গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় মোবাইল ফোনে ক্রিকেট ভিডিও গেমস নিয়ে বাজি ধরা খেলার আস্তানায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ৯ জুয়ারিকে আটক করেছে। সোমবার (৩ আগস্ট) রাতে রুহিয়ার পুরাতন নিরিবিলি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত গেমস কিট ও মোবাইল ফোনে ক্রিকেট গেমস বাজি ধরা খেলা চালিয়ে আসছিল। এ খেলায় ইতিমধ্যে বেশ কিছু যুবক সর্বস্বান্ত হয়ে পথে নেমেছে।
তারা জানায়, প্রতিদিনের ন্যায় আটককৃতরা সোমবার (৩ আগস্ট) বিকেলে রুহিয়া ডাকবাংলো মার্কেটের পুরাতন নিরিবিলি হোটেলে বসে ক্রিকেট ভিডিও গেসম বাজি খেলার আসর বসায়। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল রাত ৯টার দিকে জুয়ার আসরে হানা দিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করে এবং জুয়া খেলার আসর থেকে ৯ জনকে আটক করে।
তারা আরো জানায়, আটককৃতরা হলেন রুহিয়া ইউনিয়নের মেম্বর রফিজ উদ্দীনের ছেলে কবির হোসেন (৪২), সিরাজুল ইসলামের ছেলে সবুজ (২৭), হামিদুলের ছেলে রাজু (২৫), ভ্যান চালক সৈয়দ আলীর ছেলে সাইদুর রহমান ওরফে বিবিসি (১৯), বারঘরিয়া গ্রামের ভাষার ছেলে মিন্টু (২৫), একলাস উদ্দীনের ছেলে ইয়াকুব আলী (৩৮), আশিকুল ইসলামের ছেলে হারুন (২৭), সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম, বৈজ্যনাথের ছেলে জোতিষ। তাদের আটক করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক শামীম হোসেন জানান, আটককৃতদের কাছ থেকে জব্দকৃত মালামালের তালিকা তৈরির কাজ চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
২৪ ঘণ্টা/এম আর