেলার চাল, আলু, পেঁয়াজ, মাছ, টমেটো, কাঁচা মরিচ, ধনে পাতাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের উপহার ঘরে নিয়ে যাচ্ছে টিমের কর্মীরা। এছাড়া প্রতিদিন রিক্সা ও মোটর সাইকেলে নগরীর অলি গলি ঘুরে ভাসমান মানুষদের খাবার ব্যবস্থাও করছেন ছাত্রলীগ নেতারা।

    এ বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, করোনা মহামারীকে কেন্দ্র করে যখন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়, ঠিক তখনও ব্যাক্তিগত উদ্দ্যেগে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত থেকে শুরু করে প্যারেড মাঠকে জনশূন্য করতে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করি।

    পরবর্তীতে লকডাউন শুরু হলে এবং খাবার রেষ্টুরেন্ট গুলো বন্ধ হয়ে যাওয়ায় ভাসমান মানুষগুলোর কথা চিন্তা করে তাদেরকে রান্না করা খাবার পৌছে দেয়ার চেষ্টা করেছি। এবার প্রধানমন্ত্রীর নির্দেশ মতো মানব সেবায় হটলাইন চালু করেছি। যেখানে ফোন দিলেই সাধ্যমত খাদ্য সহায়তা পৌছে দেওয়ার চেষ্টা করছি।

    তিনি বলেন, যতদিন মহামারি থাকবে ততদিন কার্যক্রম চলমান রাখার আপ্রান চেষ্টা করব। যতদিন সুস্থ আছি ততদিন যেন মানবের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি সেজন্য সকলের দোয়া/আশির্বাদ কামনা করছি।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স